ETV Bharat / politics

আবগারি দুর্নীতি নিয়ে ইডি-কেন্দ্রকে নিশানা কেজরি-পত্নী সুনীতার - Delhi Excise Police Case

Delhi Excise Police Case: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল ৷ তাঁর দাবি, ইডি মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে অরবিন্দকে ৷ আগামী 28 মার্চ আদালতে সবকিছু প্রকাশ করবেন কেজরিওয়াল ৷

Sunita Kejriwal
Sunita Kejriwal
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 3:03 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ: দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল বুধবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তাঁর অভিযোগ, তাঁর স্বামী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মিথ্যা অভিযোগে জড়িয়েছে ৷ আগামী 28 মার্চ যখন কেজরিওয়ালকে আদালতে পেশ করা হবে, সেই সময়, তিনি এই বিষয়ে সব নিজের বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন সুনীতা কেজরিওয়াল ৷ তিনি বলেন, "অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে তিনি 28 মার্চ আদালতে সবকিছু প্রকাশ করবেন । তিনি আবগারি কেলেঙ্কারির অর্থ কোথায় আছে, তা তিনি প্রমাণ-সহ প্রকাশ করবেন ৷"

এ দিন একটি প্রেস ব্রিফিংয়ের সময় তিনি এই অভিযোগ করেন ৷ তাঁর আরও দাবি ইডি গত দুই বছর ধরে আবগারি কেলেঙ্কারিতে অভিযান চালাচ্ছে ৷ কিন্তু এখনও কিছুই খুঁজে পায়নি । তিনি বলেন, "এই তথাকথিত আবগারি কেলেঙ্কারিতে ইডি গত দুই বছর ধরে অভিযান চালাচ্ছে । তারা মণীশ সিসোদিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে ৷ সঞ্জয় সিং ও সত্যেন্দ্র জৈনের বাড়িতেও অভিযান চালানো হয়েছে । সম্প্রতি, ইডি আমাদের বাসভবনে তল্লাশি চালায় এবং পাওয়া যায় মাত্র 73 হাজার টাকা ।"

তিনি আরও বলেন, "দুই দিন আগে আমার স্বামী হেফাজতে থাকা অবস্থায় দিল্লির জল ও নর্দমার সমস্যা সম্পর্কে জলমন্ত্রী অতিশীকে নির্দেশ দিয়েছিলেন ৷ তিনি এই কাজটি করেছেন, তার কারণ তিনি দিল্লির জনগণের জন্য উদ্বিগ্ন ৷ কেন্দ্র তাকে নিয়ে সমস্যায় পড়েছিল ৷ তাই তারা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে । তারা কি দিল্লিকে ধ্বংস করতে চায় ? তারা কি জনগণকে কষ্ট দিতে চায় ? অরবিন্দ কেজরিওয়াল এতে খুব ব্যথিত ।" সুনীতা কেজরিওয়ালের আরও দাবি, কেজরিওয়াল দৃঢ় সংকল্পের একজন সাহসী ও প্রকৃত ব্যক্তি ।

উল্লেখ্য, আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গত 21 মার্চ আবগারি নীতি-সংযুক্ত অর্থ তছরুপ মামলায় গ্রেফতার করা হয় ৷ পরবর্তীতে 28 মার্চ পর্যন্ত সংস্থার হেফাজতে পাঠানো হয়েছিল ।

আরও পড়ুন:

  1. অবিলম্বে মুক্তি চেয়ে দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের আবেদনের শুনানি বুধবার
  2. কেজরির গ্রেফতারির প্রতিবাদ, 31 মার্চ দিল্লিতে মহামিছিল 'ইন্ডিয়া' জোটের
  3. 'দিল্লিতে জলের সমস্যা, আমি উদ্বিগ্ন', ইডি হেফাজতে প্রথম নির্দেশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

নয়াদিল্লি, 27 মার্চ: দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল বুধবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তাঁর অভিযোগ, তাঁর স্বামী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মিথ্যা অভিযোগে জড়িয়েছে ৷ আগামী 28 মার্চ যখন কেজরিওয়ালকে আদালতে পেশ করা হবে, সেই সময়, তিনি এই বিষয়ে সব নিজের বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন সুনীতা কেজরিওয়াল ৷ তিনি বলেন, "অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে তিনি 28 মার্চ আদালতে সবকিছু প্রকাশ করবেন । তিনি আবগারি কেলেঙ্কারির অর্থ কোথায় আছে, তা তিনি প্রমাণ-সহ প্রকাশ করবেন ৷"

এ দিন একটি প্রেস ব্রিফিংয়ের সময় তিনি এই অভিযোগ করেন ৷ তাঁর আরও দাবি ইডি গত দুই বছর ধরে আবগারি কেলেঙ্কারিতে অভিযান চালাচ্ছে ৷ কিন্তু এখনও কিছুই খুঁজে পায়নি । তিনি বলেন, "এই তথাকথিত আবগারি কেলেঙ্কারিতে ইডি গত দুই বছর ধরে অভিযান চালাচ্ছে । তারা মণীশ সিসোদিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে ৷ সঞ্জয় সিং ও সত্যেন্দ্র জৈনের বাড়িতেও অভিযান চালানো হয়েছে । সম্প্রতি, ইডি আমাদের বাসভবনে তল্লাশি চালায় এবং পাওয়া যায় মাত্র 73 হাজার টাকা ।"

তিনি আরও বলেন, "দুই দিন আগে আমার স্বামী হেফাজতে থাকা অবস্থায় দিল্লির জল ও নর্দমার সমস্যা সম্পর্কে জলমন্ত্রী অতিশীকে নির্দেশ দিয়েছিলেন ৷ তিনি এই কাজটি করেছেন, তার কারণ তিনি দিল্লির জনগণের জন্য উদ্বিগ্ন ৷ কেন্দ্র তাকে নিয়ে সমস্যায় পড়েছিল ৷ তাই তারা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে । তারা কি দিল্লিকে ধ্বংস করতে চায় ? তারা কি জনগণকে কষ্ট দিতে চায় ? অরবিন্দ কেজরিওয়াল এতে খুব ব্যথিত ।" সুনীতা কেজরিওয়ালের আরও দাবি, কেজরিওয়াল দৃঢ় সংকল্পের একজন সাহসী ও প্রকৃত ব্যক্তি ।

উল্লেখ্য, আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গত 21 মার্চ আবগারি নীতি-সংযুক্ত অর্থ তছরুপ মামলায় গ্রেফতার করা হয় ৷ পরবর্তীতে 28 মার্চ পর্যন্ত সংস্থার হেফাজতে পাঠানো হয়েছিল ।

আরও পড়ুন:

  1. অবিলম্বে মুক্তি চেয়ে দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের আবেদনের শুনানি বুধবার
  2. কেজরির গ্রেফতারির প্রতিবাদ, 31 মার্চ দিল্লিতে মহামিছিল 'ইন্ডিয়া' জোটের
  3. 'দিল্লিতে জলের সমস্যা, আমি উদ্বিগ্ন', ইডি হেফাজতে প্রথম নির্দেশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.