কলকাতা, 23 জানুয়ারি: ডিএ আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের সরকারকে তুলোধনা করেন । অনশনকারীদের কিছু হলে রাজ্যে আগুন জ্বলবে বলেও হুংকার দেন তিনি । পরে গুজরাত প্রসঙ্গ টেনে তাঁর হুংকারের পালটা জবাব দিলেন তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম ।
উল্লেখ্য, ডিএ আন্দোলন ফের অন্যমাত্রা নিয়েছে । পূর্ব ঘোষণা মতোই আন্দোলনকারীরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন । সেখানেই বিরোধী দলনেতা আন্দোলনকারীদের শরীর স্বাস্থ্যর প্রসঙ্গ তুলে উষ্মা প্রকাশ করে স্পষ্ট হুঁশিয়ারি দেন, এঁদের কিছু হলে রাজ্য জ্বলবে ।
সেই প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী ফিরহাদ বলেন, ‘‘আগুন জ্বালিয়ে কোনোদিন রাজ্য চলতে পারে না । আগুন জ্বালিয়ে গুজরাত চলতে পারে, আগুন জ্বালিয়ে উত্তরপ্রদেশ চলতে পারে, বিদ্বেষ ছড়াতে পারে৷ কিন্তু বাংলায় কিছু করতে পারবে না ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেষ্টায় অনেকটা ডিএ দিয়েছেন । আরও দেওয়ার সবসময় চেষ্টা করছেন ।’’
ফিরহাদ হাকিমের স্পষ্ট দাবি, ‘‘বাংলার উন্নয়ন স্তব্ধ করে ডিএ দেব, সেটা হবে না ।’’ তাঁর অভিযোগ, ‘‘এখন যারা ডিএ চাইছেন, তাঁরা একসময় বাম ছিল ৷ এখন শুভেন্দুকে ধরে রাম হয়েছেন । কিন্তু বেশিরভাগই কর্মচারী আমাদের সঙ্গে আছেন । কর্মচারীরা বুঝতে পারছেন । শুধু দু’চারজন কর্মচারী আছেন, তাঁরা শুভেন্দুকে ধরে রাজনীতি করছেন ।’’
এছাড়াও বর্তমান পরিস্থিতি উল্লেখ করে নেতাজির জন্মদিন প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘নেতাজি ধর্মনিরপেক্ষতার প্রতীক । দেশাত্মবোধের প্রতীক ৷ তাই তাঁর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হোক । আমাদের দুঃখ ধর্মান্ধতার মুখে দেশকে ফেলে দিচ্ছে । তাঁরা (বিজেপি নেতারা) নেতাজির মাহাত্ম্য বুঝতে দিচ্ছেন না । আমি নিশ্চিত যদি নেতাজি থাকতেন, তাহলে দেশ ভাগ হত না । আমাদের দুর্ভাগ্য যে আমাদের মধ্যে নেতাজি নেই । তিনি স্বাধীনতার সময় ছিলেন না । তাই আজকে দেশ তার খেসারত দিচ্ছেন ।’’
আরও পড়ুন: