ETV Bharat / politics

দিলীপের নিরাপত্তারক্ষীর গাড়ি ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল; হুঁশিয়ারি সিদ্দিকুল্লার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: বিজেপির বুথ এজেন্টকে মারধর ও বের করে দেওয়ার অভিযোগে তুমুল অশান্তি মন্তেশ্বরের তুল্লা গ্রামে ৷ আক্রান্ত বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ ৷

ETV BHARAT
মন্তেশ্বরে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 2:43 PM IST

Updated : May 13, 2024, 4:07 PM IST

মন্তেশ্বরে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ৷ (ইটিভি ভারত)

বর্ধমান, 13 মে: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বরের তুল্লা গ্রামে বিজেপির বুথ এজেন্টকে মারধর ও বের করে দেওয়ার অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গেলে, তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয ৷ এমনকী দিলীপ ঘোষ এবং তাঁর নিরাপত্তারক্ষীদের তাড়া করা হয় বলেও অভিযোগ ৷ দিলীপের নিরাপত্তারক্ষী ও সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে ৷ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে ৷ মন্তেশ্বরের তুল্লা গ্রামের ওই বুথে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ বর্তমানে সেখানে পরিস্থিতি থমথমে ৷ বাহিনীর নজরদারিতে ভোটগ্রহণ চলছে ৷ যদিও, তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করা হয়েছে ৷

এদিকে এই ঘটনায় পালটা দিলীপকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী সিদিকুল্লা চৌধুরি। তাঁর অভিযোগ, গোলমাল পাকাতেই এলাকায় দলবদল নিয়ে প্রবেশ করেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তাঁর কথায়, " ঠ্যাঙারে বাহিনীর সাবধান হওয়ার সময় এসেছে। মেরে পা ভেঙে দেওয়া হবে।"

অভিযোগ, তুল্লাগ্রামের ওই বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি ৷ তাঁকে মারধর করে তৃণমূলের লোকজন বের করে দেয় ৷ সেই খবর পেয়েই দিলীপ ঘোষ ঘটনাস্থলে পৌঁছন ৷ কিন্তু, বিজেপি প্রার্থী সেখানে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ প্রার্থী সেখানে কেন এসেছেন ? দিলীপ ঘোষের এলাকা ছাড়ার দাবিতে বিক্ষোভ দেখা শুরু করেন তৃণমূল কর্মীরা ৷ দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখানো হয় ৷ কয়েকজন তৃণমূল কর্মীর সঙ্গে দিলীপ ঘোষের বচসার ছবিও সংবাদমাধ্যমে ধরা পড়েছে ৷

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সেখানে উপস্থিত বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ দিলীপ ঘোষ এবং তাঁর নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ সেই ইট লেগে দিলীপের নিরাপত্তারক্ষী এবং সংবাদমাধ্যমের গাড়ির কাঁচ ভাঙে বলে অভিযোগ ৷ দিলীপ ঘোষের বিরুদ্ধে গো-ব্যাক স্লোগান তোলা হয় ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ৷ তাঁরা বিজেপি প্রার্থীকে নিরাপত্তা দিয়ে এলাকা থেকে বের করে ৷

যদিও, এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ ৷ ঘটনার সময় পুলিশ সেখানে থাকলেও, কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি ৷ পরে কেন্দ্রীয় বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ যদিও, স্থানীয় তৃণমূলের তরফে দিলীপ ঘোষ এবং তাঁর নিরাপত্তারক্ষীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পালটা দিলীপ ঘোষের বিরুদ্ধে তুল্লা গ্রামের ওই বুথে গিয়ে অশান্তি তৈরি করার অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন:

  1. পাগলের প্রলাপ বকছেন মোদি, প্রধানমন্ত্রীকে কটাক্ষ মহুয়ার
  2. বিজেপির হয়ে ভোট করাচ্ছে বিএসএফ, অভিযোগ শতাব্দীর
  3. ভোটের দিনও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাস্তায় ফেলে মারধরে আহত দুই টোটোচালক

মন্তেশ্বরে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ৷ (ইটিভি ভারত)

বর্ধমান, 13 মে: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বরের তুল্লা গ্রামে বিজেপির বুথ এজেন্টকে মারধর ও বের করে দেওয়ার অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গেলে, তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয ৷ এমনকী দিলীপ ঘোষ এবং তাঁর নিরাপত্তারক্ষীদের তাড়া করা হয় বলেও অভিযোগ ৷ দিলীপের নিরাপত্তারক্ষী ও সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে ৷ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে ৷ মন্তেশ্বরের তুল্লা গ্রামের ওই বুথে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ বর্তমানে সেখানে পরিস্থিতি থমথমে ৷ বাহিনীর নজরদারিতে ভোটগ্রহণ চলছে ৷ যদিও, তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করা হয়েছে ৷

এদিকে এই ঘটনায় পালটা দিলীপকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী সিদিকুল্লা চৌধুরি। তাঁর অভিযোগ, গোলমাল পাকাতেই এলাকায় দলবদল নিয়ে প্রবেশ করেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তাঁর কথায়, " ঠ্যাঙারে বাহিনীর সাবধান হওয়ার সময় এসেছে। মেরে পা ভেঙে দেওয়া হবে।"

অভিযোগ, তুল্লাগ্রামের ওই বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি ৷ তাঁকে মারধর করে তৃণমূলের লোকজন বের করে দেয় ৷ সেই খবর পেয়েই দিলীপ ঘোষ ঘটনাস্থলে পৌঁছন ৷ কিন্তু, বিজেপি প্রার্থী সেখানে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ প্রার্থী সেখানে কেন এসেছেন ? দিলীপ ঘোষের এলাকা ছাড়ার দাবিতে বিক্ষোভ দেখা শুরু করেন তৃণমূল কর্মীরা ৷ দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখানো হয় ৷ কয়েকজন তৃণমূল কর্মীর সঙ্গে দিলীপ ঘোষের বচসার ছবিও সংবাদমাধ্যমে ধরা পড়েছে ৷

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সেখানে উপস্থিত বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ দিলীপ ঘোষ এবং তাঁর নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ সেই ইট লেগে দিলীপের নিরাপত্তারক্ষী এবং সংবাদমাধ্যমের গাড়ির কাঁচ ভাঙে বলে অভিযোগ ৷ দিলীপ ঘোষের বিরুদ্ধে গো-ব্যাক স্লোগান তোলা হয় ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ৷ তাঁরা বিজেপি প্রার্থীকে নিরাপত্তা দিয়ে এলাকা থেকে বের করে ৷

যদিও, এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ ৷ ঘটনার সময় পুলিশ সেখানে থাকলেও, কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি ৷ পরে কেন্দ্রীয় বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ যদিও, স্থানীয় তৃণমূলের তরফে দিলীপ ঘোষ এবং তাঁর নিরাপত্তারক্ষীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পালটা দিলীপ ঘোষের বিরুদ্ধে তুল্লা গ্রামের ওই বুথে গিয়ে অশান্তি তৈরি করার অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন:

  1. পাগলের প্রলাপ বকছেন মোদি, প্রধানমন্ত্রীকে কটাক্ষ মহুয়ার
  2. বিজেপির হয়ে ভোট করাচ্ছে বিএসএফ, অভিযোগ শতাব্দীর
  3. ভোটের দিনও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাস্তায় ফেলে মারধরে আহত দুই টোটোচালক
Last Updated : May 13, 2024, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.