ঝাড়গ্রাম, 17 মে: বিজেপি সবচেয়ে বড় চোর ৷ শুক্রবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের নির্বাচনী সভা থেকে এই অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ পাশাপাশি তাঁর আশ্বাস, কেন্দ্রের বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের সরকার তৈরি হলে সিএএ বাতিল করা হবে ৷
সিএএ নিয়ে বিজ্ঞাপনের বিষয়টি এ দিন উঠে আসে মমতার ভাষণে ৷ তাঁর কথায়, সন্দেশখালি নিয়ে বিজেপি যেমন নাটক করেছে, সিএএ নিয়েও তেমন নাটক করতে চাইছে ৷ পুরো মিথ্যা কথা ৷ বিশ্বাস করবেন না ৷ বিজেপি ফোর টোয়েন্টি ৷ কোনও গ্যারান্টি নেই ৷ ভোটের পরে সবাইকে তাড়িয়ে দেবে ৷
এর পরই তিনি বিজেপিকে সবচেয়ে বড় চোর বলে অভিযোগ করেন ৷ মমতার দাবি, সবচেয়ে বড় চোর তো বিজেপি ৷ দেশ বিক্রি করে সব টাকা পকেটে ভরেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন, ‘‘মোদিবাবু তোমার টাকার দাম কত ?’’ মমতার আরও অভিযোগ, মরিয়া হয়ে ভোটে জিততে চাইছে বিজেপি ৷ জিতলেই এনআরসি করবে ৷ ইউসিসি করে সকলের অস্তিত্ব তুলে দেওয়া হবে ৷
মমতা আরও জানান, বাংলায় কংগ্রেস-সিপিএমের সঙ্গে কোনও সম্পর্ক নেই তৃণমূলের ৷ তবে দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক আছে ৷ ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে এনআরসি, সিএএ বাতিল করা হবে ৷
এ দিন ভাষণের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বিরোধী নেত্রী থাকাকালীন জঙ্গলমহলে আসার একাধিক অভিজ্ঞতার কথা শোনা যায় ৷ ছত্রধর মাহাতোর প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তৃতায় ৷ তিনি বলেন, ‘‘জঙ্গলমহল যেকোনও কারও থেকে আমি খুব ভালো বুঝি... ৷’’ জঙ্গলমহলে তাঁর সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে, সেটাও মনে করিয়ে দেন মমতা ৷
2019 সালে ওই আসনে জিতেছিল বিজেপি ৷ সেই প্রসঙ্গ উঠে আসে মমতার ভাষণে ৷ তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্যা ভাষণ দিয়ে ঝাড়গ্রামবাসীর থেকে ভোট নিয়েছিলেন ৷ জয়ের পর বিজেপি সাংসদ কোনও কাজ করেননি৷ এবারও মোদি মিথ্যা কথা বলতে ঝাড়গ্রামে আসবেন বলেও দাবি করেন মমতা ৷
ঝাড়গ্রামে এবারের বিজেপি প্রার্থীকে নিয়েও একাধিক অভিযোগ করেন মমতা ৷ তাঁর দাবি, বিজেপির ডাক্তার প্রার্থী মানুষকে বঞ্চিত করে স্টাডি লিভে গিয়েছিলেন ৷ তিনি চাইলে প্রার্থীকে সরকারি ছাড়পত্র না দিতে পারতেন ৷ তবে তিনি তা করেননি ৷
আরও পড়ুন: