আউশগ্রাম (পূর্ব বর্ধমান), 24 এপ্রিল: নির্বাচনী জনসভার মঞ্চ থেকে সরাসরি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, 2019 সালে সারা দেশে বিজেপি যত আসন পেয়েছিল, 2024 সালে তার পুনরাবৃত্তি হবে না ৷ বরং আরও কম আসন পাবে বিজেপি ৷
পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা এলাকা পড়ছে বোলপুর লোকসভার অধীনে ৷ বুধবার সেই আউশগ্রামের হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভার মঞ্চে দাঁড়িয়ে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই কথা বলেন ৷ কেন তিনি বিজেপির কম আসন পাওয়ার কথা বলছেন সেই ব্যাখ্যাও দেন ৷ একেবারে রাজ্য ধরে ধরে উদাহরণ তুলে ধরেন ৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মাটির কথা শুনে রাখুন ৷ আগেরবার সব জায়গায় সব আসন পেয়ে 303 হয়েছিল 543-এর মধ্যে ৷ আর এবারে উত্তরপ্রদেশেও অত আসন পাবে না ৷ অখিলেশরা ভালো লড়াই করছে ৷ আমি জানি ৷ তার কারণ, আমাদেরও একজন লড়াই করছে (উত্তরপ্রদেশে) অখিলেশের বন্ধু হিসেবে, অখিলেশদের দলের সঙ্গে ৷ বিহারে যত আসন পেয়েছিল, এবারে অত পাবে নাকি ! অর্ধেকও পাবে না ৷’’
এর পর তিনি একে একে মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ আরও একাধিক রাজ্যের নাম করেন ৷ সেখানেও বিজেপি গতবার ভালো ফল করলেও এবার আর সেই ফল ধরে রাখতে পারবে না বলে মমতার দাবি ৷ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও বিজেপি ভালো ফল করবে না বলেও এ দিন দাবি করেছেন মমতা ৷
উল্লেখ্য, উত্তরপ্রদেশই দেশের একমাত্র রাজ্য যেখানে লোকসভার আসন সংখ্যা 80 ৷ 2014 সালে বিজেপি জোট সেখানে 71টি আসন জিতেছিল ৷ কিন্তু 2019 সালে বিজেপি ও আপনা দল পায় 64টি আসন ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দাবি, উত্তরপ্রদেশে আগের মতো ভালো ফল করতে পারবে না বিজেপি ৷
এদিকে বাংলার বাইরে উত্তরপ্রদেশ ছাড়া অসমেও লড়ছে তৃণমূল কংগ্রেস ৷ ওই রাজ্যে বিজেপির ফল কেমন হতে পারে, সেই নিয়ে অবশ্য এ দিন কোনও কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তবে দেশের প্রতিটি মানুষকে তিনি বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন ৷
এদিকে তীব্র গরমে টানা ভোট নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন ৷ তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপিকে সন্তুষ্ট করতে মানুষকে কষ্ট দিয়ে তিনমাস ধরে ভোট করছে ৷ অন্যবার মে মাসের শুরুতে ভোট শেষ হয়ে যেত ৷ তাই তিনি প্রশ্ন তুলেছেন, এবার এমন কী হল যে জুন মাস পর্যন্ত ভোট চলবে ?
এই গরমে হেলিকপ্টারে যাতায়াত কত কষ্টের সেই প্রসঙ্গও নিজের ভাষণে তুলে আনেন মমতা ৷ পাশাপাশি বিদ্যুৎ সঞ্চয়ের কথাও শোনান ৷ কিভাবে এসি-র তাপমাত্রা কত হওয়া উচিত, সেই বিষয়টিও তিনি বাতলে দেন ৷ মমতা বলেন, ‘‘অনেকে দার্জিলিংয়ে থাকবেন বলে সতেরোয় (তাপমাত্রা) চালিয়ে দেয় এসি ৷ আঠারোয় চালিয়ে দেন ৷ কিন্তু বিদ্যুতের যে চাহিদা বাড়ছে ৷...আমি এত এসি ব্যবহার করি না ৷ আমি যে ঘরে থাকি, সেই ঘরে এসি আমি ব্যবহার করি না ৷ আমি সাতাশের নিচে এসি চালাই না ৷’’
এর পর সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আপনারা এসি চালান ৷ কিন্তু বিদ্যুৎ সঞ্চয় করুন ৷ বিদ্যুৎ অপচয় করবেন না ৷ বিখ্যাত গবেষকরা বলছেন, পঁচিশের (এসির তাপমাত্রা) নামানো উচিত নয় ৷’’
আরও পড়ুন: