ETV Bharat / politics

তৃণমূলের জমায়েতে হামলার আশংকা, 2 ঘণ্টা বুথের ভেতরেই আটকে বিজেপি প্রার্থী-এজেন্টরা - LOK SABHA ELECTION 2024

BJP candidate Takes shelter inside booth: তৃণমূলের জমায়েত দেখে হামলার আশংকায় প্রায় 2 ঘণ্টা বুথের ভেতরেই আটকে থাকতে হল বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য ও দলের এজেন্টদের ৷

ETV BHARAT
2 ঘণ্টা বুথের ভেতরেই আটকে বিজেপি প্রার্থী-এজেন্টরা (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 8:06 PM IST

সাঁইথিয়া, 13 মে: তৃণমূলের জমায়েতের আতঙ্কে বুথের ভেতরেই আটকে পড়লেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য । সঙ্গে দলের কয়েকজন এজেন্টও আটকে ছিলেন । কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশের অফিসারদের কাছে তিনি বারবার বুথের বাইরের জমায়েত দূরে সরানোর আবেদন করেন । কিন্তু তাতে কোনও ফল হয়নি । পরে বিজেপির বীরভূম জেলার সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে কর্মীরা এসে বিজেপি প্রার্থীকে উদ্ধার করেন । সেই সময় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির জেলা সভাপতি । এই ঘটনাকে কেন্দ্র করে চতুর্থ দফার ভোটশেষে তীব্র উত্তেজনা ছড়ায় বীরভূমে ।

দিনভর নির্বাচন শেষে বিকেলের দিকে বীরভূম লোকসভা কেন্দ্রের সাঁইথিয়ার রাঢ়কেন্দ্র 37 নম্বর বুথের বাইরে জমায়েত করেছিলেন তৃণমূল কর্মীরা ৷ এতেই হামলা হওয়ার আতঙ্কে আটকে বুথের ভিতরে আটকে ছিলেন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য-সহ দলীয় এজেন্টরা ৷ দেবতনু বারবার বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জমায়েত দূরে সরানোর জন্য বলতে থাকেন । এমনকি রাজ্য পুলিশের অফিসারদের কাছেও তিনি নিজের উপর হামলার আশংকা প্রকাশ করেন । প্রায় দু'ঘণ্টা বুথের ভেতরে আটকে ছিলেন বিজেপি প্রার্থী ।

পরে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে বিজেপি কর্মীরা যান ঘটনাস্থলে । সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশ গিয়ে উদ্ধার করেন প্রার্থীকে ৷ সেই সময় স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে ব্যাপক বচসা হয় বিজেপির জেলা সভাপতির । বিজেপির নেতারা কার্যত তাড়া করে জমায়েতকারী তৃণমূলের লোকজনকে চিহ্নিত করে দেন পুলিশের কাছে । এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । কোনওক্রমে বিশাল পুলিশ বাহিনী এসে দু'পক্ষকে দূরে সরিয়ে পরিস্থিতির সামাল দেয় ৷

বিজেপির অভিযোগ, সাঁইথিয়া বিধানসভা এলাকায় দেদার ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসের লোকজন । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলেন, "বালি মাফিয়াদের টাকায় তৃণমূল খুব বেড়েছে । নির্বাচনের পর সব জব্দ হয়ে যাবে ।"

আরও পড়ুন:

  1. পরোটা, চিংড়ির মালাইকারি; মোদির জন্য বাঙালি রান্না করতে চান মমতা
  2. 'শেষ দেখে ছাড়ব', গাড়ি ভাঙচুর থেকে মাথা ফাটা; বিক্ষোভের মুখে হুঙ্কার দিলীপের
  3. তৃণমূলের বুথ লুটে অসুবিধে হচ্ছে বলে কনভয় আটকেছে দলদাস পুলিশ: অধীর

সাঁইথিয়া, 13 মে: তৃণমূলের জমায়েতের আতঙ্কে বুথের ভেতরেই আটকে পড়লেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য । সঙ্গে দলের কয়েকজন এজেন্টও আটকে ছিলেন । কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশের অফিসারদের কাছে তিনি বারবার বুথের বাইরের জমায়েত দূরে সরানোর আবেদন করেন । কিন্তু তাতে কোনও ফল হয়নি । পরে বিজেপির বীরভূম জেলার সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে কর্মীরা এসে বিজেপি প্রার্থীকে উদ্ধার করেন । সেই সময় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির জেলা সভাপতি । এই ঘটনাকে কেন্দ্র করে চতুর্থ দফার ভোটশেষে তীব্র উত্তেজনা ছড়ায় বীরভূমে ।

দিনভর নির্বাচন শেষে বিকেলের দিকে বীরভূম লোকসভা কেন্দ্রের সাঁইথিয়ার রাঢ়কেন্দ্র 37 নম্বর বুথের বাইরে জমায়েত করেছিলেন তৃণমূল কর্মীরা ৷ এতেই হামলা হওয়ার আতঙ্কে আটকে বুথের ভিতরে আটকে ছিলেন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য-সহ দলীয় এজেন্টরা ৷ দেবতনু বারবার বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জমায়েত দূরে সরানোর জন্য বলতে থাকেন । এমনকি রাজ্য পুলিশের অফিসারদের কাছেও তিনি নিজের উপর হামলার আশংকা প্রকাশ করেন । প্রায় দু'ঘণ্টা বুথের ভেতরে আটকে ছিলেন বিজেপি প্রার্থী ।

পরে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে বিজেপি কর্মীরা যান ঘটনাস্থলে । সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশ গিয়ে উদ্ধার করেন প্রার্থীকে ৷ সেই সময় স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে ব্যাপক বচসা হয় বিজেপির জেলা সভাপতির । বিজেপির নেতারা কার্যত তাড়া করে জমায়েতকারী তৃণমূলের লোকজনকে চিহ্নিত করে দেন পুলিশের কাছে । এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । কোনওক্রমে বিশাল পুলিশ বাহিনী এসে দু'পক্ষকে দূরে সরিয়ে পরিস্থিতির সামাল দেয় ৷

বিজেপির অভিযোগ, সাঁইথিয়া বিধানসভা এলাকায় দেদার ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসের লোকজন । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলেন, "বালি মাফিয়াদের টাকায় তৃণমূল খুব বেড়েছে । নির্বাচনের পর সব জব্দ হয়ে যাবে ।"

আরও পড়ুন:

  1. পরোটা, চিংড়ির মালাইকারি; মোদির জন্য বাঙালি রান্না করতে চান মমতা
  2. 'শেষ দেখে ছাড়ব', গাড়ি ভাঙচুর থেকে মাথা ফাটা; বিক্ষোভের মুখে হুঙ্কার দিলীপের
  3. তৃণমূলের বুথ লুটে অসুবিধে হচ্ছে বলে কনভয় আটকেছে দলদাস পুলিশ: অধীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.