ETV Bharat / politics

আগুন জ্বালিয়ে গুজরাত-উত্তরপ্রদেশ চলতে পারে বাংলা চলে না, শুভেন্দুর হুংকারের পালটা ফিরহাদ

Firhad Hakim: ডিএ আন্দোলনকারীদের কিছু হলে রাজ্য জ্বলবে বলে মঙ্গলবার সকালে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই নিয়ে শুভেন্দুকে পালটা জবাব দিয়েছেন তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তাঁর কথায়, আগুন জ্বালিয়ে গুজরাত-উত্তরপ্রদেশ চলতে পারে বাংলা চলে না ৷

Firhad Hakim
Firhad Hakim
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 3:08 PM IST

কলকাতা, 23 জানুয়ারি: ডিএ আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের সরকারকে তুলোধনা করেন । অনশনকারীদের কিছু হলে রাজ্যে আগুন জ্বলবে বলেও হুংকার দেন তিনি । পরে গুজরাত প্রসঙ্গ টেনে তাঁর হুংকারের পালটা জবাব দিলেন তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম ।

উল্লেখ্য, ডিএ আন্দোলন ফের অন্যমাত্রা নিয়েছে । পূর্ব ঘোষণা মতোই আন্দোলনকারীরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন । সেখানেই বিরোধী দলনেতা আন্দোলনকারীদের শরীর স্বাস্থ্যর প্রসঙ্গ তুলে উষ্মা প্রকাশ করে স্পষ্ট হুঁশিয়ারি দেন, এঁদের কিছু হলে রাজ্য জ্বলবে ।

সেই প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী ফিরহাদ বলেন, ‘‘আগুন জ্বালিয়ে কোনোদিন রাজ্য চলতে পারে না । আগুন জ্বালিয়ে গুজরাত চলতে পারে, আগুন জ্বালিয়ে উত্তরপ্রদেশ চলতে পারে, বিদ্বেষ ছড়াতে পারে৷ কিন্তু বাংলায় কিছু করতে পারবে না ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেষ্টায় অনেকটা ডিএ দিয়েছেন । আরও দেওয়ার সবসময় চেষ্টা করছেন ।’’

ফিরহাদ হাকিমের স্পষ্ট দাবি, ‘‘বাংলার উন্নয়ন স্তব্ধ করে ডিএ দেব, সেটা হবে না ।’’ তাঁর অভিযোগ, ‘‘এখন যারা ডিএ চাইছেন, তাঁরা একসময় বাম ছিল ৷ এখন শুভেন্দুকে ধরে রাম হয়েছেন । কিন্তু বেশিরভাগই কর্মচারী আমাদের সঙ্গে আছেন । কর্মচারীরা বুঝতে পারছেন । শুধু দু’চারজন কর্মচারী আছেন, তাঁরা শুভেন্দুকে ধরে রাজনীতি করছেন ।’’

এছাড়াও বর্তমান পরিস্থিতি উল্লেখ করে নেতাজির জন্মদিন প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘নেতাজি ধর্মনিরপেক্ষতার প্রতীক । দেশাত্মবোধের প্রতীক ৷ তাই তাঁর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হোক । আমাদের দুঃখ ধর্মান্ধতার মুখে দেশকে ফেলে দিচ্ছে । তাঁরা (বিজেপি নেতারা) নেতাজির মাহাত্ম্য বুঝতে দিচ্ছেন না । আমি নিশ্চিত যদি নেতাজি থাকতেন, তাহলে দেশ ভাগ হত না । আমাদের দুর্ভাগ্য যে আমাদের মধ্যে নেতাজি নেই । তিনি স্বাধীনতার সময় ছিলেন না । তাই আজকে দেশ তার খেসারত দিচ্ছেন ।’’

আরও পড়ুন:

  1. হিংসা ছড়াতেই সংহতি মিছিল, মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
  2. ডিএ আন্দোলনের অনশন মঞ্চে শুভেন্দু, মমতার বিরুদ্ধে আন্দোলনে পাশে থাকার বার্তা
  3. ঈশ্বরের নামে ভোটের রাজনীতি হওয়া উচিত নয়, রামমন্দির ইস্যুতে বিজেপিকে তোপ ফিরহাদের

কলকাতা, 23 জানুয়ারি: ডিএ আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের সরকারকে তুলোধনা করেন । অনশনকারীদের কিছু হলে রাজ্যে আগুন জ্বলবে বলেও হুংকার দেন তিনি । পরে গুজরাত প্রসঙ্গ টেনে তাঁর হুংকারের পালটা জবাব দিলেন তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম ।

উল্লেখ্য, ডিএ আন্দোলন ফের অন্যমাত্রা নিয়েছে । পূর্ব ঘোষণা মতোই আন্দোলনকারীরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন । সেখানেই বিরোধী দলনেতা আন্দোলনকারীদের শরীর স্বাস্থ্যর প্রসঙ্গ তুলে উষ্মা প্রকাশ করে স্পষ্ট হুঁশিয়ারি দেন, এঁদের কিছু হলে রাজ্য জ্বলবে ।

সেই প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী ফিরহাদ বলেন, ‘‘আগুন জ্বালিয়ে কোনোদিন রাজ্য চলতে পারে না । আগুন জ্বালিয়ে গুজরাত চলতে পারে, আগুন জ্বালিয়ে উত্তরপ্রদেশ চলতে পারে, বিদ্বেষ ছড়াতে পারে৷ কিন্তু বাংলায় কিছু করতে পারবে না ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেষ্টায় অনেকটা ডিএ দিয়েছেন । আরও দেওয়ার সবসময় চেষ্টা করছেন ।’’

ফিরহাদ হাকিমের স্পষ্ট দাবি, ‘‘বাংলার উন্নয়ন স্তব্ধ করে ডিএ দেব, সেটা হবে না ।’’ তাঁর অভিযোগ, ‘‘এখন যারা ডিএ চাইছেন, তাঁরা একসময় বাম ছিল ৷ এখন শুভেন্দুকে ধরে রাম হয়েছেন । কিন্তু বেশিরভাগই কর্মচারী আমাদের সঙ্গে আছেন । কর্মচারীরা বুঝতে পারছেন । শুধু দু’চারজন কর্মচারী আছেন, তাঁরা শুভেন্দুকে ধরে রাজনীতি করছেন ।’’

এছাড়াও বর্তমান পরিস্থিতি উল্লেখ করে নেতাজির জন্মদিন প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘নেতাজি ধর্মনিরপেক্ষতার প্রতীক । দেশাত্মবোধের প্রতীক ৷ তাই তাঁর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হোক । আমাদের দুঃখ ধর্মান্ধতার মুখে দেশকে ফেলে দিচ্ছে । তাঁরা (বিজেপি নেতারা) নেতাজির মাহাত্ম্য বুঝতে দিচ্ছেন না । আমি নিশ্চিত যদি নেতাজি থাকতেন, তাহলে দেশ ভাগ হত না । আমাদের দুর্ভাগ্য যে আমাদের মধ্যে নেতাজি নেই । তিনি স্বাধীনতার সময় ছিলেন না । তাই আজকে দেশ তার খেসারত দিচ্ছেন ।’’

আরও পড়ুন:

  1. হিংসা ছড়াতেই সংহতি মিছিল, মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
  2. ডিএ আন্দোলনের অনশন মঞ্চে শুভেন্দু, মমতার বিরুদ্ধে আন্দোলনে পাশে থাকার বার্তা
  3. ঈশ্বরের নামে ভোটের রাজনীতি হওয়া উচিত নয়, রামমন্দির ইস্যুতে বিজেপিকে তোপ ফিরহাদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.