ETV Bharat / politics

অভিষেকের হাত ধরে ফুলবদল, মোদি-সফরে মধ্যেই তৃণমূলে যোগ পদ্মের বিদায়ী সাংসদের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

BJP MP joins TMC: বিজেপি আদিবাসী বিরোধী ৷ এমন অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ঝাড়গ্রামের পদ্ম সাংসদ কুনার হেমব্রম ৷ যদিও আগেই চিঠি দিয়ে দল ছেড়েছিলেন তিনি ৷

BJP MP joins TMC
ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 6:27 PM IST

অভিষেকের হাত ধরে ফুলবদল পদ্মের বিদায়ী সাংসদের (ইটিভি ভারত)

ঝাড়গ্রাম, 19 মে: ঝাড়গ্রামে লোকসভা ভোট 25 মে ৷ তার আগে গেরুয়া শিবিরে বড় ধাক্কা ৷ এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগদান করলেন বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। ফুলবদল করেই বিজেপিকে আদিবাসী বিরোধী বলে আক্রমণ করেন তিনি ৷ রবিবার দুপুরে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের ছাতিনাশোলে এই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে জনসভা করেন অভিষেক। সেখানেই তাঁর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন কুনার হেমব্রম ৷ যেদিন তিনি দলবদল করছেন সেদিনই রাজ্যের অন্য প্রান্তে সভা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আগামিকাল ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জনসভার আগের দিনই তৃণমূলে যোগদান করলেন বিজেপির বিদায়ী সাংসদ। এদিন কুনার হেমব্রম বলেন ,"মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের জন্য প্রচুর উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের সামিল হতেই তৃণমূলে যোগদান করলাম ৷ অন্যদিকে, আদিবাসীদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে বিজেপি ৷ আমাদের পরিচয় হরণ করার চেষ্টা করা হচ্ছে ৷" জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরাবাহা হাঁসদাও ৷ তিনি ভোটের আগে বিজেপির বিদায়ী সাংসদের ঘাসফুল শিবিরের যোগদান নিয়ে বলেন, "জঙ্গলমহলের মানুষ এবারে ভোটে রায় তৃণমূলের পক্ষে দেবে ৷ দলবদল সেটাই জানান দিচ্ছে ৷ বিজেপির কোনও অস্তিস্ব আর জঙ্গলমহলে থাকবে না ৷"

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার আগেই বিজেপির জেলা সভাপতিকে চিঠি দিয়ে দল ছেড়েছিলেন কুনার হেমব্রম । দল ছাড়ার পিছনে ব্যক্তিগত সমস্যাকেই কারণ হিসেবে দেখিয়েছিলেন তিনি ৷ এরপর আজ ঝাড়গ্রামে লোকসভা নির্বাচনের আগে ফুলবদল করলেন বিজেপির বিদায়ী সাংসদ ৷ বিজেপি কুনার হেমব্রমকে প্রার্থী করতে পারে এরকম জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাঁকে এবারের নির্বাচনে টিকিট দেয়নি গেরুয়া শিবির ৷

আরও পড়ুন:

  1. বিজেপিতে বড় ধাক্কা ! বিধায়কের পর এবার দল ছাড়লেন সাংসদ
  2. 'বাংলার মুখ্যমন্ত্রী খোলা মঞ্চ থেকে সাধু-সন্তদের ধমকাচ্ছেন', মমতাকে তোপ প্রধানমন্ত্রীর
  3. অধীরকে তোপের জের, বিধান ভবনে খাড়গের ছবিতে কালি!

অভিষেকের হাত ধরে ফুলবদল পদ্মের বিদায়ী সাংসদের (ইটিভি ভারত)

ঝাড়গ্রাম, 19 মে: ঝাড়গ্রামে লোকসভা ভোট 25 মে ৷ তার আগে গেরুয়া শিবিরে বড় ধাক্কা ৷ এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগদান করলেন বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। ফুলবদল করেই বিজেপিকে আদিবাসী বিরোধী বলে আক্রমণ করেন তিনি ৷ রবিবার দুপুরে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের ছাতিনাশোলে এই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে জনসভা করেন অভিষেক। সেখানেই তাঁর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন কুনার হেমব্রম ৷ যেদিন তিনি দলবদল করছেন সেদিনই রাজ্যের অন্য প্রান্তে সভা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আগামিকাল ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জনসভার আগের দিনই তৃণমূলে যোগদান করলেন বিজেপির বিদায়ী সাংসদ। এদিন কুনার হেমব্রম বলেন ,"মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের জন্য প্রচুর উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের সামিল হতেই তৃণমূলে যোগদান করলাম ৷ অন্যদিকে, আদিবাসীদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে বিজেপি ৷ আমাদের পরিচয় হরণ করার চেষ্টা করা হচ্ছে ৷" জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরাবাহা হাঁসদাও ৷ তিনি ভোটের আগে বিজেপির বিদায়ী সাংসদের ঘাসফুল শিবিরের যোগদান নিয়ে বলেন, "জঙ্গলমহলের মানুষ এবারে ভোটে রায় তৃণমূলের পক্ষে দেবে ৷ দলবদল সেটাই জানান দিচ্ছে ৷ বিজেপির কোনও অস্তিস্ব আর জঙ্গলমহলে থাকবে না ৷"

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার আগেই বিজেপির জেলা সভাপতিকে চিঠি দিয়ে দল ছেড়েছিলেন কুনার হেমব্রম । দল ছাড়ার পিছনে ব্যক্তিগত সমস্যাকেই কারণ হিসেবে দেখিয়েছিলেন তিনি ৷ এরপর আজ ঝাড়গ্রামে লোকসভা নির্বাচনের আগে ফুলবদল করলেন বিজেপির বিদায়ী সাংসদ ৷ বিজেপি কুনার হেমব্রমকে প্রার্থী করতে পারে এরকম জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাঁকে এবারের নির্বাচনে টিকিট দেয়নি গেরুয়া শিবির ৷

আরও পড়ুন:

  1. বিজেপিতে বড় ধাক্কা ! বিধায়কের পর এবার দল ছাড়লেন সাংসদ
  2. 'বাংলার মুখ্যমন্ত্রী খোলা মঞ্চ থেকে সাধু-সন্তদের ধমকাচ্ছেন', মমতাকে তোপ প্রধানমন্ত্রীর
  3. অধীরকে তোপের জের, বিধান ভবনে খাড়গের ছবিতে কালি!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.