ETV Bharat / politics

'ভোট দিতে দেননি মমতা, এবার বদলা হবে', হুঁশিয়ারী শুভেন্দু অধিকারীর - Suvendu Adhikari slams Mamata - SUVENDU ADHIKARI SLAMS MAMATA

Suvendu Adhikari slams Mamata: রাজ্যে আগের ভোটের কথা উল্লেখ করে ফের এবার বদলার হুঁশিয়ারী দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই সঙ্গে, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা দেওয়া হবে বলেও জানান শুভেন্দু ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 11:05 PM IST

শুভেন্দু অধিকারী

ক্যানিং, 2 এপ্রিল: আরও একবার 'বদলা'র ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তবে মমতা সরকারের বিরুদ্ধে ইভিএম-এ বদলা নেওয়ার কথা বলেছেন তিনি ৷ ক্যানিংয়ে বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে সভা করতে গিয়ে কার্যত এই ভাষাতেই আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী ৷

মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের এসডিও রোড সংলগ্ন এলাকায় বিজেপির নেতৃত্বের উপর আক্রমণের প্রতিবাদে এবং ক্যানিং-সহ জয়নগর লোকসভা এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে জেলা বিজেপি ৷ এদিন প্রতিবাদ সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জানান, ক্যানিং পূর্বে যেভাবে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির নেতা-কর্মীদের মারধর করেছে তারই প্রতিবাদে এই সভা। এদিন তিনি বলেন, "এই সব অঞ্চলে 2018 সালে যেভাবে সন্ত্রাস হয়েছে তা আপনারা দেখেছেন। 2021 সালে নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছে স্বাধীনতার আগে বিট্রিশরা তেমন অত্যাচার করেনি। পঞ্চায়েত ভোটে 820 কোম্পানি দিয়েছিল আদালত ৷ অথচ কোনও বাহিনী ছিল না।"

একানেই শেষ নয়, শুভেন্দু আরও বলেন, "ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশরাম দাস বড়-বড় কথা বলেছিলেন- শুভেন্দু অধিকারীকে দড়ি দিয়ে বাঁধবে। আমি এখানে এসেছি আর যাওয়ার সময় ওঁর ওখানে চায়ের দোকানে গিয়ে চা খেয়ে যাব ৷ ক্ষমতা থাকলে দড়ি দিয়ে বেঁধে যেন দেখায়।" সপ্তম দফায় দেশের সব বিজেপির নেতা প্রচারে নেমে পড়বে দক্ষিণ 24 পরগনা জুড়ে, এমনই হুঁশিয়ারী শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলেন, "এই সরকার বেশি দিন থাকবে না ৷ আপনারা শুধু লোকসভা ভোটে বিজেপিকে আনুন। বিজেপি সরকারে এলে অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেওয়া হবে ৷ রান্নার গ্যাস সাড়ে 400 টাকা করা হবে।" এরই পাশাপাশি জয়নগর লোকসভা কেন্দ্রে উন্নয়নের স্বার্থে বিজেপির প্রার্থী অশোক কাণ্ডারীকে জয়ী করুন। সেই সঙ্গে, বাসন্তীতে রাম নবমী উপলক্ষ্যে মিছিলে তিনি আসতে পারেন বলেও জানিয়েছেন শুভেন্দু।

আরও পড়ুন

'খালিস্তানি' বিতর্ক, শুভেন্দুর মামলা থেকে সরলেন বিচারপতি জয় সেনগুপ্ত

ঝড়ে আহতদের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দুর মুখে জলপাইগুড়ির হাসপাতালের প্রশংসা

শুভেন্দু অধিকারী

ক্যানিং, 2 এপ্রিল: আরও একবার 'বদলা'র ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তবে মমতা সরকারের বিরুদ্ধে ইভিএম-এ বদলা নেওয়ার কথা বলেছেন তিনি ৷ ক্যানিংয়ে বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে সভা করতে গিয়ে কার্যত এই ভাষাতেই আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী ৷

মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের এসডিও রোড সংলগ্ন এলাকায় বিজেপির নেতৃত্বের উপর আক্রমণের প্রতিবাদে এবং ক্যানিং-সহ জয়নগর লোকসভা এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে জেলা বিজেপি ৷ এদিন প্রতিবাদ সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জানান, ক্যানিং পূর্বে যেভাবে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির নেতা-কর্মীদের মারধর করেছে তারই প্রতিবাদে এই সভা। এদিন তিনি বলেন, "এই সব অঞ্চলে 2018 সালে যেভাবে সন্ত্রাস হয়েছে তা আপনারা দেখেছেন। 2021 সালে নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছে স্বাধীনতার আগে বিট্রিশরা তেমন অত্যাচার করেনি। পঞ্চায়েত ভোটে 820 কোম্পানি দিয়েছিল আদালত ৷ অথচ কোনও বাহিনী ছিল না।"

একানেই শেষ নয়, শুভেন্দু আরও বলেন, "ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশরাম দাস বড়-বড় কথা বলেছিলেন- শুভেন্দু অধিকারীকে দড়ি দিয়ে বাঁধবে। আমি এখানে এসেছি আর যাওয়ার সময় ওঁর ওখানে চায়ের দোকানে গিয়ে চা খেয়ে যাব ৷ ক্ষমতা থাকলে দড়ি দিয়ে বেঁধে যেন দেখায়।" সপ্তম দফায় দেশের সব বিজেপির নেতা প্রচারে নেমে পড়বে দক্ষিণ 24 পরগনা জুড়ে, এমনই হুঁশিয়ারী শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলেন, "এই সরকার বেশি দিন থাকবে না ৷ আপনারা শুধু লোকসভা ভোটে বিজেপিকে আনুন। বিজেপি সরকারে এলে অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেওয়া হবে ৷ রান্নার গ্যাস সাড়ে 400 টাকা করা হবে।" এরই পাশাপাশি জয়নগর লোকসভা কেন্দ্রে উন্নয়নের স্বার্থে বিজেপির প্রার্থী অশোক কাণ্ডারীকে জয়ী করুন। সেই সঙ্গে, বাসন্তীতে রাম নবমী উপলক্ষ্যে মিছিলে তিনি আসতে পারেন বলেও জানিয়েছেন শুভেন্দু।

আরও পড়ুন

'খালিস্তানি' বিতর্ক, শুভেন্দুর মামলা থেকে সরলেন বিচারপতি জয় সেনগুপ্ত

ঝড়ে আহতদের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দুর মুখে জলপাইগুড়ির হাসপাতালের প্রশংসা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.