ETV Bharat / politics

ধস কবলিতরা বিপদে পড়লে ইসিএলকে ছাড়ব না, কেন্দ্রের পুনর্বাসন নিয়ে হুঁশিয়ারি মমতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: দুর্গাপুরে কোলিয়ারি অঞ্চলে ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বন্ধ করে দেওয়ার অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কুলটিতে শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচারে এসে কোলিয়ারির ধস নিয়ে কেন্দ্র হুঁশিয়ারি দিলেন তিনি ৷

MAMATA BANERJEE
মমতা বন্দ্যোপাধ্যায় ৷
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 7:20 PM IST

Updated : Apr 27, 2024, 10:16 PM IST

দুর্গাপুুরে ধস কবলিত এলাকায় ইসিএলের পুনর্বাসন বন্ধ করে দেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর

আসানসোল, 27 এপ্রিল: কুলটির নির্বাচনী জনসভা থেকে ফের ধস পুনর্বাসন প্রকল্প নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার শত্রুঘ্ন সিনহার সমর্থনে জনসভা থেকে মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার পুনর্বাসনের কাজ বন্ধ করে দিয়েছে ৷ আর এক্ষেত্রে যদি ধস কবলিত এলাকায় কোনও বিপদ হয়, তাহলে তিনি আগামিদিনে ইসিএল কিংবা কোল ইন্ডিয়াকে ছাড়বেন না, বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা ৷

প্রসঙ্গত, 2009 সালে তৎকালীন সাংসদ হারাধন রায়ের করা জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে খনিজনিত কারণে আসানসোলে ধস কবলিত 141টি মৌজার বাসিন্দাদের জন্য পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেছিল ইসিএল ৷ মোট 2 হাজার 650 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল ৷ কিন্তু, এখনও পর্যন্ত মাত্র 650 কোটি টাকা কেন্দ্র দিয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে ৷ পুনর্বাসন প্রকল্পের কাজ অর্ধেকও হয়নি বলে অভিযোগ করেন তিনি ৷ আজও ধস কবলিতদের অধিকাংশ পুনর্বাসন পায়নি ৷ আর তা নিয়েই নির্বাচনী জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী ৷

কুলটিতে মুখ্যমন্ত্রী বলেন "প্রায় 30 হাজার মানুষ আজ রানিগঞ্জে ধস কবলিত ৷ যে কোনও সময় বিপদ হতে পারে ৷ বারবার বলা সত্ত্বেও, যে কাজটা শুরু হয়েছিল, কেন্দ্রীয় সরকার সেটা বন্ধ করে দিয়েছে ৷ আগামী দিন যদি কোনও বিপদ হয়, আমি ইসিএল-কে ছাড়বো না, কোল ইন্ডিয়াকেও ছাড়বো না ৷ বিজেপি নেতাদেরও ছাড়বো না ৷ তা-ও আমরা অনেক বাড়ি তৈরি করে রেখেছি ৷"

ধস কবলিতদের পুনর্বাসনের প্রকল্পের পাশাপাশি, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা এবং ইসিএলের খনির বিলগ্নীকরণ নিয়েও এদিনের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা ৷ মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, "আমি কুলটি এলেই চিত্তরঞ্জন লোকোমোটিভসের কথা খুব মনে পড়ে ৷ আমি যখন রেলমন্ত্রী ছিলাম, আমি এসেছিলাম কারখানায় ৷ আমি অনেক ওয়াগনের অর্ডার করিয়ে দিয়েছিলাম ৷ কোচের অর্ডার করে দিয়েছিলাম ৷ কোচ যাতে বেশি করে তৈরি করতে পারে চিত্তরঞ্জন লোকোমেটিভ ৷ আগামী দিনে সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াতে পারে ৷ এখন তো রেল ডিপার্টমেন্টই তুলে দেওয়া হচ্ছে ৷ বাজেট তো হয় না ৷ বরাতও দেওয়া হয় না ৷ টেন্ডার করে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে ৷ এখানে এগারোটা কয়লা খনিকেও টেন্ডার করে বিক্রি করে দেওয়া হচ্ছে ৷"

যদিও, মুখ্যমন্ত্রীরে এই বক্তব্য নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে ৷ বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রী এটাও জানেন না যে, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় ওয়াগন কিংবা কোচ বানানো হয় না ৷ সেখানে লোকো ইঞ্জিন বানানো হয় ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে অস্ত্র মজুত ছিল নাকি বাইরে থেকে নিয়ে লোকদেখানো উদ্ধার, প্রশ্ন তুললেন মমতা
  2. ফের দুর্ঘটনার কবলে! হোঁচট খেয়ে চপারের ভিতরে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা
  3. সম্পত্তির পরিমাণে টেক্কা দিচ্ছেন স্ত্রী, এই ভোটেও কি ‘অজেয়’ খগেন ?

দুর্গাপুুরে ধস কবলিত এলাকায় ইসিএলের পুনর্বাসন বন্ধ করে দেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর

আসানসোল, 27 এপ্রিল: কুলটির নির্বাচনী জনসভা থেকে ফের ধস পুনর্বাসন প্রকল্প নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার শত্রুঘ্ন সিনহার সমর্থনে জনসভা থেকে মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার পুনর্বাসনের কাজ বন্ধ করে দিয়েছে ৷ আর এক্ষেত্রে যদি ধস কবলিত এলাকায় কোনও বিপদ হয়, তাহলে তিনি আগামিদিনে ইসিএল কিংবা কোল ইন্ডিয়াকে ছাড়বেন না, বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা ৷

প্রসঙ্গত, 2009 সালে তৎকালীন সাংসদ হারাধন রায়ের করা জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে খনিজনিত কারণে আসানসোলে ধস কবলিত 141টি মৌজার বাসিন্দাদের জন্য পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেছিল ইসিএল ৷ মোট 2 হাজার 650 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল ৷ কিন্তু, এখনও পর্যন্ত মাত্র 650 কোটি টাকা কেন্দ্র দিয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে ৷ পুনর্বাসন প্রকল্পের কাজ অর্ধেকও হয়নি বলে অভিযোগ করেন তিনি ৷ আজও ধস কবলিতদের অধিকাংশ পুনর্বাসন পায়নি ৷ আর তা নিয়েই নির্বাচনী জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী ৷

কুলটিতে মুখ্যমন্ত্রী বলেন "প্রায় 30 হাজার মানুষ আজ রানিগঞ্জে ধস কবলিত ৷ যে কোনও সময় বিপদ হতে পারে ৷ বারবার বলা সত্ত্বেও, যে কাজটা শুরু হয়েছিল, কেন্দ্রীয় সরকার সেটা বন্ধ করে দিয়েছে ৷ আগামী দিন যদি কোনও বিপদ হয়, আমি ইসিএল-কে ছাড়বো না, কোল ইন্ডিয়াকেও ছাড়বো না ৷ বিজেপি নেতাদেরও ছাড়বো না ৷ তা-ও আমরা অনেক বাড়ি তৈরি করে রেখেছি ৷"

ধস কবলিতদের পুনর্বাসনের প্রকল্পের পাশাপাশি, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা এবং ইসিএলের খনির বিলগ্নীকরণ নিয়েও এদিনের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা ৷ মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, "আমি কুলটি এলেই চিত্তরঞ্জন লোকোমোটিভসের কথা খুব মনে পড়ে ৷ আমি যখন রেলমন্ত্রী ছিলাম, আমি এসেছিলাম কারখানায় ৷ আমি অনেক ওয়াগনের অর্ডার করিয়ে দিয়েছিলাম ৷ কোচের অর্ডার করে দিয়েছিলাম ৷ কোচ যাতে বেশি করে তৈরি করতে পারে চিত্তরঞ্জন লোকোমেটিভ ৷ আগামী দিনে সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াতে পারে ৷ এখন তো রেল ডিপার্টমেন্টই তুলে দেওয়া হচ্ছে ৷ বাজেট তো হয় না ৷ বরাতও দেওয়া হয় না ৷ টেন্ডার করে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে ৷ এখানে এগারোটা কয়লা খনিকেও টেন্ডার করে বিক্রি করে দেওয়া হচ্ছে ৷"

যদিও, মুখ্যমন্ত্রীরে এই বক্তব্য নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে ৷ বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রী এটাও জানেন না যে, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় ওয়াগন কিংবা কোচ বানানো হয় না ৷ সেখানে লোকো ইঞ্জিন বানানো হয় ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে অস্ত্র মজুত ছিল নাকি বাইরে থেকে নিয়ে লোকদেখানো উদ্ধার, প্রশ্ন তুললেন মমতা
  2. ফের দুর্ঘটনার কবলে! হোঁচট খেয়ে চপারের ভিতরে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা
  3. সম্পত্তির পরিমাণে টেক্কা দিচ্ছেন স্ত্রী, এই ভোটেও কি ‘অজেয়’ খগেন ?
Last Updated : Apr 27, 2024, 10:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.