ETV Bharat / politics

মথুরার বিজেপি প্রার্থীর গয়না-গাড়ির শখ, কত সম্পত্তির মালিক 'ড্রিমগার্ল' - Lok Sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Mathura Lok Sabha Seat BJP Candidate: বৃহস্পতিবার মথুরা লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার সময় হেমা মালিনী তাঁর হলফনামায় জানিয়েছেন যে তাঁর মোট সম্পত্তির পরিমাণ 129 কোটি টাকা ৷ তাঁর গয়না, গাড়ির সম্ভারও নেহাত কম নয় ৷ বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 5:59 PM IST

Updated : Apr 5, 2024, 7:59 PM IST

মথুরা, 5 এপ্রিল: উত্তরপ্রদেশের মথুরা লোকসভা আসনের প্রার্থীদের সঞ্চয়-সম্পত্তির দিকে নজর রাখলে দেখা যাবে, যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের মধ্যে হেমা মালিনীই সবচেয়ে ধনী ।

বিজেপি প্রার্থী হেমা মালিনীর সম্পত্তি: বিজেপি প্রার্থা তথা অভিনেত্রী হেমা মালিনীর খুব গয়নার শখ । পাশাপাশি তিনি দামি গাড়িতে বেড়াতেও খুব পছন্দ করেন । তাঁর সাতটি চার চাকার গাড়ি রয়েছে । তাঁর বিষয়-আশয়ের হাল-হদিশ মিলল তাঁর সদ্য পেশ করা হলফনামায় ৷ বৃহস্পতিবার মথুরা লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার সময় হেমা মালিনী হলফনামায় তাঁর সঞ্চয় ও সম্পত্তির তথ্য জানিয়েছেন । জানা যাচ্ছে যে, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি বা দেওয়ানি মামলা নেই । হেমার মোট সম্পত্তির পরিমাণ 129 কোটি টাকা । 2019 সালের নির্বাচনের সঙ্গে তুলনা করলে দেখা যায়, হেমার সম্পদ বেড়েছে 4 কোটি টাকা । গত নির্বাচনে তিনি 125 কোটি টাকার সম্পদের মালিক ছিলেন ।

74 বছর বয়সি 'ড্রিমগার্ল' তাঁর হলফনামায় স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ দিয়েছেন । হেমা মালিনীর 17টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে । সেগুলিতে মোট নগদ এক কোটি 13 লাখ 46 হাজার 42 টাকা জমা রয়েছে । হেমা মালিনীর স্বামী ধর্মেন্দ্র দেওলের পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে 3 কোটি 96 হাজার 18 হাজার 387 টাকা নগদ জমা রয়েছে ।

হেমা মালিনী ও ধর্মেন্দ্রর ব্যাংক অ্যাকাউন্টে স্বামী-স্ত্রীর নামে জমা আছে 2 কোটি 57 লাখ 92 হাজার 886 টাকা । ধর্মেন্দ্র দেওল 15টি ব্যাংক অ্যাকাউন্টে 4 কোটি 55 লাখ 14 হাজার 817 টাকা বিনিয়োগ করেছেন । স্বামী-স্ত্রীর 20টি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন 4 কোটি 28 লাখ 54 হাজার 404 টাকা ।

ধর্মেন্দ্র 14টি ব্যাংক থেকে 7 কোটি 19 লাখ 13 হাজার 764 টাকা ঋণ নিয়েছেন । হেমা মালিনী ও ধর্মেন্দ্রর সাতটি গাড়ি রয়েছে, যার মোট মূল্য 6 কোটি 15 লাখ 30 হাজার 816 টাকা । ধর্মেন্দ্রর মোটরবাইক, মারুতি 800, মাহিন্দ্রা বোলেরো, রেঞ্জ রোভার রয়েছে, যার মোট মূল্য 8 কোটি 12 লাখ 76 হাজার 700 টাকা ।

হেমা মালিনী ও ধর্মেন্দ্রর কাছে সোনা, রুপো ও হিরের মতো বেশকিছু মূল্যবান রত্নের গয়না রয়েছে ৷ যার মোট মূল্য 3 কোটি 39 লাখ 39 হাজার 307 টাকা । ধর্মেন্দ্রর একারই 1 কোটি 7 লাখ 48 হাজার 200 টাকার সোনা রয়েছে ।

হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর বাড়িতে রয়েছে এয়ার কন্ডিশনার, কম্পিউটার, আসবাবপত্র, ইন্টারকম সিস্টেম, মোবাইল ফোন, মিউজিক সিস্টেম, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম । ধর্মেন্দ্রর একটি ব্যক্তিগত খামারবাড়িও রয়েছে, যার মোট খরচ 8 কোটি 66 লাখ 5 হাজার 866 টাকা । যার দাম 7 কোটি 6 লাখ 4 হাজার 927 টাকা ।

কংগ্রেস প্রার্থী মুকেশ ধাঙ্গারের সম্পত্তি: 3 এপ্রিল কংগ্রেস দল বিভ্রান্তি ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে । 36 বছর বয়সি মুকেশ ধাঙ্গার মনোনয়ন জমা দিয়েছেন এবং একটি হলফনামাও জমা দিয়েছেন । যেখানে সম্পত্তির বিবরণ দেওয়া আছে । মুকেশ এমবিএ করেছেন । তাঁর একটা ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে জমা রয়েছে পঞ্চাশ হাজার টাকা ৷

বিএসপি প্রার্থী সুরেশ সিংয়ের সম্পদ: বিএসপি প্রার্থী সুরেশ সিংয়ের বয়স 65 বছর । নাগলা আখা নাইনু গ্রামের বাসিন্দা সুরেশ সিংয়ের কাছে নগদ 5 লাখ 20 হাজার টাকা রয়েছে । ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে 35 লাখ 19 হাজার 98 টাকা । সুরেস সিং কোম্পানিতে 21 লাখ 87 হাজার 728 টাকা বিনিয়োগ করেছেন । 14 লাখ 60 হাজার 236 টাকার পলিসি বন্ড নিয়েছেন । সিংয়ের একটি স্কোডা গাড়ি রয়েছে যার দাম 10 লাখ টাকা । ছয় লাখ টাকার গয়নাও আছে তাঁর ।

আরও পড়ুন:

  1. কয়েক কোটির সম্পত্তি, কম নয় সোনার পরিমাণও, দেখুন রাহুল গান্ধির হলফনামা
  2. প্রার্থী না হওয়া থেকে জোট প্রসঙ্গ, ইটিভি ভারতে অকপট ভাইজান
  3. আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থীর নামে একাধিক মামলা, সম্পত্তির পরিমাণ কত ?

মথুরা, 5 এপ্রিল: উত্তরপ্রদেশের মথুরা লোকসভা আসনের প্রার্থীদের সঞ্চয়-সম্পত্তির দিকে নজর রাখলে দেখা যাবে, যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের মধ্যে হেমা মালিনীই সবচেয়ে ধনী ।

বিজেপি প্রার্থী হেমা মালিনীর সম্পত্তি: বিজেপি প্রার্থা তথা অভিনেত্রী হেমা মালিনীর খুব গয়নার শখ । পাশাপাশি তিনি দামি গাড়িতে বেড়াতেও খুব পছন্দ করেন । তাঁর সাতটি চার চাকার গাড়ি রয়েছে । তাঁর বিষয়-আশয়ের হাল-হদিশ মিলল তাঁর সদ্য পেশ করা হলফনামায় ৷ বৃহস্পতিবার মথুরা লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার সময় হেমা মালিনী হলফনামায় তাঁর সঞ্চয় ও সম্পত্তির তথ্য জানিয়েছেন । জানা যাচ্ছে যে, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি বা দেওয়ানি মামলা নেই । হেমার মোট সম্পত্তির পরিমাণ 129 কোটি টাকা । 2019 সালের নির্বাচনের সঙ্গে তুলনা করলে দেখা যায়, হেমার সম্পদ বেড়েছে 4 কোটি টাকা । গত নির্বাচনে তিনি 125 কোটি টাকার সম্পদের মালিক ছিলেন ।

74 বছর বয়সি 'ড্রিমগার্ল' তাঁর হলফনামায় স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ দিয়েছেন । হেমা মালিনীর 17টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে । সেগুলিতে মোট নগদ এক কোটি 13 লাখ 46 হাজার 42 টাকা জমা রয়েছে । হেমা মালিনীর স্বামী ধর্মেন্দ্র দেওলের পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে 3 কোটি 96 হাজার 18 হাজার 387 টাকা নগদ জমা রয়েছে ।

হেমা মালিনী ও ধর্মেন্দ্রর ব্যাংক অ্যাকাউন্টে স্বামী-স্ত্রীর নামে জমা আছে 2 কোটি 57 লাখ 92 হাজার 886 টাকা । ধর্মেন্দ্র দেওল 15টি ব্যাংক অ্যাকাউন্টে 4 কোটি 55 লাখ 14 হাজার 817 টাকা বিনিয়োগ করেছেন । স্বামী-স্ত্রীর 20টি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন 4 কোটি 28 লাখ 54 হাজার 404 টাকা ।

ধর্মেন্দ্র 14টি ব্যাংক থেকে 7 কোটি 19 লাখ 13 হাজার 764 টাকা ঋণ নিয়েছেন । হেমা মালিনী ও ধর্মেন্দ্রর সাতটি গাড়ি রয়েছে, যার মোট মূল্য 6 কোটি 15 লাখ 30 হাজার 816 টাকা । ধর্মেন্দ্রর মোটরবাইক, মারুতি 800, মাহিন্দ্রা বোলেরো, রেঞ্জ রোভার রয়েছে, যার মোট মূল্য 8 কোটি 12 লাখ 76 হাজার 700 টাকা ।

হেমা মালিনী ও ধর্মেন্দ্রর কাছে সোনা, রুপো ও হিরের মতো বেশকিছু মূল্যবান রত্নের গয়না রয়েছে ৷ যার মোট মূল্য 3 কোটি 39 লাখ 39 হাজার 307 টাকা । ধর্মেন্দ্রর একারই 1 কোটি 7 লাখ 48 হাজার 200 টাকার সোনা রয়েছে ।

হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর বাড়িতে রয়েছে এয়ার কন্ডিশনার, কম্পিউটার, আসবাবপত্র, ইন্টারকম সিস্টেম, মোবাইল ফোন, মিউজিক সিস্টেম, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম । ধর্মেন্দ্রর একটি ব্যক্তিগত খামারবাড়িও রয়েছে, যার মোট খরচ 8 কোটি 66 লাখ 5 হাজার 866 টাকা । যার দাম 7 কোটি 6 লাখ 4 হাজার 927 টাকা ।

কংগ্রেস প্রার্থী মুকেশ ধাঙ্গারের সম্পত্তি: 3 এপ্রিল কংগ্রেস দল বিভ্রান্তি ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে । 36 বছর বয়সি মুকেশ ধাঙ্গার মনোনয়ন জমা দিয়েছেন এবং একটি হলফনামাও জমা দিয়েছেন । যেখানে সম্পত্তির বিবরণ দেওয়া আছে । মুকেশ এমবিএ করেছেন । তাঁর একটা ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে জমা রয়েছে পঞ্চাশ হাজার টাকা ৷

বিএসপি প্রার্থী সুরেশ সিংয়ের সম্পদ: বিএসপি প্রার্থী সুরেশ সিংয়ের বয়স 65 বছর । নাগলা আখা নাইনু গ্রামের বাসিন্দা সুরেশ সিংয়ের কাছে নগদ 5 লাখ 20 হাজার টাকা রয়েছে । ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে 35 লাখ 19 হাজার 98 টাকা । সুরেস সিং কোম্পানিতে 21 লাখ 87 হাজার 728 টাকা বিনিয়োগ করেছেন । 14 লাখ 60 হাজার 236 টাকার পলিসি বন্ড নিয়েছেন । সিংয়ের একটি স্কোডা গাড়ি রয়েছে যার দাম 10 লাখ টাকা । ছয় লাখ টাকার গয়নাও আছে তাঁর ।

আরও পড়ুন:

  1. কয়েক কোটির সম্পত্তি, কম নয় সোনার পরিমাণও, দেখুন রাহুল গান্ধির হলফনামা
  2. প্রার্থী না হওয়া থেকে জোট প্রসঙ্গ, ইটিভি ভারতে অকপট ভাইজান
  3. আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থীর নামে একাধিক মামলা, সম্পত্তির পরিমাণ কত ?
Last Updated : Apr 5, 2024, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.