ETV Bharat / politics

খাসতালুক সরবেড়িয়ায় আমজনতাকে মিষ্টিমুখ করিয়ে শাহজাহানকে ‘জবাব’ শুভেন্দুর - Sheikh Shahjahan

Suvendu Adhikari: বুধবার গভীর রাতে গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান ৷ আর বৃহস্পতিবার সন্দেশখালিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখান থেকে ফেরার পথে তিনি শাহজাহানের খাসতালুক সরবেড়িয়ায় দাঁড়িয়ে মিষ্টিমুখ করালেন আমজনতাকে । খেলেন নিজেও । পালটা জবাব দিলেন শেখ শাহজাহানকেও ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 7:42 PM IST

Updated : Feb 29, 2024, 8:38 PM IST

খাসতালুক সরবেড়িয়ায় আমজনতাকে মিষ্টিমুখ করিয়ে শাহজাহানকে ‘জবাব’ শুভেন্দুর

সন্দেশখালি, 29 ফেব্রুয়ারি: নিজে খেলেন ! মিষ্টিমুখও করালেন সবাইকে । শেখ শাহজাহানের খাসতালুক সরবেড়িয়াতে এমনই দ্বৈত ভূমিকায় দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । সেই সঙ্গে নাম না করে সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' ধৃত শাহজাহানের উদ্দেশ্যে কটাক্ষও ছুঁড়ে দিয়েছেন তিনি । শুভেন্দুর কথায়, "কেউ একজন বলেছিল, এখানে নাকি এলে আমার ছাল-চামড়া তুলে নেবে ! বান্ডিল করে আমাকে ফের কাঁথিতে পাঠিয়ে দেবে । সেই কারণেই সরবেড়িয়ায় এসে আমি মিষ্টি খাচ্ছি ।"

সাধারণ মানুষকে মিষ্টি খাওয়ানোর প্রসঙ্গে শুভেন্দু বলেন, "একা খেতে নেই ! সবাইকে দিয়েই খেতে হয় । তাই মিষ্টিমুখ করাচ্ছি ।" এরপরই কার্যত হুঙ্কার দিয়ে বিরোধী দলনেতা বলেন, "দেখে যা, আমার ছাল-চামড়া আছে, নাকি কাঁথিতে গিয়েছে ।"

Suvendu Adhikari
সন্দেশখালির সরবেড়িয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

বৃহস্পতিবার উত্তর 24 পরগনার সন্দেশখালির জেলিয়াখালিতে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ফেরার পথে হঠাৎই সরবেড়িয়ার শেখ শাহজাহান মার্কেটের সামনে দাঁড়িয়ে পড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় । এরপর গাড়ি থেকে নেমে সোজা তিনি ঢুকে পড়েন স্থানীয় একটি মিষ্টির দোকানে । সেই দোকান থেকে মিষ্টি কিনে, তা বিলি করতে থাকেন আমজনতার মধ্যে । নিজের হাতেও মিষ্টি খাইয়ে দেন কাউকে কাউকে ।

Suvendu Adhikari
সন্দেশখালির সরবেড়িয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

এরপর জনতার উদ্দেশ্যে শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘‘আপনাদের ন‍্যায়ের পক্ষে আছি । অন‍্যায়ের বিরুদ্ধে পাশে রয়েছি । কোনও সমস্যা হবে না ।’’ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে বার্তা দেওয়ার পাশাপাশি এ দিন শেখ শাহজাহান মার্কেটের দিকেও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে । সেই মার্কেটের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছিলেন তিনি । তখন শাহজাহান মার্কেটের সামনে দাঁড়িয়ে বহু মানুষ । তাঁরা শেখ শাহজাহানের অনুগামী নাকি অন্য কেউ, তা অবশ্য স্পষ্ট হয়নি ।

Sandeshkhali
সন্দেশখালিতে শেখ শাহজাহান মার্কেট৷

এদিকে, সন্দেশখালি যাওয়ার পথে বৃহস্পতিবারও রামপুরে পুলিশের বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কলকাতা হাইকোর্টের নির্দেশে এ দিন তিনি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষকে সঙ্গে নিয়ে সন্দেশখালি রওনা হয়েছিলেন । কিন্তু, রামপুরে পুলিশ প্রথমে আটকায় শুভেন্দুদের । পরে, হাইকোর্টের নির্দেশের কাগজপত্র দেখানো হলে পুলিশ যাওয়ার অনুমতি দেয় । সেই মতো এ দিন জেলিয়াখালিতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা । গ্রামের মহিলাদের পাশে থাকার বার্তা দেন । শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে এবং গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে এ দিন বরণ করে নেওয়া হয় শুভেন্দুকে ।

আরও পড়ুন:

  1. বিজেপিতে কৌস্তভ, কংগ্রেস ছাড়ার একদিনের মধ্যেই গেরুয়া শিবিরে আইনজীবী-নেতা
  2. রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, সেই ভয়েই শাহজাহানকে গ্রেফতার; বিস্ফোরক লকেট
  3. 50 দিনেরও বেশি সময়, সন্দেশখালির 'বেতাজ বাদশা' শাহজাহানের গ্রেফতারির টাইমলাইন

খাসতালুক সরবেড়িয়ায় আমজনতাকে মিষ্টিমুখ করিয়ে শাহজাহানকে ‘জবাব’ শুভেন্দুর

সন্দেশখালি, 29 ফেব্রুয়ারি: নিজে খেলেন ! মিষ্টিমুখও করালেন সবাইকে । শেখ শাহজাহানের খাসতালুক সরবেড়িয়াতে এমনই দ্বৈত ভূমিকায় দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । সেই সঙ্গে নাম না করে সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' ধৃত শাহজাহানের উদ্দেশ্যে কটাক্ষও ছুঁড়ে দিয়েছেন তিনি । শুভেন্দুর কথায়, "কেউ একজন বলেছিল, এখানে নাকি এলে আমার ছাল-চামড়া তুলে নেবে ! বান্ডিল করে আমাকে ফের কাঁথিতে পাঠিয়ে দেবে । সেই কারণেই সরবেড়িয়ায় এসে আমি মিষ্টি খাচ্ছি ।"

সাধারণ মানুষকে মিষ্টি খাওয়ানোর প্রসঙ্গে শুভেন্দু বলেন, "একা খেতে নেই ! সবাইকে দিয়েই খেতে হয় । তাই মিষ্টিমুখ করাচ্ছি ।" এরপরই কার্যত হুঙ্কার দিয়ে বিরোধী দলনেতা বলেন, "দেখে যা, আমার ছাল-চামড়া আছে, নাকি কাঁথিতে গিয়েছে ।"

Suvendu Adhikari
সন্দেশখালির সরবেড়িয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

বৃহস্পতিবার উত্তর 24 পরগনার সন্দেশখালির জেলিয়াখালিতে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ফেরার পথে হঠাৎই সরবেড়িয়ার শেখ শাহজাহান মার্কেটের সামনে দাঁড়িয়ে পড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় । এরপর গাড়ি থেকে নেমে সোজা তিনি ঢুকে পড়েন স্থানীয় একটি মিষ্টির দোকানে । সেই দোকান থেকে মিষ্টি কিনে, তা বিলি করতে থাকেন আমজনতার মধ্যে । নিজের হাতেও মিষ্টি খাইয়ে দেন কাউকে কাউকে ।

Suvendu Adhikari
সন্দেশখালির সরবেড়িয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

এরপর জনতার উদ্দেশ্যে শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘‘আপনাদের ন‍্যায়ের পক্ষে আছি । অন‍্যায়ের বিরুদ্ধে পাশে রয়েছি । কোনও সমস্যা হবে না ।’’ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে বার্তা দেওয়ার পাশাপাশি এ দিন শেখ শাহজাহান মার্কেটের দিকেও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে । সেই মার্কেটের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছিলেন তিনি । তখন শাহজাহান মার্কেটের সামনে দাঁড়িয়ে বহু মানুষ । তাঁরা শেখ শাহজাহানের অনুগামী নাকি অন্য কেউ, তা অবশ্য স্পষ্ট হয়নি ।

Sandeshkhali
সন্দেশখালিতে শেখ শাহজাহান মার্কেট৷

এদিকে, সন্দেশখালি যাওয়ার পথে বৃহস্পতিবারও রামপুরে পুলিশের বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কলকাতা হাইকোর্টের নির্দেশে এ দিন তিনি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষকে সঙ্গে নিয়ে সন্দেশখালি রওনা হয়েছিলেন । কিন্তু, রামপুরে পুলিশ প্রথমে আটকায় শুভেন্দুদের । পরে, হাইকোর্টের নির্দেশের কাগজপত্র দেখানো হলে পুলিশ যাওয়ার অনুমতি দেয় । সেই মতো এ দিন জেলিয়াখালিতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা । গ্রামের মহিলাদের পাশে থাকার বার্তা দেন । শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে এবং গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে এ দিন বরণ করে নেওয়া হয় শুভেন্দুকে ।

আরও পড়ুন:

  1. বিজেপিতে কৌস্তভ, কংগ্রেস ছাড়ার একদিনের মধ্যেই গেরুয়া শিবিরে আইনজীবী-নেতা
  2. রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, সেই ভয়েই শাহজাহানকে গ্রেফতার; বিস্ফোরক লকেট
  3. 50 দিনেরও বেশি সময়, সন্দেশখালির 'বেতাজ বাদশা' শাহজাহানের গ্রেফতারির টাইমলাইন
Last Updated : Feb 29, 2024, 8:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.