কলকাতা, 10 এপ্রিল: বারাসত লোকসভা কেন্দ্রে প্রার্থী বদল করল বামফ্রন্ট। পূর্বে ঘোষিত প্রার্থী প্রবীর ঘোষের বিরুদ্ধে বিজেপিতে যোগ দেওয়ার অভিযোগ ওঠায় ওই কেন্দ্রে তাঁর পরিবর্তে ফরওয়ার্ড ব্লকেরই সঞ্জীব চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে ৷ পাশাপাশি বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে সিপিএম-এর তন্ময় ভট্টাচার্যকে ৷
দিনকয়েক আগে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ঘোষণা করেছিলেন যে, বারাসত লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষকে প্রার্থী করছে বামেরা ৷ তবে তাঁর নাম ঘোষণা করার পরই তাঁর বিরুদ্ধে বিজেপিতে যোগ দেওয়ার অভিযোগ ওঠে । যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন । তবে, এই অভিযোগ ওঠার পরেই জেলা পার্টির তরফে রাজ্যের কাছে রিপোর্ট পাঠানো হয় । তার ভিত্তিতেই প্রাথী বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বামফ্রন্ট সূত্রে খবর । আজ প্রকাশিত প্রার্থী তালিকায় দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা আসনে আরএসপি নেতা সমরেন্দ্রনাথ মণ্ডলকে প্রার্থী করা হয়েছে ।
এ দিকে, বরানগরের বিধায়ক তাপস রায় পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন । তিনি বর্তমানে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী । তার ফলে বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে ৷ সেই আসনে সিপিএম-এর তন্ময় ভট্টাচার্যকে প্রার্থী করেছে বামেরা ৷
আজ আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য বামফ্রন্টের বৈঠক বসে । সেখানে ফরওয়ার্ড ব্লকের তরফে উপস্থিত ছিলেন নরেন চট্টোপাধ্যায় ৷ সিপিআইয়ের তরফে উপস্থিত ছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায় ও প্রবীর দেবরা । বৈঠক শেষে নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, "রাজ্যের যেখানে যেখানে বাম প্রার্থী রয়েছেন, সেখানে আমরা বাম প্রার্থীকে সমর্থন করব ।"
আরও পড়ুন: