ETV Bharat / politics

বিহারে নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের নেতৃত্বে নীতীশ - মন্ত্রিসভার বৈঠক

Nitish Kumar: বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যাওয়ার একদিন পর সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সভাপতিত্বে হল প্রথম মন্ত্রিসভার বৈঠক ৷ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 12:38 PM IST

পটনা, 29 জানুয়ারি: বিজেপির সঙ্গে ফের গাঁটছড়া বেঁধে সরকার গড়ার পর আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ তাঁর নেতৃত্বে আজ বেলা সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে বৈঠক ৷ সেই বৈঠকে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা-সহ আরও আটজন মন্ত্রী উপস্থিত রয়েছেন । অ্যাডভোকেট জেনারেলের মনোনয়ন, বিহার বিধানসভা অধিবেশনের সম্ভাব্য তারিখ এবং অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আজকের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হবে ।

উল্লেখ্য, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার রবিবার রাজভবনে নীতীশ কুমারকে নবম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান । তাঁর সঙ্গে বিজেপির সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন । জেডিইউ থেকে মন্ত্রী হয়েছেন বিজয় কুমার চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ যাদব এবং শ্রবণ কুমার । এছাড়াও, জিতন রাম মাঝির ছেলে এবং হ্যাম নেতা সন্তোষ কুমার সুমন মন্ত্রিসভায় ফিরেছেন ৷ এছাড়াও নির্দল বিধায়ক সুমিত কুমার সিংও মন্ত্রী হয়েছেন ৷ তবে পোর্টফোলিয়োগুলি এখনও বণ্টন করা হয়নি ।

রবিবার নীতীশ কুমার শপথ গ্রহণের পর বলেছিলেন যে, তিনি শীঘ্রই মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন । বিধানসভার অধিবেশন 5 ফেব্রুয়ারি শুরু হয়ে 29 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে । এ দিকে, 6 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে ।

রবিবারই আরজেডি ও কংগ্রেসের সঙ্গে মহাগঠবন্ধনের সরকার ভেঙে দিয়ে সেই সরকারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার ৷ রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেওয়ার পাশাপাশি তিনি এনডিএ জোটের হাত ধরে নয়া সরকার গঠনের দাবি জানান ৷ একইসঙ্গে তিনি জাতীয় স্তরের বিরোধীদের জোট ইন্ডিয়ার সঙ্গও ছাড়েন ৷ আবারও নীতীশের এই ডিগবাজির তীব্র সমালোচনা করেছে বিরোধীরা ৷

আরও পড়ুন:

  1. বিহারের উন্নয়নে কোনও খামতি রাখবে না এনডিএ, নীতীশের শপথের পর বার্তা প্রধানমন্ত্রীর
  2. 'আবর্জনা ডাস্টবিনেই যায়', নীতীশকে কড়া আক্রমণ লালু-কন্যার
  3. রাজনৈতিক সুবিধাবাদ ! নীতীশের ডিগবাজিকে তীব্র কটাক্ষ দিলীপের

পটনা, 29 জানুয়ারি: বিজেপির সঙ্গে ফের গাঁটছড়া বেঁধে সরকার গড়ার পর আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ তাঁর নেতৃত্বে আজ বেলা সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে বৈঠক ৷ সেই বৈঠকে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা-সহ আরও আটজন মন্ত্রী উপস্থিত রয়েছেন । অ্যাডভোকেট জেনারেলের মনোনয়ন, বিহার বিধানসভা অধিবেশনের সম্ভাব্য তারিখ এবং অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আজকের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হবে ।

উল্লেখ্য, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার রবিবার রাজভবনে নীতীশ কুমারকে নবম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান । তাঁর সঙ্গে বিজেপির সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন । জেডিইউ থেকে মন্ত্রী হয়েছেন বিজয় কুমার চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ যাদব এবং শ্রবণ কুমার । এছাড়াও, জিতন রাম মাঝির ছেলে এবং হ্যাম নেতা সন্তোষ কুমার সুমন মন্ত্রিসভায় ফিরেছেন ৷ এছাড়াও নির্দল বিধায়ক সুমিত কুমার সিংও মন্ত্রী হয়েছেন ৷ তবে পোর্টফোলিয়োগুলি এখনও বণ্টন করা হয়নি ।

রবিবার নীতীশ কুমার শপথ গ্রহণের পর বলেছিলেন যে, তিনি শীঘ্রই মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন । বিধানসভার অধিবেশন 5 ফেব্রুয়ারি শুরু হয়ে 29 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে । এ দিকে, 6 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে ।

রবিবারই আরজেডি ও কংগ্রেসের সঙ্গে মহাগঠবন্ধনের সরকার ভেঙে দিয়ে সেই সরকারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার ৷ রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেওয়ার পাশাপাশি তিনি এনডিএ জোটের হাত ধরে নয়া সরকার গঠনের দাবি জানান ৷ একইসঙ্গে তিনি জাতীয় স্তরের বিরোধীদের জোট ইন্ডিয়ার সঙ্গও ছাড়েন ৷ আবারও নীতীশের এই ডিগবাজির তীব্র সমালোচনা করেছে বিরোধীরা ৷

আরও পড়ুন:

  1. বিহারের উন্নয়নে কোনও খামতি রাখবে না এনডিএ, নীতীশের শপথের পর বার্তা প্রধানমন্ত্রীর
  2. 'আবর্জনা ডাস্টবিনেই যায়', নীতীশকে কড়া আক্রমণ লালু-কন্যার
  3. রাজনৈতিক সুবিধাবাদ ! নীতীশের ডিগবাজিকে তীব্র কটাক্ষ দিলীপের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.