আনন্দপুর, 10 মে: হিরণের বক্তব্যের 24 ঘণ্টার মধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল বিজেপি ৷ গত বুধবারই হিরণ অভিযোগ করেছিলেন, দেব ঘাটাল লোকসভার কেশপুর, পিংলা-সহ বিস্তীর্ণ অঞ্চলে আতঙ্কের পরিবেশ তৈরি করছেন ৷ তার প্রেক্ষিতে দেবের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর কথা বলেছিলেন ৷ হিরণের সেই দাবির, 24 ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার আনন্দপুর ও কেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘাটাল বিজেপির সাংগঠনিক নেতৃত্ব ৷
উল্লেখ্য, বুধবার কেশপুরে একটি কর্মিসভা করেছিলেন দেব ৷ সেখানেই তিনি সংবাদমাধ্যমের সামনে আশঙ্কা প্রকাশ করেছিলেন, 10-20 তারিখের মধ্যে নিজেদেরই কোনও কর্মীকে খুন করে বিজেপি তার দায় তৃণমূলের কাঁধে চাপাবে ৷ ঘাটালের বিদায়ী সাংসদ এই অভিযোগে কারও নাম সরাসরি না করলেও, তাঁর স্পষ্ট ইঙ্গিত এই নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের দিকে ছিল ৷ দেব দাবি করেছিলেন, ষষ্ঠ দফার নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে ৷
দেবের এই মন্তব্যের পরেই আসরে নামে ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ তিনি পালটা দাবি করেন, "ও যে মন্তব্য করেছে তাতে এটা পরিষ্কার হয়ে গেল, পিংলায় বিজেপি কর্মী খুনে দীপক অধিকারীর হাত রয়েছে ৷" দেবে বিরুদ্ধে কেশপুর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার অভিযোগ তোলেন হিরণ ৷ দেবের বিরুদ্ধে প্রকাশ্যে বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ করেন বিজেপি প্রার্থী ৷ এ নিয়ে নির্বাচন কমিশন ও পুলিশে অভিযোগ জানানোর কথাও বলেন তিনি ৷
হিরণের সেই বক্তব্যের পর গতকাল কেশপুর ও আনন্দপুর থানায় দেবের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ও বিজেপি কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা উল্লেখ করে অভিযোগ দায়ে হয়েছে ৷ বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক তন্ময় ঘোষ দেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি বলেন, "ঘাটালের সাংসদ যে মন্তব্য করেছেন, তার আমরা তীব্র নিন্দা করছি ৷ এরই সঙ্গে আমরা আতঙ্কিত ৷ কারণ, দেবের মন্তব্যে খুনের রাজনীতি জড়িত ৷ তাই আমরা কেশপুর ও আনন্দপুর থানায় অভিযোগ করেছি ৷ দেব বুঝে গিয়েছেন তিনি হেরে গেছেন ৷ তাই মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন ৷ আমরা কেশপুরের মানুষকে বলব, তারা যেন কোনরকম প্ররোচনায় পা না-দেন ৷"
আরও পড়ুন: