বর্ধমান, 31 মার্চ: কপালে চোট লাগার প্রসঙ্গ তুলে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । রবিবার সকালে বর্ধমান শহরে প্রচারে বের হয়ে তিনি প্রশ্ন তোলেন, "মাথার স্টিকার তিনি কবে খুলবেন, ভোট শেষ হওয়ার আগে না পরে ? চোট দেখিয়ে আর ইমোশনাল ভোট হবে না ।" যদিও এদিনই কৃষ্ণনগরের প্রচারে দেখা যায় মুখ্যমন্ত্রীর কপালে ব্যান্ডেড (স্টিকার) লাগানো নেই ৷
গত বছরের জুন মাসে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচার সেরে শিলিগুড়ির সেবক এয়ারবেসে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী । সেই চোট প্রসঙ্গে দিলীপ ঘোষ খোঁচা দিয়ে বলেছিলেন,"এটা আসল চোট না রাজনৈতিক চোট বোঝা যাচ্ছে না ।" এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁর চোট প্রসঙ্গে বলেন, "মাথার স্টিকারটা কবে খুলবেন ?"
দমদম পিকনিক গার্ডেনের পরে চেতলায় বাড়ি ভেঙে পড়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "যতদিন না এই সরকার ভাঙছে ততদিন বাড়ি ভাঙতেই থাকবে । কাটমানি খেয়ে কিংবা ঘুষ খেয়ে পুরনো বাড়িতে লোকজনকে রেখে তাদের সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে । এই যে দুর্ঘটনা ঘটছে তার দায় কে নেবে । ক'টা টাকা দিলেই কি হয়ে যাবে ? এই সরকারের হাতে আর কিছু নেই তারা কিছু করতে পারবে না এইভাবেই চলতে থাকবে ।"
কুণাল ঘোষের মন্তব্যের পালটা দিলীপ বলেন, "কুণাল ঘোষ নিজের দলকে নিয়ে ভাবুক । ওদের দলটা উঠে যাচ্ছে এরপর তিনি কোন দলে যোগ দেবেন সেই ভাব না ভাবলে তার কাজ হবে । যার নিজের পদ চলে গিয়েছে, বিজেপিকে নিয়ে ভাববার অনেক লোক আছে । সারা দেশ বিজেপিকে নিয়ে ভাবছে । মোদির মতো নেতা আছে । দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে কেউ কিছু করতে পারেনি আর ওরাও কিছু পারবে না ।"
কীর্তি আজাদের নাচের প্রসঙ্গে দিলীপ বক্তব্য, "উনি যত পারছেন নেচে নিন ৷ 4 জুনের পরে তিনি অবসর নেবেন ।
মমতার প্রচার প্রসঙ্গ উঠলেই তিনি ফের মমতাকে খোঁচা দিয়ে বলেন, 'এত দিন নামেননি কেন ? আর তার মাথার স্টিকারটা কবে খুলবেন ভোট শেষ হওয়ার আগে না পরে ? ভোটের আগে চোট । এটাই তো ভোটের রেসিপি । হাত পা ভাঙবে মাথা ভাঙবে । কোথাও না কোথাও চোট লাগবেই । আর ওই ইমোশনাল ভোট আর হবে না ।"
আরও পড়ুন :