ETV Bharat / politics

সিল হয়নি স্ট্রংরুম ! ইভিএম বদলের আশঙ্কা খগেনের, প্রশ্ন শুনে মেজাজ হারালেন প্রসূন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: মালদা উত্তর লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম থেকে ইভিএম বদলের আশঙ্কা করলেন খগেন মুর্মু ৷ বিজেপি প্রার্থীর অভিযোগ, 24 ঘণ্টা পরেও নাকি, স্ট্রং রুম খোলা রয়েছে ৷ সেখানে অবাধে লোকজন চলাফেরাও করছে ৷

ETV BHARAT
মালদা উত্তর লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম মালদা কলেজে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 6:20 PM IST

মালদা উত্তর লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম মালদা কলেজে (ইটিভি ভারত)

মালদা, 8 মে: ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পর 24 ঘণ্টা অতিক্রান্ত ৷ কিন্তু, এখনও অরক্ষিত এবং সিল না-হওয়া অবস্থায় পড়ে আছে মালদা কলেজের স্ট্রং রুম ৷ এমনই অভিযোগ তুললেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ আশঙ্কা প্রকাশ করলেন, ইভিএম বদল হয়ে যেতে পারে ৷ এই নিয়ে প্রতিক্রিয়া চাইতেই, রেগে গেলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ অশিক্ষিত বলে কটাক্ষও করলেন খগেন মুর্মুকে ৷ তাঁর জবাব, "এটা আমার কাজ নয় ৷ প্রশাসনকে জিজ্ঞাসা করুন ৷ আর ওই অশিক্ষিত লোকের প্রশ্নের জবাব আমি দেব না ৷ উনি জানেন না, কীভাবে কথা বলতে হয় ৷"

তবে, 24 ঘণ্টা পেরিয়ে গেলেও, কেন স্ট্রং রুম সিল হয়নি ? তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি জেলার নির্বাচন আধিকারিক ৷ তৃতীয় দফার ভোট শেষ হয়েছে গতকাল বিকেল পাঁচটায় ৷ তারপরেও কিছুক্ষণ ভোটগ্রহণ চলেছে ৷ প্রথম দু’দফার তুলনায় তৃতীয় দফায় ভোটদানের হার খানিকটা কম ৷ মালদা উত্তর কেন্দ্রে ভোট পড়েছে 75.92 শতাংশ ৷ মালদা দক্ষিণের ক্ষেত্রে সেই হার 76.15 শতাংশ ৷ ভোটদানের প্রতি মানুষের অনীহায় শঙ্কিত সব শিবির ৷

ভোট পর্ব মিটতেই গতকাল সন্ধ্যা থেকে ডিসিআরসিতে ফিরতে শুরু করে ইভিএম ৷ মালদা কলেজে এবার মালদা উত্তর কেন্দ্রের ভোট গণনা হবে ৷ তাই চাঁচল ডিসিআরসি থেকে কড়া নিরাপত্তায় ইভিএম এখানে নিয়ে আসা শুরু হয় রাত থেকেই ৷ কিন্তু, এখনও পর্যন্ত নাকি সমস্ত ইভিএম এসে পৌঁছয়নি ৷ এনিয়েই প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷

তিনি বলেন, "গতকাল সন্ধ্যা থেকে ইভিএম আসা শুরু হয়েছে ৷ অথচ এখনও স্ট্রং রুম সিল করা হয়নি ৷ আমার ইলেকশন এজেন্ট এখানে গোটা রাত ছিলেন ৷ পুরো রাত চলে গেল, আজও এতটা সময় পেরিয়ে গেল ৷ এখনও স্ট্রং রুম খোলা অবস্থায় রয়েছে ৷ এই সুযোগে ইভিএম যে কৌশল করে বদলে ফেলা হয়নি, তার নিশ্চয়তা কোথায় ? এখনও ইভিএম আসছে ৷ সারা রাত ইভিএম কোথায় ছিল ? রাস্তায় পড়ে থাকে কী করে ? ইভিএম তো 40 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই আছে ! 400-500 কিলোমিটার দূর থেকে আসেনি ৷ আমার মনে হচ্ছে, ইচ্ছাকৃতভাবেই এটা করা হয়েছে ৷"

তবে, স্ট্রং রুম কেন বন্ধ হয়নি ? এই প্রশ্ন শুনে রেগে যান তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এর প্রতিক্রিয়া তো প্রশাসন দেবে ৷ আমি ফালতু-অশিক্ষিতের কথার জবাব দিই না। এসব ফালতু জিনিস ওই লোকটার কাছে জানতে চান ৷ আমি কিছু বলব না ৷"

আরও পড়ুন:

  1. তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলতেই শ্রীরূপাকে ঘিরে বিক্ষোভ
  2. মুদিখানার দোকানদার নাকি সরকারি কর্মী! তাঁর নামে ভোট পড়ল পোস্টাল ব্যালটে

মালদা উত্তর লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম মালদা কলেজে (ইটিভি ভারত)

মালদা, 8 মে: ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পর 24 ঘণ্টা অতিক্রান্ত ৷ কিন্তু, এখনও অরক্ষিত এবং সিল না-হওয়া অবস্থায় পড়ে আছে মালদা কলেজের স্ট্রং রুম ৷ এমনই অভিযোগ তুললেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ আশঙ্কা প্রকাশ করলেন, ইভিএম বদল হয়ে যেতে পারে ৷ এই নিয়ে প্রতিক্রিয়া চাইতেই, রেগে গেলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ অশিক্ষিত বলে কটাক্ষও করলেন খগেন মুর্মুকে ৷ তাঁর জবাব, "এটা আমার কাজ নয় ৷ প্রশাসনকে জিজ্ঞাসা করুন ৷ আর ওই অশিক্ষিত লোকের প্রশ্নের জবাব আমি দেব না ৷ উনি জানেন না, কীভাবে কথা বলতে হয় ৷"

তবে, 24 ঘণ্টা পেরিয়ে গেলেও, কেন স্ট্রং রুম সিল হয়নি ? তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি জেলার নির্বাচন আধিকারিক ৷ তৃতীয় দফার ভোট শেষ হয়েছে গতকাল বিকেল পাঁচটায় ৷ তারপরেও কিছুক্ষণ ভোটগ্রহণ চলেছে ৷ প্রথম দু’দফার তুলনায় তৃতীয় দফায় ভোটদানের হার খানিকটা কম ৷ মালদা উত্তর কেন্দ্রে ভোট পড়েছে 75.92 শতাংশ ৷ মালদা দক্ষিণের ক্ষেত্রে সেই হার 76.15 শতাংশ ৷ ভোটদানের প্রতি মানুষের অনীহায় শঙ্কিত সব শিবির ৷

ভোট পর্ব মিটতেই গতকাল সন্ধ্যা থেকে ডিসিআরসিতে ফিরতে শুরু করে ইভিএম ৷ মালদা কলেজে এবার মালদা উত্তর কেন্দ্রের ভোট গণনা হবে ৷ তাই চাঁচল ডিসিআরসি থেকে কড়া নিরাপত্তায় ইভিএম এখানে নিয়ে আসা শুরু হয় রাত থেকেই ৷ কিন্তু, এখনও পর্যন্ত নাকি সমস্ত ইভিএম এসে পৌঁছয়নি ৷ এনিয়েই প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷

তিনি বলেন, "গতকাল সন্ধ্যা থেকে ইভিএম আসা শুরু হয়েছে ৷ অথচ এখনও স্ট্রং রুম সিল করা হয়নি ৷ আমার ইলেকশন এজেন্ট এখানে গোটা রাত ছিলেন ৷ পুরো রাত চলে গেল, আজও এতটা সময় পেরিয়ে গেল ৷ এখনও স্ট্রং রুম খোলা অবস্থায় রয়েছে ৷ এই সুযোগে ইভিএম যে কৌশল করে বদলে ফেলা হয়নি, তার নিশ্চয়তা কোথায় ? এখনও ইভিএম আসছে ৷ সারা রাত ইভিএম কোথায় ছিল ? রাস্তায় পড়ে থাকে কী করে ? ইভিএম তো 40 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই আছে ! 400-500 কিলোমিটার দূর থেকে আসেনি ৷ আমার মনে হচ্ছে, ইচ্ছাকৃতভাবেই এটা করা হয়েছে ৷"

তবে, স্ট্রং রুম কেন বন্ধ হয়নি ? এই প্রশ্ন শুনে রেগে যান তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এর প্রতিক্রিয়া তো প্রশাসন দেবে ৷ আমি ফালতু-অশিক্ষিতের কথার জবাব দিই না। এসব ফালতু জিনিস ওই লোকটার কাছে জানতে চান ৷ আমি কিছু বলব না ৷"

আরও পড়ুন:

  1. তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলতেই শ্রীরূপাকে ঘিরে বিক্ষোভ
  2. মুদিখানার দোকানদার নাকি সরকারি কর্মী! তাঁর নামে ভোট পড়ল পোস্টাল ব্যালটে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.