ETV Bharat / politics

বিজেপি সাংসদদের ‘ভেড়া’ সম্বোধন করে নয়া বিতর্কে ফিরহাদ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

BJP MPs sheep: বিজেপি সাংসদদের ভেড়া সম্বোধন করে নয়া বিতর্কের জন্ম দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ প্রশ্ন তুললেন বিজেপির প্রচার নিয়ে ৷ বিঁধলেন সিবিআই-ইডিকে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 10:13 PM IST

Updated : Apr 27, 2024, 10:18 PM IST

বিতর্কে জড়ালেন ফিরহাদ

মালদা, 27 এপ্রিল: সংখ্যালঘু অধ্যুষিত উত্তর মালদায় নির্বাচনি প্রচারে এসে সংখ্যালঘুদের উপরেই ভরসা রাখলেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম ৷ উসকে দিলেন এনআরসি-সিএএ ইস্যুও ৷ প্রশ্ন তুললেন বিজেপির প্রচার নিয়ে ৷ বিঁধলেন সিবিআই-ইডিকে ৷ একই সঙ্গে, বিজেপি সাংসদদের 'ভেড়া' বলে সম্বোধনও করলেন ফিরহাদ হাকিম ৷

শনিবার দুপুরে রতুয়া স্টেডিয়ামে চপার থেকে নেমে মেয়েকে নিয়ে চাঁদমনি গ্রাম পঞ্চায়েতের হাজিরহাটে আসেন ফিরহাদ ৷ সেখানেই উত্তর মালদা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন তিনি ৷ বক্তব্য রাখতে গিয়ে বলেন, “সন্দেশখালিতে যদি কোনও অন্যায় হয়ে থাকে, তবে ওদের গ্রেফতার করা হবে ৷ বিচার করে আদালত ওদের যা শাস্তি দেবে, সেটাই হবে ৷ কিন্তু হাথরাসে যারা খুন করে পুড়িয়ে দিল, তাদের কী শাস্তি হল, নরেন্দ্র মোদি আর মুখ্যমন্ত্রী যোগীকে উত্তর দিতে হবে ৷ মণিপুরে আমার মায়েরা উলঙ্গ হয়ে ঘুরছে, নরেন্দ্র মোদির হৃদয় কাঁপছে না ? এখানে তাঁর হৃদয় কাঁপছে, চোখ দিয়ে জল গড়াচ্ছে ৷ নারীর সম্মান শুধু বাংলায় ৷ এখানে আপনাকে 'কুমীরের কান্না' কাঁদতে হবে না ৷”

বিজেপি সাংসদদের 'ভেড়া' সম্বোধন করে এদিন নতুন বিতর্কেরও জন্ম দিয়েছেন ফিরহাদ ৷ তিনি বলেন, “খগেন যখন বিধায়ক ছিল, আমার উলটো দিকে চুপ করে বসে থাকত ৷ সাংসদ মানে কী ? সাংসদ মানে লড়াই করার জন্য আসবে ৷ আমাদের প্রার্থী পুলিশে লড়াই করেছে, এখন বলছে আবার লড়াই করবে ৷ লড়াইয়ের জন্য সাংসদ দরকার ৷ খগেন মুর্মু কীসের সাংসদ ? কাউন্টিং এমপি ৷ সকালে চরতে যাওয়া গোরু-ভেড়া সন্ধ্যায় ফেরার সময় গুনে রাখে ৷ নরেন্দ্র মোদির এবার চারশোটা ভেড়া চাই ৷”

এদিন মোদির উদ্দেশে ফিরহাদের মন্তব্য, “যে সম্প্রদায়ের সাতটা বাচ্চা হয় বলে কটাক্ষ করছেন, কিন্তু আপনার বাবারও তো সাতটা বাচ্চা ৷ আপনি আমার সম্প্রদায়ের কথা বলেন কীভাবে ! আমরা কি সবাই অনুপ্রবেশকারী ? আমরা স্বাধীনতার সময় থেকে ভারতবর্ষে রয়েছি ৷ অসমে এনআরসি করে আপনি ভয় দেখিয়েছেন ৷ এখানে এনআরসি করার ক্ষমতা আপনার নেই ৷ কারণ, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজও বলছি, আমরা ক্যা করতেও দেব না ৷”

আরও পড়ুন

ধস কবলিতরা বিপদে পড়লে ইসিএলকে ছাড়ব না, কেন্দ্রের পুনর্বাসন নিয়ে হুঁশিয়ারি মমতার

'রিফিউজি হয়ে গেলাম ?' বালুরঘাটে ভোট না দিতে পেরে আতঙ্কিত 43 মহিলা

বিতর্কে জড়ালেন ফিরহাদ

মালদা, 27 এপ্রিল: সংখ্যালঘু অধ্যুষিত উত্তর মালদায় নির্বাচনি প্রচারে এসে সংখ্যালঘুদের উপরেই ভরসা রাখলেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম ৷ উসকে দিলেন এনআরসি-সিএএ ইস্যুও ৷ প্রশ্ন তুললেন বিজেপির প্রচার নিয়ে ৷ বিঁধলেন সিবিআই-ইডিকে ৷ একই সঙ্গে, বিজেপি সাংসদদের 'ভেড়া' বলে সম্বোধনও করলেন ফিরহাদ হাকিম ৷

শনিবার দুপুরে রতুয়া স্টেডিয়ামে চপার থেকে নেমে মেয়েকে নিয়ে চাঁদমনি গ্রাম পঞ্চায়েতের হাজিরহাটে আসেন ফিরহাদ ৷ সেখানেই উত্তর মালদা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন তিনি ৷ বক্তব্য রাখতে গিয়ে বলেন, “সন্দেশখালিতে যদি কোনও অন্যায় হয়ে থাকে, তবে ওদের গ্রেফতার করা হবে ৷ বিচার করে আদালত ওদের যা শাস্তি দেবে, সেটাই হবে ৷ কিন্তু হাথরাসে যারা খুন করে পুড়িয়ে দিল, তাদের কী শাস্তি হল, নরেন্দ্র মোদি আর মুখ্যমন্ত্রী যোগীকে উত্তর দিতে হবে ৷ মণিপুরে আমার মায়েরা উলঙ্গ হয়ে ঘুরছে, নরেন্দ্র মোদির হৃদয় কাঁপছে না ? এখানে তাঁর হৃদয় কাঁপছে, চোখ দিয়ে জল গড়াচ্ছে ৷ নারীর সম্মান শুধু বাংলায় ৷ এখানে আপনাকে 'কুমীরের কান্না' কাঁদতে হবে না ৷”

বিজেপি সাংসদদের 'ভেড়া' সম্বোধন করে এদিন নতুন বিতর্কেরও জন্ম দিয়েছেন ফিরহাদ ৷ তিনি বলেন, “খগেন যখন বিধায়ক ছিল, আমার উলটো দিকে চুপ করে বসে থাকত ৷ সাংসদ মানে কী ? সাংসদ মানে লড়াই করার জন্য আসবে ৷ আমাদের প্রার্থী পুলিশে লড়াই করেছে, এখন বলছে আবার লড়াই করবে ৷ লড়াইয়ের জন্য সাংসদ দরকার ৷ খগেন মুর্মু কীসের সাংসদ ? কাউন্টিং এমপি ৷ সকালে চরতে যাওয়া গোরু-ভেড়া সন্ধ্যায় ফেরার সময় গুনে রাখে ৷ নরেন্দ্র মোদির এবার চারশোটা ভেড়া চাই ৷”

এদিন মোদির উদ্দেশে ফিরহাদের মন্তব্য, “যে সম্প্রদায়ের সাতটা বাচ্চা হয় বলে কটাক্ষ করছেন, কিন্তু আপনার বাবারও তো সাতটা বাচ্চা ৷ আপনি আমার সম্প্রদায়ের কথা বলেন কীভাবে ! আমরা কি সবাই অনুপ্রবেশকারী ? আমরা স্বাধীনতার সময় থেকে ভারতবর্ষে রয়েছি ৷ অসমে এনআরসি করে আপনি ভয় দেখিয়েছেন ৷ এখানে এনআরসি করার ক্ষমতা আপনার নেই ৷ কারণ, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজও বলছি, আমরা ক্যা করতেও দেব না ৷”

আরও পড়ুন

ধস কবলিতরা বিপদে পড়লে ইসিএলকে ছাড়ব না, কেন্দ্রের পুনর্বাসন নিয়ে হুঁশিয়ারি মমতার

'রিফিউজি হয়ে গেলাম ?' বালুরঘাটে ভোট না দিতে পেরে আতঙ্কিত 43 মহিলা

Last Updated : Apr 27, 2024, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.