মালদা, 8 মে: ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পর 24 ঘণ্টা অতিক্রান্ত ৷ কিন্তু, এখনও অরক্ষিত এবং সিল না-হওয়া অবস্থায় পড়ে আছে মালদা কলেজের স্ট্রং রুম ৷ এমনই অভিযোগ তুললেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ আশঙ্কা প্রকাশ করলেন, ইভিএম বদল হয়ে যেতে পারে ৷ এই নিয়ে প্রতিক্রিয়া চাইতেই, রেগে গেলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ অশিক্ষিত বলে কটাক্ষও করলেন খগেন মুর্মুকে ৷ তাঁর জবাব, "এটা আমার কাজ নয় ৷ প্রশাসনকে জিজ্ঞাসা করুন ৷ আর ওই অশিক্ষিত লোকের প্রশ্নের জবাব আমি দেব না ৷ উনি জানেন না, কীভাবে কথা বলতে হয় ৷"
তবে, 24 ঘণ্টা পেরিয়ে গেলেও, কেন স্ট্রং রুম সিল হয়নি ? তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি জেলার নির্বাচন আধিকারিক ৷ তৃতীয় দফার ভোট শেষ হয়েছে গতকাল বিকেল পাঁচটায় ৷ তারপরেও কিছুক্ষণ ভোটগ্রহণ চলেছে ৷ প্রথম দু’দফার তুলনায় তৃতীয় দফায় ভোটদানের হার খানিকটা কম ৷ মালদা উত্তর কেন্দ্রে ভোট পড়েছে 75.92 শতাংশ ৷ মালদা দক্ষিণের ক্ষেত্রে সেই হার 76.15 শতাংশ ৷ ভোটদানের প্রতি মানুষের অনীহায় শঙ্কিত সব শিবির ৷
ভোট পর্ব মিটতেই গতকাল সন্ধ্যা থেকে ডিসিআরসিতে ফিরতে শুরু করে ইভিএম ৷ মালদা কলেজে এবার মালদা উত্তর কেন্দ্রের ভোট গণনা হবে ৷ তাই চাঁচল ডিসিআরসি থেকে কড়া নিরাপত্তায় ইভিএম এখানে নিয়ে আসা শুরু হয় রাত থেকেই ৷ কিন্তু, এখনও পর্যন্ত নাকি সমস্ত ইভিএম এসে পৌঁছয়নি ৷ এনিয়েই প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷
তিনি বলেন, "গতকাল সন্ধ্যা থেকে ইভিএম আসা শুরু হয়েছে ৷ অথচ এখনও স্ট্রং রুম সিল করা হয়নি ৷ আমার ইলেকশন এজেন্ট এখানে গোটা রাত ছিলেন ৷ পুরো রাত চলে গেল, আজও এতটা সময় পেরিয়ে গেল ৷ এখনও স্ট্রং রুম খোলা অবস্থায় রয়েছে ৷ এই সুযোগে ইভিএম যে কৌশল করে বদলে ফেলা হয়নি, তার নিশ্চয়তা কোথায় ? এখনও ইভিএম আসছে ৷ সারা রাত ইভিএম কোথায় ছিল ? রাস্তায় পড়ে থাকে কী করে ? ইভিএম তো 40 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই আছে ! 400-500 কিলোমিটার দূর থেকে আসেনি ৷ আমার মনে হচ্ছে, ইচ্ছাকৃতভাবেই এটা করা হয়েছে ৷"
তবে, স্ট্রং রুম কেন বন্ধ হয়নি ? এই প্রশ্ন শুনে রেগে যান তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এর প্রতিক্রিয়া তো প্রশাসন দেবে ৷ আমি ফালতু-অশিক্ষিতের কথার জবাব দিই না। এসব ফালতু জিনিস ওই লোকটার কাছে জানতে চান ৷ আমি কিছু বলব না ৷"
আরও পড়ুন: