ETV Bharat / politics

প্রচারে হাতিয়ার লোকসঙ্গীত, মমতাকে অন্ধ রতন কানহার সঙ্গে তুলনা বিজেপি প্রার্থীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Asim Sarkar slams Mamata Banerjee: প্রচারে বেরিয়ে লোকসঙ্গীতকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপি প্রার্থী অসীম সরকার ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করলেন অন্ধ রতন কানহার সঙ্গে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 5:34 PM IST

Updated : Mar 29, 2024, 6:32 PM IST

মমতাকে অন্ধ রতন কানহার সঙ্গে তুলনা বিজেপি প্রার্থীর

কালনা, 28 মার্চ: লোকসঙ্গীতের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধ রতন কানহার সঙ্গে তুলনা করলেন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার । কালনা এলাকায় প্রচারে বেরিয়ে তিনি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই গানের মাধ্যমে বিদ্ধ করেছেন রাজ্য সরকারকে ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসীম সরকার বলেন, "যতদিন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, ততদিন ব্রিজ কিংবা উন্নয়নমূলক কোনও কাজ হবে না । এরা মোদি সরকারের উন্নয়ন নিতে চায় না । অথচ তাদের প্রকল্পকে নিজেদের প্রকল্প বলে মানুষের সামনে তুলে ধরে । আর প্রকল্প থেকে মোদির নাম কেটে বাদ দিয়ে সেই জায়গায় নিজের নামের স্টিকার সাঁটিয়ে দিয়ে বাহবা নেয় ।"

এ বিষয়ে তিনি লোকসংগীতের মাধ্যমে একটি গল্প বলে টিপ্পনি কাটেন । অসীম সরকার বলেন, "এ প্রসঙ্গে একটা গল্পের কথা মনে পড়ে যায়, 'পাগল বিজয় সরকারের একটা বিখ্যাত গান আছে, পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে । ওই গানে পাগল বিজয় সরকারের গ্রামেই বাস করতেন রতন কানহা নামে একজন । অর্থাৎ সে অন্ধ । সে খুব ভালো গান গাইত । বিজয় সরকার তাঁকে বললেন, রতন তুই তো ভালো গান করিস । আমার পোষা পাখির গানটা একটু শোনা । আমরা যাঁরা কবি গান লিখি, তাঁর গানের লাইনের শেষে সেই শিল্পীর নাম লেখা থাকে । যেমন আমার গানের লাইনের শেষে অসীম নাম লেখা থাকে । ওই গানে ছিল 'পাগল বিজয় কাঁদে বসে বিজনে একদিন ভাবি নাই মনে ।'

ওই রতন গান গাইতে গাইতে শেষের পদে গিয়ে বিজয় সরকারের নামটাই বাদ দিয়ে গাইলেন, " রতন কানহা কাঁদে সে বিজনে একদিন ভাবি নাই মনে ।' তা শুনে পাগল বিজয় সরকার অবাক হয়ে গেলেন । তিনি বলেন, আমার সামনে আমার নাম বাদ দিয়ে নিজের নাম ভরে দিলি । শুনে রতন হাতজোড় করে বলেন, সরকার মশাই আপনি এত বড় মাপের মানুষ তাই আপনার সামনে আপনার নাম উচ্চারণ করলাম না । তাই আমার নামটাই ভরে দিলাম । দিদিমণির অবস্থা হচ্ছে তাই । মোদিজি অত বড় মাপের তো, বিশ্বপ্রিয় মানুষ, তাই উনি যত প্রকল্প পাঠান সেই নাম বলতে দিদিমণির লজ্জা লাগে । তাই নিজের নাম বসিয়ে দেন । তাই তো বলছি রতন কানহাও যা, এই রাজ্যের মুখ্যমন্ত্রীও তাই ।"

আরও পড়ুন:

  1. লোকসভায় তৃণমূলের অস্ত্র বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার, শুভেচ্ছাপত্র নিয়ে দুয়ারে পৌঁছবে শাসকদল
  2. মমতার পাড়ায় প্রচারে বাধা সায়রা শাহ হালিমকে ! পুলিশের বিরুদ্ধে কমিশনে সিপিএম
  3. দিলীপের প্রার্থী পদ বাতিলের দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

মমতাকে অন্ধ রতন কানহার সঙ্গে তুলনা বিজেপি প্রার্থীর

কালনা, 28 মার্চ: লোকসঙ্গীতের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধ রতন কানহার সঙ্গে তুলনা করলেন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার । কালনা এলাকায় প্রচারে বেরিয়ে তিনি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই গানের মাধ্যমে বিদ্ধ করেছেন রাজ্য সরকারকে ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসীম সরকার বলেন, "যতদিন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, ততদিন ব্রিজ কিংবা উন্নয়নমূলক কোনও কাজ হবে না । এরা মোদি সরকারের উন্নয়ন নিতে চায় না । অথচ তাদের প্রকল্পকে নিজেদের প্রকল্প বলে মানুষের সামনে তুলে ধরে । আর প্রকল্প থেকে মোদির নাম কেটে বাদ দিয়ে সেই জায়গায় নিজের নামের স্টিকার সাঁটিয়ে দিয়ে বাহবা নেয় ।"

এ বিষয়ে তিনি লোকসংগীতের মাধ্যমে একটি গল্প বলে টিপ্পনি কাটেন । অসীম সরকার বলেন, "এ প্রসঙ্গে একটা গল্পের কথা মনে পড়ে যায়, 'পাগল বিজয় সরকারের একটা বিখ্যাত গান আছে, পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে । ওই গানে পাগল বিজয় সরকারের গ্রামেই বাস করতেন রতন কানহা নামে একজন । অর্থাৎ সে অন্ধ । সে খুব ভালো গান গাইত । বিজয় সরকার তাঁকে বললেন, রতন তুই তো ভালো গান করিস । আমার পোষা পাখির গানটা একটু শোনা । আমরা যাঁরা কবি গান লিখি, তাঁর গানের লাইনের শেষে সেই শিল্পীর নাম লেখা থাকে । যেমন আমার গানের লাইনের শেষে অসীম নাম লেখা থাকে । ওই গানে ছিল 'পাগল বিজয় কাঁদে বসে বিজনে একদিন ভাবি নাই মনে ।'

ওই রতন গান গাইতে গাইতে শেষের পদে গিয়ে বিজয় সরকারের নামটাই বাদ দিয়ে গাইলেন, " রতন কানহা কাঁদে সে বিজনে একদিন ভাবি নাই মনে ।' তা শুনে পাগল বিজয় সরকার অবাক হয়ে গেলেন । তিনি বলেন, আমার সামনে আমার নাম বাদ দিয়ে নিজের নাম ভরে দিলি । শুনে রতন হাতজোড় করে বলেন, সরকার মশাই আপনি এত বড় মাপের মানুষ তাই আপনার সামনে আপনার নাম উচ্চারণ করলাম না । তাই আমার নামটাই ভরে দিলাম । দিদিমণির অবস্থা হচ্ছে তাই । মোদিজি অত বড় মাপের তো, বিশ্বপ্রিয় মানুষ, তাই উনি যত প্রকল্প পাঠান সেই নাম বলতে দিদিমণির লজ্জা লাগে । তাই নিজের নাম বসিয়ে দেন । তাই তো বলছি রতন কানহাও যা, এই রাজ্যের মুখ্যমন্ত্রীও তাই ।"

আরও পড়ুন:

  1. লোকসভায় তৃণমূলের অস্ত্র বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার, শুভেচ্ছাপত্র নিয়ে দুয়ারে পৌঁছবে শাসকদল
  2. মমতার পাড়ায় প্রচারে বাধা সায়রা শাহ হালিমকে ! পুলিশের বিরুদ্ধে কমিশনে সিপিএম
  3. দিলীপের প্রার্থী পদ বাতিলের দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল
Last Updated : Mar 29, 2024, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.