কাটোয়া, 7 এপ্রিল: সন্দেশখালির পর ভূপতিনগর নিয়ে উত্তাল রাজ্য। বছর দু'য়েক আগের এই বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে শনিবার মারমুখী তৃণমূল কর্মী-সমর্থকদের মুখে পড়েন এনআইএ আধিকারিকরা ৷ যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। আর নির্বাচনী প্রচারের মধ্যে ভূপতিনগর ইস্যু নিয়ে কবিগানের মাধ্যমেই প্রচার করলেন বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার।
প্রচার পর্বের প্রথম থেকেই কবিগানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন অসীম সরকার। এর আগেও তিনি অভিযোগ তুলে শাসকদলকে 'চোরের দল' বলে মন্তব্য করতে গিয়ে বলেছেন, "চোর ধরার অধিকার তো সব সময় আছে। আজ নির্বাচন ঘোষণা হয়েছে বলে এই কথা উঠছে ৷ অথচ আদালতের নির্দেশ চোরগুলোকে ধরতে হবে। সেই কাজ করছে ইডি-সিবিআই। আমার নামে যদি অভিযোগ থাকত ইডি-সিবিআই সেই কাজ করত। আমরা তো আগে থেকেই বলে এসেছি চোর ধরো জেল ভরো ।"
পাশাপাশি সিএএ নিয়ে গান বেঁধেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি। এবার কবিগানে যোগ হল ভূপতিনগর ৷ গানের মাধ্যমে তিনি তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেন, "এনআইএ ভূপতিনগরে তদন্ত করতে গেলে সেখানে দিদির দুধেল গাভীরা ইট বৃষ্টি শুরু করে। তারা বাংলাকে পাকিস্তান বানিয়ে দিয়েছে। শুধু তাই নয় সবাই মিলে তারা একজোট বেঁধে নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে । কিন্তু চোর ডাকাত আর সন্ত্রাসীদের কেউ দেবে না ভোট ।
তাঁর গানের লাইনে ছিল...
"গেল এনআইএ তদন্ত করতে ভূপতিনগরে, পুলিশকে জানাইয়া তারা গেল ভোরে ভোরে
দিদিমণির দুধেল গাভি ইটের বৃষ্টি করে ।
তৃণমূলের সংস্কৃতি দুর্নীতি আর চুরি, তার তদন্ত করতে গেলে দিদির জ্বলন ভারী
হায় হায় দিদির জ্বলন ভারী ।
এরা বাংলাকে পাকিস্তান করে দিয়েছে শেষ করে, দিদিমণির দুধেল গাভী ইটের বৃষ্টি করে ।
তাই ভোটে সবাই মিলে ভেবেছে একজোট, চোর ডাকাত আর সন্ত্রাসীদের কেউ দেবে না ভোট
হায় হায় কেউ দেবে না ভোট ।
করল বাংলাটাকে উলোটপালোট, শ্মশান দিল ওরে
দিদিমণির দুধেল গাভী ইটের বৃষ্টি করে ।
গেল এনআইএ তদন্ত করতে ভূপতিনগরে ...৷"
আরও পড়ুন :