ETV Bharat / politics

অতীতের বিতর্ক উড়িয়ে শিবমন্দিরে পুজো দিয়ে যাদবপুরের প্রচারে তৃণমূলের সায়নী ঘোষ - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Lok Sabha Elections 2024: যাদবপুর লোকসভা আসনে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ৷ শনিবার তিনি রাজপুর-সোনারপুর পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে প্রচার করেন ৷ সেখানে তিনি শিবমন্দিরে পুজোও দেন ৷ তিনি যাদবপুরের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷

SAAYONI GHOSH
SAAYONI GHOSH
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 2:51 PM IST

Updated : Mar 23, 2024, 4:42 PM IST

অতীতের বিতর্ক উড়িয়ে শিবমন্দিরে পুজো দিয়ে যাদবপুরের প্রচারে তৃণমূলের সায়নী ঘোষ

সোনারপুর, 23 মার্চ: কয়েক বছর আগে শিবপুজো সংক্রান্ত একটি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন সায়নী ঘোষ ৷ তিনি অবশ্য তখন রাজনীতিতে ছিলেন না ৷ কিন্তু রাজনীতিতে যোগদানের পর সেই বিতর্ক কখনোই পিছু ছাড়েনি সায়নীর ৷ যদিও সেই সব বিতর্ককে পিছনে ফেলে শনিবার প্রচার শুরুর আগে শিবমন্দিরে গিয়ে পুজো দেন যাদবপুর লোকসভা আসনের প্রার্থী সায়নী ঘোষ ৷ পরে জানান, পুজো দিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করেছেন ৷

এ দিন দক্ষিণ 24 পরগনার রাজপুর-সোনারপুর পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের বটতলা থেকে প্রচার শুরু করেন তিনি ৷ সেখানেই তিনি শিবমন্দিরে পুজো দেন ৷ তাঁর সঙ্গে প্রচারে ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম, সাংগঠনিক প্রধান নজরুল আলি মণ্ডল-সহ তৃণমুল কর্মীরা ।

প্রচারের মাঝে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী বলেন, ‘‘আমরা কথা দিই না ৷ কথা রাখি ৷ মানুষ আমাকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উন্নয়নের জন্য ভোট দেবেন ৷ তার থেকে বড় কথা একটি বিভেদকামী, বঞ্চনাপ্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে ৷ লড়াইটা সরাসরি দিদি আর মোদির বিরুদ্ধে হচ্ছে ৷ পশ্চিমবঙ্গে মোদির গ্যারান্টি বলে কিছু নেই ৷ যদি মানুষের কোনও ভরসা থাকে, সেটা হল দিদির গ্যারান্টি ৷’’

যাদবপুর লোকসভা আসন বরাবর বাম দুর্গ হিসেবে পরিচিত ৷ 1984 সালে সেই বামদুর্গে প্রথমবার ফাটল ধরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ হারিয়েছিলেন সিপিএমের সোমনাথ চট্টোপাধ্য়ায়কে ৷ পরে আবার দুর্গ পুনরুদ্ধার করে সিপিএম ৷ এর পর 1996 সালে এই কেন্দ্র থেকে সিপিএমকে হারান কংগ্রেসের কৃষ্ণা বসু পরে তিনি তৃণমূলে যোগ দেন ৷ 1998 ও 1999 সালে তিনি তৃণমূলের টিকিটে ওই কেন্দ্র থেকে জয়ী হন ৷

2004 সালে যাদবপুর আবার তৃণমূলের হাতছাড়া হয় ৷ সেবার জয়ী হন সিপিএমের সুজন চক্রবর্তী ৷ কিন্তু 2009 সাল থেকে এই কেন্দ্র তৃণমূলের দখলে রয়েছে ৷ কিন্তু কোনোবারই সাংসদকে আবার টিকিট দেয়নি তৃণমূল ৷ 2009 সালে এই কেন্দ্র থেকে জয়ী হন কবীর সুমন ৷ 2014 সালে এখান থেকে জেতেন সুগত বোস ৷ 2019 সালে এই কেন্দ্র থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তী জয়ী হন ৷

এবার ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সায়নী ঘোষকে ৷ প্রচারে বেরিয়ে তাঁকে তৃণমূলের তিন সাংসদের নামে বিস্তর অভিযোগ শুনতে হচ্ছে, তাঁদের দেখাই মেলেনি বলে অনেকে অভিযোগ করছেন ৷ তার জবাবে সায়নী ঘোষের উত্তর, ‘‘কাকে পাওয়া যায়নি, সেটা আমার দেখার বিষয় নয় ৷ কিন্তু সায়নী ঘোষ তিন বছর ধরে রাজনীতি করছে ৷ যাদবপুরের মানুষের এটুকু ভরসা রয়েছে যে সায়নী ঘোষকে তাঁরা 24 ঘণ্টা তাঁদের পাশে পাবেন ৷’’

আরও পড়ুন:

  1. 'কঠিন নয়, যাদবপুরের লড়াই মর্যাদার'; প্রচারে সফরসঙ্গী ইটিভি ভারতকে বললেন সায়নী
  2. প্রচারে এসে সায়নীর চমক, মোমো তৈরি করলেন অভিনেত্রী
  3. 'এবার আমাকে জেতান, নিরাশ করব না' আবেদন সায়নীর

অতীতের বিতর্ক উড়িয়ে শিবমন্দিরে পুজো দিয়ে যাদবপুরের প্রচারে তৃণমূলের সায়নী ঘোষ

সোনারপুর, 23 মার্চ: কয়েক বছর আগে শিবপুজো সংক্রান্ত একটি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন সায়নী ঘোষ ৷ তিনি অবশ্য তখন রাজনীতিতে ছিলেন না ৷ কিন্তু রাজনীতিতে যোগদানের পর সেই বিতর্ক কখনোই পিছু ছাড়েনি সায়নীর ৷ যদিও সেই সব বিতর্ককে পিছনে ফেলে শনিবার প্রচার শুরুর আগে শিবমন্দিরে গিয়ে পুজো দেন যাদবপুর লোকসভা আসনের প্রার্থী সায়নী ঘোষ ৷ পরে জানান, পুজো দিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করেছেন ৷

এ দিন দক্ষিণ 24 পরগনার রাজপুর-সোনারপুর পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের বটতলা থেকে প্রচার শুরু করেন তিনি ৷ সেখানেই তিনি শিবমন্দিরে পুজো দেন ৷ তাঁর সঙ্গে প্রচারে ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম, সাংগঠনিক প্রধান নজরুল আলি মণ্ডল-সহ তৃণমুল কর্মীরা ।

প্রচারের মাঝে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী বলেন, ‘‘আমরা কথা দিই না ৷ কথা রাখি ৷ মানুষ আমাকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উন্নয়নের জন্য ভোট দেবেন ৷ তার থেকে বড় কথা একটি বিভেদকামী, বঞ্চনাপ্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে ৷ লড়াইটা সরাসরি দিদি আর মোদির বিরুদ্ধে হচ্ছে ৷ পশ্চিমবঙ্গে মোদির গ্যারান্টি বলে কিছু নেই ৷ যদি মানুষের কোনও ভরসা থাকে, সেটা হল দিদির গ্যারান্টি ৷’’

যাদবপুর লোকসভা আসন বরাবর বাম দুর্গ হিসেবে পরিচিত ৷ 1984 সালে সেই বামদুর্গে প্রথমবার ফাটল ধরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ হারিয়েছিলেন সিপিএমের সোমনাথ চট্টোপাধ্য়ায়কে ৷ পরে আবার দুর্গ পুনরুদ্ধার করে সিপিএম ৷ এর পর 1996 সালে এই কেন্দ্র থেকে সিপিএমকে হারান কংগ্রেসের কৃষ্ণা বসু পরে তিনি তৃণমূলে যোগ দেন ৷ 1998 ও 1999 সালে তিনি তৃণমূলের টিকিটে ওই কেন্দ্র থেকে জয়ী হন ৷

2004 সালে যাদবপুর আবার তৃণমূলের হাতছাড়া হয় ৷ সেবার জয়ী হন সিপিএমের সুজন চক্রবর্তী ৷ কিন্তু 2009 সাল থেকে এই কেন্দ্র তৃণমূলের দখলে রয়েছে ৷ কিন্তু কোনোবারই সাংসদকে আবার টিকিট দেয়নি তৃণমূল ৷ 2009 সালে এই কেন্দ্র থেকে জয়ী হন কবীর সুমন ৷ 2014 সালে এখান থেকে জেতেন সুগত বোস ৷ 2019 সালে এই কেন্দ্র থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তী জয়ী হন ৷

এবার ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সায়নী ঘোষকে ৷ প্রচারে বেরিয়ে তাঁকে তৃণমূলের তিন সাংসদের নামে বিস্তর অভিযোগ শুনতে হচ্ছে, তাঁদের দেখাই মেলেনি বলে অনেকে অভিযোগ করছেন ৷ তার জবাবে সায়নী ঘোষের উত্তর, ‘‘কাকে পাওয়া যায়নি, সেটা আমার দেখার বিষয় নয় ৷ কিন্তু সায়নী ঘোষ তিন বছর ধরে রাজনীতি করছে ৷ যাদবপুরের মানুষের এটুকু ভরসা রয়েছে যে সায়নী ঘোষকে তাঁরা 24 ঘণ্টা তাঁদের পাশে পাবেন ৷’’

আরও পড়ুন:

  1. 'কঠিন নয়, যাদবপুরের লড়াই মর্যাদার'; প্রচারে সফরসঙ্গী ইটিভি ভারতকে বললেন সায়নী
  2. প্রচারে এসে সায়নীর চমক, মোমো তৈরি করলেন অভিনেত্রী
  3. 'এবার আমাকে জেতান, নিরাশ করব না' আবেদন সায়নীর
Last Updated : Mar 23, 2024, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.