ETV Bharat / politics

আর্থিক তছরুপ মামলায় এবার দেবকে দিল্লিতে তলব ইডির - prevention of money laundering case

ED summons Dev: আর্থিক তছরুপ মামলায় সাংসদ-অভিনেতা দীপক অধিকারী তথা দেবকে দিল্লিতে তলব করল ইডি ৷ আগামী 21 ফেব্রুয়ারি তাঁকে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 2:30 PM IST

Updated : Feb 15, 2024, 2:36 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: দেবকে দিল্লিতে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আগামী 21 ফেব্রুয়ারি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের একটি মামলার তদন্তে তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে তলব করেছে ইডি ৷

কিছুদিন আগেই সাংসদ দেব তৃণমূলের একাধিক পথ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেন । তিনি দল ছাড়বেন কি না তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে ৷ তবে এরপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় সাংসদ-অভিনেতার । কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি ৷ তারপরেই কিন্তু দেখা যায় যে, শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে বলেন যে, দেবের ইডি তদন্ত এখনও পুরোপুরি শেষ হয়নি । আর সেই বক্তব্যের পরপরই কাকতালীয়ভাবে দেখা গেল, দেব ওরফে দীপক অধিকারীকে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে ডেকে পাঠানো হল ৷

গতকাল দেবকে নোটিশ পাঠান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক সূত্রে খবর, জবাবে দীপক অধিকারী ওরফে দেব তাঁদের জানিয়েছেন যে, তিনি দিল্লিতে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন ।

এর আগে, রাজ্যে আর্থিক দুর্নীতি কাণ্ডে দীপক অধিকারী ওরফে দেবকে ডেকে পাঠিয়েছিল সিবিআই । সে বার তিনি কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন । পরে সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমখি হওয়ার পর তিনি সাংবাদিকদের উদ্দেশে জানিয়েছিলেন যে, তিনি কোনও রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন ।

ইডি সূত্রে খবর, এ বার দেবকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং মামলায় অর্থাৎ আর্থিক তছরুপের ঘটনায় ডেকে পাঠানো হয়েছে । মূলত তাঁকে সাক্ষী হিসাবে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । প্রয়োজনে তাঁর বয়ান রেকর্ড করতে পারেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন:

  1. চেয়ারম্যানের পদ গেল শঙ্করের, মমতা-অভিষেকের সঙ্গে দেবের বৈঠকের পরই পরিবর্তন
  2. মমতা- অভিষেকের সঙ্গে দেখা! লোকসভায় প্রার্থী হতে রাজি দেব
  3. দেবের বিজেপি-যোগের জল্পনার মাঝেই অভিষেকের সঙ্গে শনিতে বৈঠকে অভিনেতা-সাংসদ

কলকাতা, 15 ফেব্রুয়ারি: দেবকে দিল্লিতে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আগামী 21 ফেব্রুয়ারি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের একটি মামলার তদন্তে তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে তলব করেছে ইডি ৷

কিছুদিন আগেই সাংসদ দেব তৃণমূলের একাধিক পথ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেন । তিনি দল ছাড়বেন কি না তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে ৷ তবে এরপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় সাংসদ-অভিনেতার । কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি ৷ তারপরেই কিন্তু দেখা যায় যে, শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে বলেন যে, দেবের ইডি তদন্ত এখনও পুরোপুরি শেষ হয়নি । আর সেই বক্তব্যের পরপরই কাকতালীয়ভাবে দেখা গেল, দেব ওরফে দীপক অধিকারীকে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে ডেকে পাঠানো হল ৷

গতকাল দেবকে নোটিশ পাঠান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক সূত্রে খবর, জবাবে দীপক অধিকারী ওরফে দেব তাঁদের জানিয়েছেন যে, তিনি দিল্লিতে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন ।

এর আগে, রাজ্যে আর্থিক দুর্নীতি কাণ্ডে দীপক অধিকারী ওরফে দেবকে ডেকে পাঠিয়েছিল সিবিআই । সে বার তিনি কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন । পরে সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমখি হওয়ার পর তিনি সাংবাদিকদের উদ্দেশে জানিয়েছিলেন যে, তিনি কোনও রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন ।

ইডি সূত্রে খবর, এ বার দেবকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং মামলায় অর্থাৎ আর্থিক তছরুপের ঘটনায় ডেকে পাঠানো হয়েছে । মূলত তাঁকে সাক্ষী হিসাবে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । প্রয়োজনে তাঁর বয়ান রেকর্ড করতে পারেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন:

  1. চেয়ারম্যানের পদ গেল শঙ্করের, মমতা-অভিষেকের সঙ্গে দেবের বৈঠকের পরই পরিবর্তন
  2. মমতা- অভিষেকের সঙ্গে দেখা! লোকসভায় প্রার্থী হতে রাজি দেব
  3. দেবের বিজেপি-যোগের জল্পনার মাঝেই অভিষেকের সঙ্গে শনিতে বৈঠকে অভিনেতা-সাংসদ
Last Updated : Feb 15, 2024, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.