কলকাতা, 28 মার্চ: 'উদ্দীপনী'র তরফে আয়োজিত বৃহস্পতিবার ইফতার মজলিসে যোগদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গোটা দিন উপবাস থাকা রোজাদার মুসলিম সম্প্রদায়ের মানুষদের সঙ্গে উপস্থিত থেকে এদিন তাঁদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী । এবার আদর্শ-আচরণবিধি লাগু হয়ে যাওয়ায় কলকাতা পৌরনিগম এই সাম্প্রদায়িক সম্প্রীতির অনুষ্ঠান আয়োজন করতে পারেনি । তবে উদ্দীপনী এবারও ইফতার মজলিসের আয়োজন করে ।
বৃহস্পতিবার বিকেল 5টা'র কিছু পরে পার্ক সার্কাস ময়দানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর ওই এলাকার মানুষের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন তিনি । মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন, মন্ত্রী শশী পাঁজা, বাবুল সুপ্রিয় প্রমুখ । ছিলেন নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসমীও ।
গোটা দিন উপবাসের পর রোজা ভাঙার সময়ে সংখ্যালঘু ভাইবোনেদেরা সঙ্গে এদিন ছিলেন মুখ্যমন্ত্রী। তবে এদিন পার্ক সার্কাস ময়দানের অনুষ্ঠান থেকে তিনি রাজনৈতিক বিষয়ে কোনও কথা বলেলনি ৷
এদিনের ইফতার পার্টির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন,"সকলকে জানাই পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা ৷ প্রতি বছরের ন্যায় এই বছরেও পার্ক সার্কাস ময়দানে দাওয়াত-এ-ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ এবং শুভেচ্ছা বিনিময় করলাম । এইভাবেই সৌহার্দ্যের বাতাবরণ বজায় থাকুক আমার বাংলায় এবং সকলে একসঙ্গে যেন ভালো থাকতে পারি-এই প্রার্থনা জানাই আমি সর্বশক্তিমানের কাছে ।"
লোকসভা নির্বাচনের বছর হওয়ায় গোটা রাজ্যের চোখ ছিল এদিনের ইফতার পার্টি থেকে তিনি কী বলেন, তা জানার জন্য । বিশেষ করে নিজের বাড়িতে গুরুতর আহত হওয়ার পর থেকে প্রকাশ্যে সেভাবে দেখা যাচ্ছে না মুখ্যমন্ত্রীকে ৷ এদিনও দেখা গেল তার মাথায় ব্যান্ডেজ রয়েছে । মনে করা হচ্ছে মূলত ইফতারের এই সম্প্রীতির অনুষ্ঠান হিসাবে প্রত্যেক বছর যোগদান করেন তিনি ৷ এ বছরও একইভাবে সেই পরম্পরা বজায় রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন :
- মমতার মৃত্যু কামনার অভিযোগ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
- 'আমাকে নয়, ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে', ভোটপ্রচারে বার্তা শর্মিলার