ETV Bharat / politics

তারকা প্রচারক হিসেবেও তরুণ মুখে ভরসা সিপিএমের, প্রচারে নামছেন ঐশী-অভিজিৎ - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 5:52 PM IST

Updated : Mar 29, 2024, 6:47 PM IST

Lok Sabha Election 2024: তারকা প্রচারক হিসেবে দুই তরুণ তুর্কি ঐশী ঘোষ ও অভিজিৎ ঘোষকে সামনে আনছে সিপিএম ৷ বাংলা ও কেরালায় প্রচার করবে জেএনইউ-এর দুই ছাত্র নেতা ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

তারকা প্রচারক হিসেবেও তরুণ মুখে ভরসা সিপিএমের, প্রচারে নামছেন ঐশী-অভিজিৎ

কলকাতা, 29 মার্চ: এবারের লোকসভা নির্বাচনে বেশ কয়েকজন তরুণ মুখকে প্রার্থী করেছে সিপিএম ৷ তারই রেশ ধরে দুই তরুণ মুখকে ‘তারকা প্রচারক’ হিসেবে প্রচারে নামাতে চলেছে তারা ৷ শুধু বাংলা নয়, তারা প্রচার করবে সিপিএমের আরও একটা শক্তঘাঁটি কেরালাতেও ৷

এই দু’জনের একজন অভিজিৎ ঘোষ ৷ অপরজন ঐশী ঘোষ ৷ শিলিগুড়ির ছেলে এসএফআই নেতা অভিজিৎ ঘোষ সম্প্রতি জেএনইউ-এর ছাত্র ভোটে সহ-সভাপতি পদে জিতেছেন ৷ আর বাংলার আরেক ছাত্রী আসানসোলের ঐশী ঘোষ গত ভোট সভাপতি পদে জিতেছিলেন ৷

এবার জেএনইউ-এর ছাত্র সংসদ দখলে মরিয়া হয়ে নেমেছিল আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ৷ কিন্তু সেখানে তাদের হারতে হয়েছে বামেদের কাছে ৷ ফলে সেই জয়ের ফলকে হাতিয়ার করেই এবার প্রচারে নতুন মুখকে প্রচারের দায়িত্ব দিচ্ছে সিপিএম ।

সিপিএম সূত্রে খবর, জেএনইউ প্রাক্তন সভাপতি ঐশী ঘোষ বাংলায় আসানসোল-সহ আরও বেশ কয়েকটি লোকসভায় প্রচার করবে । একই ভাবে অভিজিৎ ঘোষ উত্তরবঙ্গের একাধিক আসনে বাম প্রার্থীর হয়ে প্রচারে বের হবেন । আর এই দুই ছাত্র নেতৃত্ব এবার চুটিয়ে সিপিএমের প্রচার করবেন কেরালাজুড়ে ।

সারা দেশে বিজেপি ও তার সহযোগীদের ঠেকাতে কংগ্রেস ও সিপিএম বৃহত্তর সমঝোতা করেছে । তবে কেরালা এক মাত্র রাজ্য যেখানে সিপিএম ও কংগ্রেস দুই প্রতিদ্বন্দ্বী শক্তি । ফলে একদিকে কংগ্রেসের সঙ্গে বঙ্গে জয়ের আহ্বান, ওদিকে কেরালায় কংগ্রেসকে হারানোর ডাক কিভাবে দেবে ?

এই প্রসঙ্গে ঐশী ঘোষ ও অভিজিৎ ঘোষের দাবি, বাংলা হোক বা কেরালা ৷ লক্ষ্য একটাই, বিজেপি ও তাদের সহযোগী শক্তিকে পরাস্ত করতে হবে । ভারতীয় জনতা পার্টি বিগত 10 বছরে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিতে চাইছে । এই নিয়ে কেরল সরকার দিল্লিতে বিক্ষোভ অবস্থান করেছে । এরাজ্যে সরকারে থাকা শাসক দল বিজেপির পায়ের তলায় মাটি শক্ত করছে । বিজেপি ও এমন কিছু দল যারা বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, তাদের এই রাজ্যে পরাস্ত করতে হবে । এই বার্তা নিয়েই দুই রাজ্যে প্রচার করব ।

আরও পড়ুন:

  1. জেএনইউ'য়ের ফলাফল প্রভাব ফেলবে লোকসভা নির্বাচনে, দাবি সহ-সভাপতি অভিজিতের
  2. জেএনইউতে ফের বাম রাজত্ব, ছাত্র সংসদে সহ-সভাপতি বাংলার অভিজিৎ
  3. তিন দশক পর জেএনইউ সভাপতি পদে দলিত ছাত্রনেতা, জেনে নিন পরিচয়

তারকা প্রচারক হিসেবেও তরুণ মুখে ভরসা সিপিএমের, প্রচারে নামছেন ঐশী-অভিজিৎ

কলকাতা, 29 মার্চ: এবারের লোকসভা নির্বাচনে বেশ কয়েকজন তরুণ মুখকে প্রার্থী করেছে সিপিএম ৷ তারই রেশ ধরে দুই তরুণ মুখকে ‘তারকা প্রচারক’ হিসেবে প্রচারে নামাতে চলেছে তারা ৷ শুধু বাংলা নয়, তারা প্রচার করবে সিপিএমের আরও একটা শক্তঘাঁটি কেরালাতেও ৷

এই দু’জনের একজন অভিজিৎ ঘোষ ৷ অপরজন ঐশী ঘোষ ৷ শিলিগুড়ির ছেলে এসএফআই নেতা অভিজিৎ ঘোষ সম্প্রতি জেএনইউ-এর ছাত্র ভোটে সহ-সভাপতি পদে জিতেছেন ৷ আর বাংলার আরেক ছাত্রী আসানসোলের ঐশী ঘোষ গত ভোট সভাপতি পদে জিতেছিলেন ৷

এবার জেএনইউ-এর ছাত্র সংসদ দখলে মরিয়া হয়ে নেমেছিল আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ৷ কিন্তু সেখানে তাদের হারতে হয়েছে বামেদের কাছে ৷ ফলে সেই জয়ের ফলকে হাতিয়ার করেই এবার প্রচারে নতুন মুখকে প্রচারের দায়িত্ব দিচ্ছে সিপিএম ।

সিপিএম সূত্রে খবর, জেএনইউ প্রাক্তন সভাপতি ঐশী ঘোষ বাংলায় আসানসোল-সহ আরও বেশ কয়েকটি লোকসভায় প্রচার করবে । একই ভাবে অভিজিৎ ঘোষ উত্তরবঙ্গের একাধিক আসনে বাম প্রার্থীর হয়ে প্রচারে বের হবেন । আর এই দুই ছাত্র নেতৃত্ব এবার চুটিয়ে সিপিএমের প্রচার করবেন কেরালাজুড়ে ।

সারা দেশে বিজেপি ও তার সহযোগীদের ঠেকাতে কংগ্রেস ও সিপিএম বৃহত্তর সমঝোতা করেছে । তবে কেরালা এক মাত্র রাজ্য যেখানে সিপিএম ও কংগ্রেস দুই প্রতিদ্বন্দ্বী শক্তি । ফলে একদিকে কংগ্রেসের সঙ্গে বঙ্গে জয়ের আহ্বান, ওদিকে কেরালায় কংগ্রেসকে হারানোর ডাক কিভাবে দেবে ?

এই প্রসঙ্গে ঐশী ঘোষ ও অভিজিৎ ঘোষের দাবি, বাংলা হোক বা কেরালা ৷ লক্ষ্য একটাই, বিজেপি ও তাদের সহযোগী শক্তিকে পরাস্ত করতে হবে । ভারতীয় জনতা পার্টি বিগত 10 বছরে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিতে চাইছে । এই নিয়ে কেরল সরকার দিল্লিতে বিক্ষোভ অবস্থান করেছে । এরাজ্যে সরকারে থাকা শাসক দল বিজেপির পায়ের তলায় মাটি শক্ত করছে । বিজেপি ও এমন কিছু দল যারা বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, তাদের এই রাজ্যে পরাস্ত করতে হবে । এই বার্তা নিয়েই দুই রাজ্যে প্রচার করব ।

আরও পড়ুন:

  1. জেএনইউ'য়ের ফলাফল প্রভাব ফেলবে লোকসভা নির্বাচনে, দাবি সহ-সভাপতি অভিজিতের
  2. জেএনইউতে ফের বাম রাজত্ব, ছাত্র সংসদে সহ-সভাপতি বাংলার অভিজিৎ
  3. তিন দশক পর জেএনইউ সভাপতি পদে দলিত ছাত্রনেতা, জেনে নিন পরিচয়
Last Updated : Mar 29, 2024, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.