ETV Bharat / politics

দেশজুড়ে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করছে বিজেপির

BJP on Ananya Banerjee Controversial Speech: অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য থেকে নজর ঘোড়ানোর জন্য খালিস্তানি ইস্যু নিয়ে সরব হয়েছে তৃণমূল ৷ এই অভিযোগ করে দেশজুড়ে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নিল বিজেপি ৷

Ananya Banerjee
অনন্যা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 5:53 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: কলকাতা পৌরনিগমের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্য ও রাজ্যের বাইরে আন্দোলন ছড়িয়ে দিতে চাইছে বিজেপি । এই লক্ষ্যে বিজেপির সংখ্যালঘু মোর্চা সিদ্ধান্ত নিয়েছে অনন্যার বিরুদ্ধে বাংলা-সহ বিভিন্ন রাজ্যে এফআইআর করা হবে । সেই সঙ্গে সংখ্যালঘু মোর্চা চাইছে বিদেশের মাটিতেও এই আন্দোলনকে নিয়ে যেতে ।

বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী বলেন,"অনন্যা বন্দ্যোপাধ্যায় একটি নির্দিষ্ট ধর্মকে অপমান করেছেন । আমরা চাইছি প্রশাসন ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক । সেই সঙ্গে ওঁকে গ্রেফতার করা হোক । তৃণমূল কংগ্রেস অনন্যা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করুক, এটাই আমাদের দাবি ।"

তিনি আরও বলেন, "আমরা চাইছি এ রাজ্যের পাশাপাশি শুধু দেশ নয়, বিদেশও এই নিয়ে প্রতিবাদ আন্দোলন করতে । রাজ্যপালের কাছে সময় চেয়েছি এই নিয়ে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য । আমরা রাষ্ট্রপতির কাছেও অভিযোগ জানাবো । যতদিন না অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে ।"

সম্প্রতি কলকাতা পৌরনিগমের বাজেট অধিবেশনে ধর্মগুরু এবং প্রব্রাজিকার নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অনন্যা বন্দ্যোপাধ্যায় । এই নিয়ে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে । বিজেপির সংখ্যালঘু মোর্চার তরফ থেকে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয় । নিউমার্কেট থানার পাশাপাশি রাজ্যের আরও দুটি থানায় অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে । এছাড়া ইতিমধ্যেই মধ্যপ্রদেশে বেশ কয়েকটি এফআইআর হয়েছে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ।

পুলিশ আধিকারিককে খালিস্থানি বলা হয়েছে ৷ এই অভিযোগে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে পথে নেমেছে । সোমবার শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা মুখ্যসচিবের সঙ্গে দেখা করে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন । ধারাবাহিকভাবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এই নিয়ে আন্দোলন করার পরিকল্পনা নিয়েছে ।

তবে এ বিষয়ে বিজেপির বক্তব্য, "কোন পুলিশ আধিকারিককে খালিস্থানি বলার ভিডিয়ো তৃণমূল দেখাতে পারেনি । বরঞ্চ অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো আমাদের কাছে আছে । সোশাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । উনিশে ফেব্রুয়ারি অনন্যা বন্দ্যোপাধ্যায় কলকাতা পৌরনিগমে এই কথা বলেছেন । তারপরের দিন 20 ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস বিজেপি বিরুদ্ধে খালিস্তানি মন্তব্য করার অভিযোগ এনেছে । কিন্তু কোন প্রমাণ দেখাতে পারেনি ।" আসলে অনন্যা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্ক চাপা দিতে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস এই কাজ করেছে বলে অভিযোগ চার্লস নন্দীর ।

আরও পড়ুন:

  1. ধর্মীয় ভাবাবেগে 'আঘাত', তারকা কাউন্সিলরের 'যৌন' গল্পে উত্তাল পৌরনিগম; ব্যাখ্যা তলব ফিরহাদের
  2. খালিস্তানি ইস্যুতে মুখ্যসচিবের কাছে ডেপুটেশন জমা শিখ প্রতিনিধিদের
  3. নজর ঘোরাতেই ইস্যু 'খালিস্তান', মোদিকে লেখা চিঠিতে মমতাকেও 'মিথ্যেবাদী' বললেন শুভেন্দু

কলকাতা, 27 ফেব্রুয়ারি: কলকাতা পৌরনিগমের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্য ও রাজ্যের বাইরে আন্দোলন ছড়িয়ে দিতে চাইছে বিজেপি । এই লক্ষ্যে বিজেপির সংখ্যালঘু মোর্চা সিদ্ধান্ত নিয়েছে অনন্যার বিরুদ্ধে বাংলা-সহ বিভিন্ন রাজ্যে এফআইআর করা হবে । সেই সঙ্গে সংখ্যালঘু মোর্চা চাইছে বিদেশের মাটিতেও এই আন্দোলনকে নিয়ে যেতে ।

বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী বলেন,"অনন্যা বন্দ্যোপাধ্যায় একটি নির্দিষ্ট ধর্মকে অপমান করেছেন । আমরা চাইছি প্রশাসন ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক । সেই সঙ্গে ওঁকে গ্রেফতার করা হোক । তৃণমূল কংগ্রেস অনন্যা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করুক, এটাই আমাদের দাবি ।"

তিনি আরও বলেন, "আমরা চাইছি এ রাজ্যের পাশাপাশি শুধু দেশ নয়, বিদেশও এই নিয়ে প্রতিবাদ আন্দোলন করতে । রাজ্যপালের কাছে সময় চেয়েছি এই নিয়ে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য । আমরা রাষ্ট্রপতির কাছেও অভিযোগ জানাবো । যতদিন না অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে ।"

সম্প্রতি কলকাতা পৌরনিগমের বাজেট অধিবেশনে ধর্মগুরু এবং প্রব্রাজিকার নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অনন্যা বন্দ্যোপাধ্যায় । এই নিয়ে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে । বিজেপির সংখ্যালঘু মোর্চার তরফ থেকে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয় । নিউমার্কেট থানার পাশাপাশি রাজ্যের আরও দুটি থানায় অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে । এছাড়া ইতিমধ্যেই মধ্যপ্রদেশে বেশ কয়েকটি এফআইআর হয়েছে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ।

পুলিশ আধিকারিককে খালিস্থানি বলা হয়েছে ৷ এই অভিযোগে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে পথে নেমেছে । সোমবার শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা মুখ্যসচিবের সঙ্গে দেখা করে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন । ধারাবাহিকভাবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এই নিয়ে আন্দোলন করার পরিকল্পনা নিয়েছে ।

তবে এ বিষয়ে বিজেপির বক্তব্য, "কোন পুলিশ আধিকারিককে খালিস্থানি বলার ভিডিয়ো তৃণমূল দেখাতে পারেনি । বরঞ্চ অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো আমাদের কাছে আছে । সোশাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । উনিশে ফেব্রুয়ারি অনন্যা বন্দ্যোপাধ্যায় কলকাতা পৌরনিগমে এই কথা বলেছেন । তারপরের দিন 20 ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস বিজেপি বিরুদ্ধে খালিস্তানি মন্তব্য করার অভিযোগ এনেছে । কিন্তু কোন প্রমাণ দেখাতে পারেনি ।" আসলে অনন্যা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্ক চাপা দিতে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস এই কাজ করেছে বলে অভিযোগ চার্লস নন্দীর ।

আরও পড়ুন:

  1. ধর্মীয় ভাবাবেগে 'আঘাত', তারকা কাউন্সিলরের 'যৌন' গল্পে উত্তাল পৌরনিগম; ব্যাখ্যা তলব ফিরহাদের
  2. খালিস্তানি ইস্যুতে মুখ্যসচিবের কাছে ডেপুটেশন জমা শিখ প্রতিনিধিদের
  3. নজর ঘোরাতেই ইস্যু 'খালিস্তান', মোদিকে লেখা চিঠিতে মমতাকেও 'মিথ্যেবাদী' বললেন শুভেন্দু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.