ETV Bharat / politics

মহিলা প্রার্থীকে 'বেহায়া' সম্বোধন, অভিষেকের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে বিজেপি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

BJP on Abhishek Banerjee: 'বেহায়া'র বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মালদায় নির্বাচনী সভায় কী এমন বললেন তিনি যে তাঁর বিরুদ্ধে কমিশনে যাচ্ছে বিজেপি ? জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

Abhishek Banerjee , অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 10:03 PM IST

অভিষেকের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে বিজেপি

মালদা, 23 এপ্রিল: প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপির মহিলা প্রার্থীকে বেহায়া সম্বোধন করলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এর প্রেক্ষিতে অভিষেকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে বিজেপি ৷ এদিন বৈষ্ণবনগরের আইটিআই সংলগ্ন ময়দানে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে নির্বাচনী জনসভা করেন অভিষেক ৷ বিকেলের দিকে হওয়ায় সভাস্থল ছিল ভিড়ে পরিপূর্ণ ৷ বক্তব্য রাখতে গিয়ে একাধারে বিজেপি ও কংগ্রেসকে নিশানা করেন অভিষেক ৷ এই কেন্দ্রে ওই দুই দলের প্রার্থী নিয়েও সমালোচনা শোনা গিয়েছে তাঁর মুখে ৷ বিজেপি প্রার্থীকে নাম না করে বেহায়াও বলেন তিনি।

অভিষেক বলেন, "একুশের বিধানসভা নির্বাচনের হিসেবে এই কেন্দ্রে থাকা সাতটি বিধানসভা কেন্দ্র মিলিয়ে তৃণমূল প্রায় সাড়ে তিন লাখ ভোটে এগিয়ে রয়েছে ৷ এই ব্যবধান বাড়াতে হবে ৷ এখানে কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনি সুজাপুর বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে এক লাখ 30 হাজার ভোটে হেরেছিল ৷ কতটা নির্লজ্জ্ব হলে বিধানসভায় এক লাখ 30 হাজার ভোটে হেরে যাওয়ার পরও কেউ লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ৷ মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে ৷ তারপরেও ভোট কেটে বিজেপির সুবিধে করতে তিনি এই কেন্দ্রে লড়াই করছেন ৷"

এরপরেই এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর নাম না করে অভিষেক বলেন, "আজ বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছেন ৷ গাড়ি নিয়ে ঘুরছেন। আর নিজেকে নির্ভয়া বলে দাবি করছেন ৷ আপনি নির্ভয়া নন, আপনি নির্মম ৷ আপনি বেহায়া ৷ আপনি নিরুদ্দেশ ৷ আপনি ব্যর্থ ৷ আপনি মানুষকে বঞ্চিত-লাঞ্ছিত-অত্যাচারিত করে রাখা দলের প্রতিনিধি ৷ মানুষ আপনাকে ভোট দেবে না ৷ মালদার মানুষ জানে, বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক ৷"

প্রকাশ্য মঞ্চে এক মহিলাকে বেহায়া সম্বোধনের প্রতিবাদে অভিষেকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে মালদা জেলা বিজেপি ৷ দলের জেলা মুখপাত্র অজয় গঙ্গোপাধ্যায় বলেন, "নারী নির্যাতন থেকে শুরু করে নারীদের শ্লীলতাহানি বা নারীদের উদ্দেশ্যে অপমানসূচক মন্তব্য করা তৃণমূলের কালচার ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ প্রকাশ্য মঞ্চ থেকে আমাদের মহিলা প্রার্থীকে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন, আমরা তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছি ৷"

আরও পড়ুন :

  1. দিল্লিতে নতুন সরকার গড়লে 11 জনজাতিকে স্বীকৃতি দেব; গ্যারান্টি অভিষেকের
  2. 'দিল্লির কুকুর হওয়ার চেয়ে রয়্যাল বেঙ্গল হয়ে মাথা উঁচু করে বাঁচব', মমতার সুরেই হুঙ্কার অভিষেকের
  3. রানাঘাটের সভা থেকে শর্তাপেক্ষে সিএএ'কে সমর্থনের কথা অভিষেকের গলায়

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.