সন্দেশখালি, 17 ফেব্রুয়ারি: শনিবার সকালে সন্দেশখালি পৌঁছাল রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের 6 সদস্যের প্রতিনিধি দল ৷ গত 10 ফেব্রুয়ারি পুলিশের বিরুদ্ধে একটি শিশুকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনার তদন্ত ও পরিস্থিতি যাচাই করতে আজ পুলিশি নিরাপত্তায় সন্দেশখালির বিভিন্ন গ্রামে যান কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বাধীন 6 সদস্যের প্রতিনিধিরা ৷ উল্লেখ্য, 144 ধারা জারি থাকায় গতকাল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সন্দেশখালির অশান্ত এলাকায় ঢুকতে দেয়নি পুলিশ ৷
গত 10 ফেব্রুয়ারি সন্দেশখালিতে এক শিশুর উপর অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে এসেছিল ৷ মায়ের কোল থেকে ওই শিশুকে কেড়ে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধেই ৷ যা নিয়ে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে ৷ মূলত, সেই অভিযোগ খতিয়ে দেখতেই সন্দেশখালিতে কমিশন ৷ গতকালই কেন্দ্রীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন রাজ্যের কাছে এই ঘটনার রিপোর্ট তলব করেছে ৷
কমিশনের চেয়ারপার্সন বলেন, "শিশুটির মায়ের কথা বলে আমরা জানতে পেরেছি, ঘটনার সময় ধাক্কিধাক্কিতে একরত্তি শিশুটি পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল ৷ তখন তাঁকে ওর বাবা একহাতে ধরে ফেলে ৷ কারা করেছে সেই বিষয়ে মহিলা নির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি ৷ কারণ, সেই সময় তিনি সেভাবে কাউকে চিনতে পারেননি ৷ যেহেতু ঘটনার পর থেকে ওনার স্বামী বাড়িছাড়া ৷ সেহেতু উনি খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন ৷ ওনাকে আমরা আশ্বস্ত করে বলেছি, কোনও ভয় নেই ৷ আমরা ওনার পাশে রয়েছি ৷ বাকিটা পুলিশ যা করার করবে ৷"
এর পাশাপাশি, সন্দেশখালিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও সমস্যা হচ্ছে কিনা ৷ পরীক্ষাকেন্দ্রগুলির কী অবস্থা, পরীক্ষার্থীদের জন্য সবরকম পরিষেবা সেখানে রয়েছে কিনা, তা সরজমিনে খতিয়ে দেখবেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের প্রতিনিধিরা ৷
প্রতিনিধি দলে রয়েছেন কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস,পরামর্শদাতা সুদেষ্ণা রায়-সহ অন্যান্যরা ৷ উল্লেখ্য, গত সোমবার সন্দেশখালিতে গিয়েছিল রাজ্য মহিলা কমিশের প্রতিনিধি দল ৷ তাঁদের কাছে মহিলাদের উপর শিবপ্রসাদ হাজরা এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা ৷ আজ সন্দেশখালিতে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগের ঘটনার তদন্তে গ্রামে পৌঁছাল শিশু অধিকার সুরক্ষা কমিশন ৷ এদিন কমিশনের সামনে সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন আক্রান্ত শিশুর মা ৷
উল্লেখ্য, গত 7 ও 8 ফেব্রুয়ারি উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি 2 নম্বর ব্লকর বিস্তীর্ণ এলাকা ৷ শিবপ্রসাদ হাজরা এবং শেখ শাহজাহান ও তাদের বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রামবাসী বিশেষত, মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালি ৷ অগ্নিসংযোগ করা হয় শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্ম ও বাগানবাড়িতে ৷ তারপরেই পুরো সন্দেশখালিতে 144 ধারা জারি করে বসিরহাট পুলিশ ৷ পরে আদালতের নির্দেশে বাছাই করা উনিশটি গ্রামে 144 ধারা জারি করা হয় ৷
এই ঘটনায় উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক আবহ ৷ অশান্ত সন্দেশখালিতে ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছে সব বিরোধী রাজনৈতিক দল ৷ পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ গতকাল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সন্দেশখালিতে ঢুকতে গেলে 6 কিলোমিটার দূরে রামপুরে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল ৷ 1 কিলোমিটার দূরে সরবেড়িয়াতে আটকে দেওয়া হয় অধীর চৌধুরীর নেতৃত্বাধীন কংগ্রেসের প্রতিনিধি দলকেও ৷
আরও পড়ুন: