ETV Bharat / politics

দেড় লক্ষ ভোটে জিতবেন ব্যারাকপুরে, দাবি অর্জুন সিংয়ের - Arjun Singh - ARJUN SINGH

Arjun Singh: ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং ৷ সোমবার ওই কেন্দ্রে ভোট ছিল ৷ ভোট মিটতেই তিনি দাবি করলেন যে এবার তিনি প্রায় দেড় লক্ষ ভোটে জিতবেন ৷

Arjun Singh
অর্জুন সিং (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 8:34 PM IST

ব্যারাকপুর, 20 মে: প্রায় দেড় লক্ষ ভোটে ব্যারাকপুরে জয়ী হবেন বলে সোমবার দাবি করলেন অর্জুন সিং ৷ এ দিন ব্যারাকপুর লোকসভা আসনে ভোটগ্রহণ ছিল ৷ সেই ভোটগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী ৷

এ দিন তিনি নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য ধন্যবাদ জানান ৷ নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয় বাহিনী, সকলকেই ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ তাঁর আশা, ব্যারাকপুরের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই আশীর্বাদ করেছেন ৷ আগামী 4 জুন নির্বাচনের ফল প্রকাশের পর বিষয়টি স্পষ্ট হবে বলে অর্জুন সিং জানান ৷

একই সঙ্গে তাঁর বক্তব্য, এবার তাঁর জয়ের ব্যবধান দেড় লক্ষের কাছাকাছি যাবে ৷ তাঁর আরও দাবি, আমডাঙায় যখন জিতছেন, তখন আর কিছু নিয়ে তিনি ভাবতে চান না ৷

যদিও এ দিন দিনভর অর্জুনকে ঘিরে নানা গোলমাল হয়েছে ৷ বীজপুরে একটি বুথ জ্যাম করার অভিযোগ ওঠে ৷ সেখানে পৌঁছান অর্জুন সিং ৷ তাঁর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় ৷ টিটাগড়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অর্জুন সিং ৷ বুথ দখল ও ছাপ্পার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান তিনি ৷ সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা ৷ এমনকি কালো পতাকাও দেখানো হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷

এই নিয়ে অর্জুন সিংয়ের বক্তব্য, তাঁকে গো ব্যাক স্লোগান দিয়ে তৃণমূলের কোনও লাভ হয়নি ৷ আজ এর উত্তর দেওয়ার দিন ছিল না ৷ তাই তিনি কিছু বলেননি ৷

উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচনের কিছু আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং ৷ তার পর বিজেপির প্রার্থী হয়ে তিনি জয়ী হন ৷ 2022 সালে তিনি তৃণমূলে ফেরেন ৷ মাস কয়েক আগে তিনি আবার বিজেপিতে যোগদান করেন ৷ তাঁকেই ফের প্রার্থী করে বিজেপি ৷ এখন দেখার তিনি 2019 সালের জয় এবারও ধরে রাখতে পারেন কি না !

আরও পড়ুন:

  1. মোটের উপর শান্তিপূর্ণ, দিল্লি দৌড়ের ভাগ্য নির্ধারণে অপেক্ষা 14 দিনের; সমাপ্ত পঞ্চম দফা
  2. স্বরূপনগরে বিজেপিকে ভোট দেওয়ায় হামলার হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনাস্থলে শান্তনু ঠাকুর
  3. রাজ্যের 7 আসনে পঞ্চম দফার নির্বাচন ! ভোট দিলেন দীপ্সিতা, প্রসূন, দেবাংশু

ব্যারাকপুর, 20 মে: প্রায় দেড় লক্ষ ভোটে ব্যারাকপুরে জয়ী হবেন বলে সোমবার দাবি করলেন অর্জুন সিং ৷ এ দিন ব্যারাকপুর লোকসভা আসনে ভোটগ্রহণ ছিল ৷ সেই ভোটগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী ৷

এ দিন তিনি নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য ধন্যবাদ জানান ৷ নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয় বাহিনী, সকলকেই ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ তাঁর আশা, ব্যারাকপুরের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই আশীর্বাদ করেছেন ৷ আগামী 4 জুন নির্বাচনের ফল প্রকাশের পর বিষয়টি স্পষ্ট হবে বলে অর্জুন সিং জানান ৷

একই সঙ্গে তাঁর বক্তব্য, এবার তাঁর জয়ের ব্যবধান দেড় লক্ষের কাছাকাছি যাবে ৷ তাঁর আরও দাবি, আমডাঙায় যখন জিতছেন, তখন আর কিছু নিয়ে তিনি ভাবতে চান না ৷

যদিও এ দিন দিনভর অর্জুনকে ঘিরে নানা গোলমাল হয়েছে ৷ বীজপুরে একটি বুথ জ্যাম করার অভিযোগ ওঠে ৷ সেখানে পৌঁছান অর্জুন সিং ৷ তাঁর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় ৷ টিটাগড়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অর্জুন সিং ৷ বুথ দখল ও ছাপ্পার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান তিনি ৷ সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা ৷ এমনকি কালো পতাকাও দেখানো হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷

এই নিয়ে অর্জুন সিংয়ের বক্তব্য, তাঁকে গো ব্যাক স্লোগান দিয়ে তৃণমূলের কোনও লাভ হয়নি ৷ আজ এর উত্তর দেওয়ার দিন ছিল না ৷ তাই তিনি কিছু বলেননি ৷

উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচনের কিছু আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং ৷ তার পর বিজেপির প্রার্থী হয়ে তিনি জয়ী হন ৷ 2022 সালে তিনি তৃণমূলে ফেরেন ৷ মাস কয়েক আগে তিনি আবার বিজেপিতে যোগদান করেন ৷ তাঁকেই ফের প্রার্থী করে বিজেপি ৷ এখন দেখার তিনি 2019 সালের জয় এবারও ধরে রাখতে পারেন কি না !

আরও পড়ুন:

  1. মোটের উপর শান্তিপূর্ণ, দিল্লি দৌড়ের ভাগ্য নির্ধারণে অপেক্ষা 14 দিনের; সমাপ্ত পঞ্চম দফা
  2. স্বরূপনগরে বিজেপিকে ভোট দেওয়ায় হামলার হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনাস্থলে শান্তনু ঠাকুর
  3. রাজ্যের 7 আসনে পঞ্চম দফার নির্বাচন ! ভোট দিলেন দীপ্সিতা, প্রসূন, দেবাংশু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.