ETV Bharat / politics

আমি ওর বাবার মতোই, দেবের প্রশংসা করে কাকে 'গদ্দারি' বললেন মিঠুন ? - Lok Sabha Election 2024

Mithun Chakraborty on Dev: একটি অনুষ্ঠানে দেব বলেছিলেন মিঠুন চক্রবর্তী ওনার বাবার মতো ৷ এবার সেই বিষয়টিতে সম্মতি দিলেন তাঁর 'রিল লাইফের বাবা' ৷ পর্দার ছেলে বাস্তবেও তাঁর ছেলের মতোই, আসানসোলে দেবকে অকপট মিঠুন চক্রবর্তী ৷ ঘাটালের বিদায়ী সাংসদকে নিয়ে আর কী বললেন 'মহাগুরু' ?

Mithun Chakraborty on Dev, দেবের প্রশংসায় মিঠুন
দেবকে নিয়ে মিঠুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 5:38 PM IST

দেব ও মমতাকে নিয়ে মিঠুনের বক্তব্য

আসানসোল, 29 এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি জনসভায় মিঠুন চক্রবর্তীকে 'গদ্দার' বলায় তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন অভিনেতা দেব । একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেতা দেব বলেছিলেন, "মিঠুন চক্রবর্তী আমার বাবার মতো ।" দেব সেখানে স্পষ্ট জানান, তাঁর এই 'গদ্দার' শব্দতে আপত্তি রয়েছে । বিষয়টি নিয়ে রবিবার আসানসোলের একটি হোটেলে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন "দেব ঠিকই বলেছে ৷ আমি ওর বাবার মতোই । অনেক ছোট থেকে ওকে দেখছি আমি ৷"

রবিবার আসানসোলে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে একটি রোড শো করতে এসেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ রোড শো করার পর আসানসোলের একটি হোটেলে তিনি বিশ্রাম নিতে ঢোকেন ৷ তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করার সময় দেবের প্রসঙ্গ উঠতেই মিঠুন বলেন, "আমি শুনেছি উনি কী বলেছেন ।"

এরপরেই দেব নিয়ে নস্টালজিয়ায় ভাসেন মিঠুন । তিনি বলেন, "দেব কেন বলবে না ? ওকে ছোট থেকে দেখছি । ওর বাবা ক্যাটারার ছিল । বড় বড় প্রোডাকশনে খাবারের ব্যবস্থা করত ওর বাবা । আর আমার জন্য প্রতিবার স্পেশাল কিছু একটা বানিয়ে আনত । দেবও তো থাকত তখন । তখন ও অনেক ছোট । তাই ও ঠিকই বলেছে, আমি ওর বাবার মতোই । আমার স্নেহতেই ও অনেকটা বড় হয়েছে ।"

মিঠুন আরও বলেন, "প্রথমবার ওকে যখন নেওয়া হচ্ছে একটি প্রোডাকশন হাউসে, আমাকে জিজ্ঞাসা করেছিল । আমি দেখেই বলেছিলাম, অসাধারণ, কী ব্যক্তিত্ব ছেলেটির । বড় হয়ে গিয়েছে । খুব সুন্দর লাগছে ওকে ।"

প্রথমে দেব, তারপর মিঠুন । দু'জনেই বিপক্ষ রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হলেও পরস্পরের প্রতি সৌজন্য রাখলেন । মিঠুনকে প্রশ্ন করা হয় তৃণমূলের কি এই সৌজন্য শেখা উচিত ? জবাবে তিনি বলেন, "ওদের আর শেখার কী আছে ? সব শিখেই এসেছে ।"

অন্যদিকে দেব মিঠুনকে বাবার মতো সম্বোধন করায়, দেবের সমালোচনা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । এদিকে কুণাল ঘোষের কথা উঠতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মিঠুন চক্রবর্তী । বলেন, "ওই নর্দমাটার নাম করবেন না । তাহলে এখনই প্রেস মিট বন্ধ করে দেব ।" কিন্তু যে মন্তব্য নিয়ে এত জলঘোলা, মুখ্যমন্ত্রীর সেই গদ্দার বলা নিয়ে মিঠুনের পালটা মন্তব্য, "আমি যদি গদ্দার হই উনি তবে 'গদ্দারি' ।"

আরও পড়ুন :

  1. 'বছরের সেরা ট্রেলার', মিঠুনের কাবুলিওয়ালা অবতারে মুগ্ধ দেব
  2. জয় শ্রীরামের পালটা 'জাদু কি ঝাপ্পি', বিমানবন্দরে বিজেপি কর্মীকে সৌজন্যের পাঠ দেবের
  3. ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত থাকত, প্রচার মঞ্চে ফের কটাক্ষ দেবের

দেব ও মমতাকে নিয়ে মিঠুনের বক্তব্য

আসানসোল, 29 এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি জনসভায় মিঠুন চক্রবর্তীকে 'গদ্দার' বলায় তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন অভিনেতা দেব । একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেতা দেব বলেছিলেন, "মিঠুন চক্রবর্তী আমার বাবার মতো ।" দেব সেখানে স্পষ্ট জানান, তাঁর এই 'গদ্দার' শব্দতে আপত্তি রয়েছে । বিষয়টি নিয়ে রবিবার আসানসোলের একটি হোটেলে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন "দেব ঠিকই বলেছে ৷ আমি ওর বাবার মতোই । অনেক ছোট থেকে ওকে দেখছি আমি ৷"

রবিবার আসানসোলে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে একটি রোড শো করতে এসেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ রোড শো করার পর আসানসোলের একটি হোটেলে তিনি বিশ্রাম নিতে ঢোকেন ৷ তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করার সময় দেবের প্রসঙ্গ উঠতেই মিঠুন বলেন, "আমি শুনেছি উনি কী বলেছেন ।"

এরপরেই দেব নিয়ে নস্টালজিয়ায় ভাসেন মিঠুন । তিনি বলেন, "দেব কেন বলবে না ? ওকে ছোট থেকে দেখছি । ওর বাবা ক্যাটারার ছিল । বড় বড় প্রোডাকশনে খাবারের ব্যবস্থা করত ওর বাবা । আর আমার জন্য প্রতিবার স্পেশাল কিছু একটা বানিয়ে আনত । দেবও তো থাকত তখন । তখন ও অনেক ছোট । তাই ও ঠিকই বলেছে, আমি ওর বাবার মতোই । আমার স্নেহতেই ও অনেকটা বড় হয়েছে ।"

মিঠুন আরও বলেন, "প্রথমবার ওকে যখন নেওয়া হচ্ছে একটি প্রোডাকশন হাউসে, আমাকে জিজ্ঞাসা করেছিল । আমি দেখেই বলেছিলাম, অসাধারণ, কী ব্যক্তিত্ব ছেলেটির । বড় হয়ে গিয়েছে । খুব সুন্দর লাগছে ওকে ।"

প্রথমে দেব, তারপর মিঠুন । দু'জনেই বিপক্ষ রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হলেও পরস্পরের প্রতি সৌজন্য রাখলেন । মিঠুনকে প্রশ্ন করা হয় তৃণমূলের কি এই সৌজন্য শেখা উচিত ? জবাবে তিনি বলেন, "ওদের আর শেখার কী আছে ? সব শিখেই এসেছে ।"

অন্যদিকে দেব মিঠুনকে বাবার মতো সম্বোধন করায়, দেবের সমালোচনা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । এদিকে কুণাল ঘোষের কথা উঠতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মিঠুন চক্রবর্তী । বলেন, "ওই নর্দমাটার নাম করবেন না । তাহলে এখনই প্রেস মিট বন্ধ করে দেব ।" কিন্তু যে মন্তব্য নিয়ে এত জলঘোলা, মুখ্যমন্ত্রীর সেই গদ্দার বলা নিয়ে মিঠুনের পালটা মন্তব্য, "আমি যদি গদ্দার হই উনি তবে 'গদ্দারি' ।"

আরও পড়ুন :

  1. 'বছরের সেরা ট্রেলার', মিঠুনের কাবুলিওয়ালা অবতারে মুগ্ধ দেব
  2. জয় শ্রীরামের পালটা 'জাদু কি ঝাপ্পি', বিমানবন্দরে বিজেপি কর্মীকে সৌজন্যের পাঠ দেবের
  3. ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত থাকত, প্রচার মঞ্চে ফের কটাক্ষ দেবের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.