দার্জিলিং, 25 জানুয়ারি: তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরও নমনীয় কংগ্রেস নেতৃত্ব। 'ইন্ডিয়া' জোটের মুখের দিকে তাকিয়ে রাহুল গান্ধির ভারত ন্যায় যাত্রায় পাঁচ মিনিটের জন্য হলেও মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার আবেদন করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মুখপাত্র জয়রাম রমেশ।
বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন জয়রাম রমেশ। এর আগেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন রাহুল গান্ধি ৷ আর দিল্লি রওনা দেওয়ার আগে ফের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। ইউপিএ সরকারের আমলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ও তাঁর ভূমিকা স্মরণ করে মুখ্যমন্ত্রীর প্রশংসা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন জয়রাম রমেশ।
জয়রাম রমেশ বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে। মল্লিকার্জুন খাড়গে তাঁকে চিঠিও পাঠিয়েছেন। ইমেলেও আমন্ত্রণ জানিয়েছেন। আমার এখনও মনে আছে 2011 সালে ইউপিএ সরকার ভূমি অধিগ্রহণ আইন নিয়ে এনেছিল। 2013 সালে তা পাশ হয়। ওই আইন পাশ হত না, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন না করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা খুব সম্মান করি। খুব বিনম্রতার সঙ্গে আমি জানাতে চাই এই জটিলতার মধ্যেও আমরা কিছু না কিছু রাস্তা বের করেই ফেলব।"
তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ হল তৃণমূল কংগ্রেস। বিজেপিকে পরাজিত করতে হলে তৃণমূল কংগ্রেসকে থাকা আবশ্যক। তাদের থাকা অনিবার্য। সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, খাড়গেজি প্রত্যেকে চান মমতা বন্দ্যোপাধ্যায় আসুন। ভারত জড়ো ন্যায় যাত্রায় অংশ নিন। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি৷ জানি তার অনেক কাজ। তার ব্যস্ত সময়ের মধ্যেও পাঁচ মিনিট, দশ মিনিটের জন্য হলেও তিনি আসুক।"
আরও পড়ুন
পুলিশের চাকরির পরীক্ষা, প্রশাসনের অনুরোধে কাটছাঁট রাহুলের কর্মসূচি
'আদালতের রায় অনুযায়ী ভালোভাবে আলোচনা হয়েছে', রাজভবন থেকে বেরিয়ে বললেন মমতা
সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরীর সওয়ালে শর্তসাপেক্ষে আগাম জামিন নিশীথ প্রামাণিকের