ETV Bharat / politics

'বিজেপি শুধু আপ-কে ভয় পায়', কেজরি-বাণে অস্বস্তি বাড়ল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের - BJP Only Scared Of AAP

Arvind Kejriwal on INDIA bloc: বিজেপি শুধু আম আদমি পার্টিকেই ভয় পায় ৷ অরবিন্দ কেজরিওয়ালের এই মন্তব্য অস্বস্তি বাড়ল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 5:15 PM IST

নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি: বিরোধী ইন্ডিয়া জোট এখনও কতটা মজবুত রয়েছে, তা প্রমাণ করার জন্য যখন কংগ্রেসের জাতীয় নেতৃত্ব একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে, তখনই ইন্ডিয়া ব্লক ও কংগ্রেসকে জোরালো ধাক্কা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি আজ দাবি করেছেন যে, বিজেপি একমাত্র ভয় পায় আপকেই ৷

লোকসভা নির্বাচনের মাত্র মাস তিনেক বাকি ৷ তার আগে এনডিএ জোটকে টক্কর দিতে মাথা তুলে দাঁড়ানোর আগেই যেন মেরুদণ্ডে একের পর এক ভাঙন ধরেছে ইন্ডিয়া জোটের ৷ নীতীশ কুমার জোট থেকে বেরিয়ে গিয়ে বিজেপি শিবিরেই ঘাঁটি জমিয়েছেন ৷ আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যে আসন ভাগাভাগি নিয়ে একপ্রকার চুলোচুলি চলছে কংগ্রেস ও বামেদের ৷ এই অবস্থায় জয়রাম রমেশ ও শচীন পাইলটের মতো নেতারা এখনও দাবি করছেন যে, ইন্ডিয়া ব্লকের ঐক্য এখনও অটুট ৷

তবে তারা এমনটা দাবি করলেও আঞ্চলিক দলগুলির বক্তব্য ক্রমে প্রশ্ন তুলে দিচ্ছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে ৷ আজ কেজরিওয়াল বলেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শুধু আম আদমি পার্টিকে (এএপি) ভয় পায় । আজ পঞ্জাবের তরণ তারাণে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় দিল্লির মুখ্যমন্ত্রী বলেন যে, বিজেপি আপ-কে অপমানিত করতে এবং তাদের চূর্ণ করতে আগ্রহী । কারণ বিজেপি একমাত্র আম আদমি পার্টিকেই ভয় করে ৷

এছাড়াও, কেজরিওয়াল ইতিমধ্যে ঘোষণা করেছেন যে, তাঁর দল পঞ্জাবের সমস্ত অর্থাৎ 14টি লোকসভা কেন্দ্রের জন্যই প্রার্থী ঘোষণা করবে, যার মধ্যে চণ্ডীগড় আসনটিও রয়েছে । ফলে বাংলার মতোই পঞ্জাবেও ইন্ডিয়া জোটের কার্যকারিতা প্রশ্নের মুখে ৷

আরও পড়ুন:

  1. মমতা এখনও জোটের অংশ, কয়েকজন ছেড়ে গেলেই তাতে প্রভাব পড়বে না ইন্ডিয়ায়: পাইলট
  2. ইন্ডিয়া জোটই ঝাড়খণ্ডের আস্থা ভোটে জিতবে, আত্মবিশ্বাসী রমেশ
  3. কংগ্রেসের অনমনীয়তাই কি ‘ইন্ডিয়া’র বিভাজনের পথ প্রশস্ত করছে !

নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি: বিরোধী ইন্ডিয়া জোট এখনও কতটা মজবুত রয়েছে, তা প্রমাণ করার জন্য যখন কংগ্রেসের জাতীয় নেতৃত্ব একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে, তখনই ইন্ডিয়া ব্লক ও কংগ্রেসকে জোরালো ধাক্কা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি আজ দাবি করেছেন যে, বিজেপি একমাত্র ভয় পায় আপকেই ৷

লোকসভা নির্বাচনের মাত্র মাস তিনেক বাকি ৷ তার আগে এনডিএ জোটকে টক্কর দিতে মাথা তুলে দাঁড়ানোর আগেই যেন মেরুদণ্ডে একের পর এক ভাঙন ধরেছে ইন্ডিয়া জোটের ৷ নীতীশ কুমার জোট থেকে বেরিয়ে গিয়ে বিজেপি শিবিরেই ঘাঁটি জমিয়েছেন ৷ আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যে আসন ভাগাভাগি নিয়ে একপ্রকার চুলোচুলি চলছে কংগ্রেস ও বামেদের ৷ এই অবস্থায় জয়রাম রমেশ ও শচীন পাইলটের মতো নেতারা এখনও দাবি করছেন যে, ইন্ডিয়া ব্লকের ঐক্য এখনও অটুট ৷

তবে তারা এমনটা দাবি করলেও আঞ্চলিক দলগুলির বক্তব্য ক্রমে প্রশ্ন তুলে দিচ্ছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে ৷ আজ কেজরিওয়াল বলেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শুধু আম আদমি পার্টিকে (এএপি) ভয় পায় । আজ পঞ্জাবের তরণ তারাণে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় দিল্লির মুখ্যমন্ত্রী বলেন যে, বিজেপি আপ-কে অপমানিত করতে এবং তাদের চূর্ণ করতে আগ্রহী । কারণ বিজেপি একমাত্র আম আদমি পার্টিকেই ভয় করে ৷

এছাড়াও, কেজরিওয়াল ইতিমধ্যে ঘোষণা করেছেন যে, তাঁর দল পঞ্জাবের সমস্ত অর্থাৎ 14টি লোকসভা কেন্দ্রের জন্যই প্রার্থী ঘোষণা করবে, যার মধ্যে চণ্ডীগড় আসনটিও রয়েছে । ফলে বাংলার মতোই পঞ্জাবেও ইন্ডিয়া জোটের কার্যকারিতা প্রশ্নের মুখে ৷

আরও পড়ুন:

  1. মমতা এখনও জোটের অংশ, কয়েকজন ছেড়ে গেলেই তাতে প্রভাব পড়বে না ইন্ডিয়ায়: পাইলট
  2. ইন্ডিয়া জোটই ঝাড়খণ্ডের আস্থা ভোটে জিতবে, আত্মবিশ্বাসী রমেশ
  3. কংগ্রেসের অনমনীয়তাই কি ‘ইন্ডিয়া’র বিভাজনের পথ প্রশস্ত করছে !
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.