ETV Bharat / politics

8 নম্বর তলব এড়িয়ে শর্তসাপেক্ষে ইডি'র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি কেজরি - অরবিন্দ কেজরিওয়াল

Arvind Kejriwal Soughts New Date from ED in Delhi Excise Policy Case: শর্তসাপেক্ষে ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ 12 মার্চের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তাও আবার সরাসরি নয় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 1:21 PM IST

নয়াদিল্লি, 4 মার্চ: গত 27 ফেব্রুয়ারি ইডির তরফে হাজিরার জন্য আট নম্বর নোটিশ পাঠানো হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের কাছে ৷ দিল্লি সরকারের আবগারি দুর্নীতি মামলায় আজ অর্থাৎ, 4 মার্চ কেজরিওয়ালকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু, সেই হাজিরাও এড়িয়ে গেলেন তিনি ৷ তবে, ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি হয়েছেন ৷ তবে, সেখানেও শর্ত চাপিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ 12 মার্চের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি ৷ তবে, তিনি সশরীরের হাজিরা দেবেন না ৷ ভিডিয়ো কনফারেন্সে ইডির প্রশ্নের জবাব দেবেন ৷

আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গত 27 ফেব্রুয়ারি আট নম্বর নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেখানে 4 মার্চ দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয় তাঁকে ৷ কিন্তু, আজ কেজরিওয়াল সেই হাজিরার নোটিশও এড়িয়ে গিয়েছেন ৷ বদলে একটি ইমেল পাঠানো হয়েছে ইডি-কে ৷ আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, "দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডিকে নোটিশের জবাব দিয়েছেন ৷ উনি বলেছেন, এই তলব পুরোপুরি বেআইনি ৷ তা সত্ত্বেও তিনি সব জবাব দিতে প্রস্তুত ৷ কেজরিওয়াল ইডির কাছ থেকে 12 মার্চের পর সময় চেয়েছেন ৷ তারপরেই তিনি ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন ৷ তবে, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৷"

উল্লেখ্য, কেজওয়ালের সরকারের উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণিশ সিসোদিয়াকে আগেই আবগারি নীতি নির্ধারণ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি ৷ এই মুহূর্তে তিনি তিহাড় জেলে রয়েছেন ৷ গতবছর 2 নভেম্বর প্রথমবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল ইডি ৷ সেই নোটিশ এড়িয়ে যাওয়ার পর 22 ডিসেম্বর দ্বিতীয় নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এভাবে একের পর এক 3 জানুয়ারি, 18 জানুয়ারি, 2 ফেব্রুয়ারি ও 19 ফেব্রুয়ারি নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ সব নোটিশের জবাব অরবিন্দ কেজরিওয়াল বেআইনি তলব বলে এড়িয়ে যান ৷ সবশেষে 27 ফেব্রুয়ারির নোটিশও এড়িয়ে গিয়ে, ইডির প্রশ্নের মুখোমুখি হতে রাজি হলেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:

  1. ইডি'র সমন 'বেআইনি', কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যালয়ে ফের হাজিরা এড়ালেন কেজরিওয়াল
  2. বিধানসভায় আস্থা ভোট, ইডির অভিযোগে আদালতে ভার্চুয়াল হাজিরা কেজরির
  3. 'বিজেপি শুধু আপ-কে ভয় পায়', কেজরি-বাণে অস্বস্তি বাড়ল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের

নয়াদিল্লি, 4 মার্চ: গত 27 ফেব্রুয়ারি ইডির তরফে হাজিরার জন্য আট নম্বর নোটিশ পাঠানো হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের কাছে ৷ দিল্লি সরকারের আবগারি দুর্নীতি মামলায় আজ অর্থাৎ, 4 মার্চ কেজরিওয়ালকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু, সেই হাজিরাও এড়িয়ে গেলেন তিনি ৷ তবে, ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি হয়েছেন ৷ তবে, সেখানেও শর্ত চাপিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ 12 মার্চের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি ৷ তবে, তিনি সশরীরের হাজিরা দেবেন না ৷ ভিডিয়ো কনফারেন্সে ইডির প্রশ্নের জবাব দেবেন ৷

আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গত 27 ফেব্রুয়ারি আট নম্বর নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেখানে 4 মার্চ দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয় তাঁকে ৷ কিন্তু, আজ কেজরিওয়াল সেই হাজিরার নোটিশও এড়িয়ে গিয়েছেন ৷ বদলে একটি ইমেল পাঠানো হয়েছে ইডি-কে ৷ আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, "দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডিকে নোটিশের জবাব দিয়েছেন ৷ উনি বলেছেন, এই তলব পুরোপুরি বেআইনি ৷ তা সত্ত্বেও তিনি সব জবাব দিতে প্রস্তুত ৷ কেজরিওয়াল ইডির কাছ থেকে 12 মার্চের পর সময় চেয়েছেন ৷ তারপরেই তিনি ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন ৷ তবে, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৷"

উল্লেখ্য, কেজওয়ালের সরকারের উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণিশ সিসোদিয়াকে আগেই আবগারি নীতি নির্ধারণ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি ৷ এই মুহূর্তে তিনি তিহাড় জেলে রয়েছেন ৷ গতবছর 2 নভেম্বর প্রথমবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল ইডি ৷ সেই নোটিশ এড়িয়ে যাওয়ার পর 22 ডিসেম্বর দ্বিতীয় নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এভাবে একের পর এক 3 জানুয়ারি, 18 জানুয়ারি, 2 ফেব্রুয়ারি ও 19 ফেব্রুয়ারি নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ সব নোটিশের জবাব অরবিন্দ কেজরিওয়াল বেআইনি তলব বলে এড়িয়ে যান ৷ সবশেষে 27 ফেব্রুয়ারির নোটিশও এড়িয়ে গিয়ে, ইডির প্রশ্নের মুখোমুখি হতে রাজি হলেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:

  1. ইডি'র সমন 'বেআইনি', কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যালয়ে ফের হাজিরা এড়ালেন কেজরিওয়াল
  2. বিধানসভায় আস্থা ভোট, ইডির অভিযোগে আদালতে ভার্চুয়াল হাজিরা কেজরির
  3. 'বিজেপি শুধু আপ-কে ভয় পায়', কেজরি-বাণে অস্বস্তি বাড়ল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.