ETV Bharat / politics

দেবের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর বিজেপির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করল বিজেপি ৷ কেশপুর ও আনন্দপুর থানায় দেবের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ করেছে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার নেতৃত্ব ৷

ETV BHARAT
দেবের বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের বিজেপির (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 11:13 AM IST

Updated : May 10, 2024, 12:26 PM IST

আনন্দপুর, 10 মে: হিরণের বক্তব্যের 24 ঘণ্টার মধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল বিজেপি ৷ গত বুধবারই হিরণ অভিযোগ করেছিলেন, দেব ঘাটাল লোকসভার কেশপুর, পিংলা-সহ বিস্তীর্ণ অঞ্চলে আতঙ্কের পরিবেশ তৈরি করছেন ৷ তার প্রেক্ষিতে দেবের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর কথা বলেছিলেন ৷ হিরণের সেই দাবির, 24 ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার আনন্দপুর ও কেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘাটাল বিজেপির সাংগঠনিক নেতৃত্ব ৷

উল্লেখ্য, বুধবার কেশপুরে একটি কর্মিসভা করেছিলেন দেব ৷ সেখানেই তিনি সংবাদমাধ্যমের সামনে আশঙ্কা প্রকাশ করেছিলেন, 10-20 তারিখের মধ্যে নিজেদেরই কোনও কর্মীকে খুন করে বিজেপি তার দায় তৃণমূলের কাঁধে চাপাবে ৷ ঘাটালের বিদায়ী সাংসদ এই অভিযোগে কারও নাম সরাসরি না করলেও, তাঁর স্পষ্ট ইঙ্গিত এই নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের দিকে ছিল ৷ দেব দাবি করেছিলেন, ষষ্ঠ দফার নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে ৷

দেবের এই মন্তব্যের পরেই আসরে নামে ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ তিনি পালটা দাবি করেন, "ও যে মন্তব্য করেছে তাতে এটা পরিষ্কার হয়ে গেল, পিংলায় বিজেপি কর্মী খুনে দীপক অধিকারীর হাত রয়েছে ৷" দেবে বিরুদ্ধে কেশপুর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার অভিযোগ তোলেন হিরণ ৷ দেবের বিরুদ্ধে প্রকাশ্যে বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ করেন বিজেপি প্রার্থী ৷ এ নিয়ে নির্বাচন কমিশন ও পুলিশে অভিযোগ জানানোর কথাও বলেন তিনি ৷

হিরণের সেই বক্তব্যের পর গতকাল কেশপুর ও আনন্দপুর থানায় দেবের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ও বিজেপি কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা উল্লেখ করে অভিযোগ দায়ে হয়েছে ৷ বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক তন্ময় ঘোষ দেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি বলেন, "ঘাটালের সাংসদ যে মন্তব্য করেছেন, তার আমরা তীব্র নিন্দা করছি ৷ এরই সঙ্গে আমরা আতঙ্কিত ৷ কারণ, দেবের মন্তব্যে খুনের রাজনীতি জড়িত ৷ তাই আমরা কেশপুর ও আনন্দপুর থানায় অভিযোগ করেছি ৷ দেব বুঝে গিয়েছেন তিনি হেরে গেছেন ৷ তাই মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন ৷ আমরা কেশপুরের মানুষকে বলব, তারা যেন কোনরকম প্ররোচনায় পা না-দেন ৷"

আরও পড়ুন:

  1. 10-20 দিনের মধ্যে হত্যার রাজনীতি করতে পারে বিজেপি, আশঙ্কা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের
  2. দেবকে অবিলম্বে গ্রেফতার করা হোক, বিজেপি কর্মী খুনের তত্ত্বে দাবি হিরণের
  3. তৃণমূলে 'কদর' নেই, সেই কাঞ্চনকে সঙ্গে নিয়েই কেশপুরে ভোট প্রচারে দেব

আনন্দপুর, 10 মে: হিরণের বক্তব্যের 24 ঘণ্টার মধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল বিজেপি ৷ গত বুধবারই হিরণ অভিযোগ করেছিলেন, দেব ঘাটাল লোকসভার কেশপুর, পিংলা-সহ বিস্তীর্ণ অঞ্চলে আতঙ্কের পরিবেশ তৈরি করছেন ৷ তার প্রেক্ষিতে দেবের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর কথা বলেছিলেন ৷ হিরণের সেই দাবির, 24 ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার আনন্দপুর ও কেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘাটাল বিজেপির সাংগঠনিক নেতৃত্ব ৷

উল্লেখ্য, বুধবার কেশপুরে একটি কর্মিসভা করেছিলেন দেব ৷ সেখানেই তিনি সংবাদমাধ্যমের সামনে আশঙ্কা প্রকাশ করেছিলেন, 10-20 তারিখের মধ্যে নিজেদেরই কোনও কর্মীকে খুন করে বিজেপি তার দায় তৃণমূলের কাঁধে চাপাবে ৷ ঘাটালের বিদায়ী সাংসদ এই অভিযোগে কারও নাম সরাসরি না করলেও, তাঁর স্পষ্ট ইঙ্গিত এই নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের দিকে ছিল ৷ দেব দাবি করেছিলেন, ষষ্ঠ দফার নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে ৷

দেবের এই মন্তব্যের পরেই আসরে নামে ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ তিনি পালটা দাবি করেন, "ও যে মন্তব্য করেছে তাতে এটা পরিষ্কার হয়ে গেল, পিংলায় বিজেপি কর্মী খুনে দীপক অধিকারীর হাত রয়েছে ৷" দেবে বিরুদ্ধে কেশপুর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার অভিযোগ তোলেন হিরণ ৷ দেবের বিরুদ্ধে প্রকাশ্যে বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ করেন বিজেপি প্রার্থী ৷ এ নিয়ে নির্বাচন কমিশন ও পুলিশে অভিযোগ জানানোর কথাও বলেন তিনি ৷

হিরণের সেই বক্তব্যের পর গতকাল কেশপুর ও আনন্দপুর থানায় দেবের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ও বিজেপি কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা উল্লেখ করে অভিযোগ দায়ে হয়েছে ৷ বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক তন্ময় ঘোষ দেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি বলেন, "ঘাটালের সাংসদ যে মন্তব্য করেছেন, তার আমরা তীব্র নিন্দা করছি ৷ এরই সঙ্গে আমরা আতঙ্কিত ৷ কারণ, দেবের মন্তব্যে খুনের রাজনীতি জড়িত ৷ তাই আমরা কেশপুর ও আনন্দপুর থানায় অভিযোগ করেছি ৷ দেব বুঝে গিয়েছেন তিনি হেরে গেছেন ৷ তাই মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন ৷ আমরা কেশপুরের মানুষকে বলব, তারা যেন কোনরকম প্ররোচনায় পা না-দেন ৷"

আরও পড়ুন:

  1. 10-20 দিনের মধ্যে হত্যার রাজনীতি করতে পারে বিজেপি, আশঙ্কা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের
  2. দেবকে অবিলম্বে গ্রেফতার করা হোক, বিজেপি কর্মী খুনের তত্ত্বে দাবি হিরণের
  3. তৃণমূলে 'কদর' নেই, সেই কাঞ্চনকে সঙ্গে নিয়েই কেশপুরে ভোট প্রচারে দেব
Last Updated : May 10, 2024, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.