ETV Bharat / politics

দুর্নীতি রোধে সরকার গঠনের ডাক শাহের, পালটা কুণাল বললেন; 'তৃণমূলের পক্ষেই মানুষ' - LOK SABHA ELECTION 2024

Amit Shah: রাজ্যে দুর্নীতি রোধ করতে সরকার গঠনের ডাক অমিত শাহের ৷ পালটা শাহকে নিশানা করে তৃণমূলের পক্ষে মানুষের ভোট দেওয়ার কারণ তুলে ধরলেন কুণাল ঘোষ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 12:51 PM IST

কলকাতা, 19 এপ্রিল: প্রথম দফার লোকসভা ভোটের শুরুতেই টুইট করে দুর্নীতি রোধে সরকার গঠনের জন্য ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ যা নিয়ে পালটা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ 'দুর্নীতিতে সেরা বিজেপি' এমনই মন্তব্য করেছেন কুণাল ৷

এদিন প্রথমে বাংলায় টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপরই বাংলায় টুইট করেন অমিত শাহও ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, "পশ্চিমবঙ্গে আজ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হচ্ছে। আমি জনগণের কাছে এমন একটি সরকার গঠনের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন করছি, যারা একেবারে নিম্ন স্তরে দারিদ্র্য বিমোচন প্রকল্পগুলিকে নিশ্চিত করবে, অনুপ্রবেশ ও দুর্নীতি রোধ করবে এবং মহিলাদের জন্য ন্যায়বিচার ও নিরাপত্তা দেবে।"

এরপরই পালটা অমিত শাহকে নিশানা করে তৃণমূলের পক্ষে মানুষের ভোট দেওয়ার পিছনে কার্যত তালিকা তুলে ধরেন কুণাল ঘোষ ৷ সেখানে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, "বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছেন। কারণ, দারিদ্র বিমোচন প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি সেরা। কেন্দ্র বকেয়া টাকা দেয় না।" সেইসঙ্গে, অমিত শাহকে আক্রমণ করে কুণাল লেখেন, "অনুপ্রবেশ আটকানো অমিত শাহের দফতর ও বিএসএফের কাজ। দুর্নীতিতে সেরা বিজেপি। শুভেন্দু অধিকারী-সহ সারা দেশের যাদের বিজেপি চোর বলে তদন্ত চেয়েছিল, পরে তাদের দলে নিয়ে নেতা করেছে।"

রাজ্যে প্রচারে এসে সন্দেশখালি ইস্যুতে রাজ্যে নারী নির্যাতনের কথা বারবার শোনা গিয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহদের গলায় ৷ এদিন কুণাল লিখেছেন, "মা-বোনেদের সম্মান দেয় তৃণমূল। উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাতের বিলকিস, মণিপুর তো বিজেপির ইতিহাস। অমিতজি, আপনি ব্রিজভূষণের পাশে থাকেন, দেশের সোনার মেয়েদের বিচার দেন না। এসবের জন্যেই বিজেপিকে ভোট নয়।"

আরও পড়ুন:

  1. শুরু লোকসভা ভোট, দেশবাসীকে রেকর্ড ভোটদানের আহ্বান প্রধানমন্ত্রীর
  2. 'দেশের নির্বাচনের মহানুভবতা প্রমাণ করতে হবে', রেকর্ড ভোটদানের আবেদন রাজীব কুমারের

কলকাতা, 19 এপ্রিল: প্রথম দফার লোকসভা ভোটের শুরুতেই টুইট করে দুর্নীতি রোধে সরকার গঠনের জন্য ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ যা নিয়ে পালটা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ 'দুর্নীতিতে সেরা বিজেপি' এমনই মন্তব্য করেছেন কুণাল ৷

এদিন প্রথমে বাংলায় টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপরই বাংলায় টুইট করেন অমিত শাহও ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, "পশ্চিমবঙ্গে আজ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হচ্ছে। আমি জনগণের কাছে এমন একটি সরকার গঠনের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন করছি, যারা একেবারে নিম্ন স্তরে দারিদ্র্য বিমোচন প্রকল্পগুলিকে নিশ্চিত করবে, অনুপ্রবেশ ও দুর্নীতি রোধ করবে এবং মহিলাদের জন্য ন্যায়বিচার ও নিরাপত্তা দেবে।"

এরপরই পালটা অমিত শাহকে নিশানা করে তৃণমূলের পক্ষে মানুষের ভোট দেওয়ার পিছনে কার্যত তালিকা তুলে ধরেন কুণাল ঘোষ ৷ সেখানে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, "বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছেন। কারণ, দারিদ্র বিমোচন প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি সেরা। কেন্দ্র বকেয়া টাকা দেয় না।" সেইসঙ্গে, অমিত শাহকে আক্রমণ করে কুণাল লেখেন, "অনুপ্রবেশ আটকানো অমিত শাহের দফতর ও বিএসএফের কাজ। দুর্নীতিতে সেরা বিজেপি। শুভেন্দু অধিকারী-সহ সারা দেশের যাদের বিজেপি চোর বলে তদন্ত চেয়েছিল, পরে তাদের দলে নিয়ে নেতা করেছে।"

রাজ্যে প্রচারে এসে সন্দেশখালি ইস্যুতে রাজ্যে নারী নির্যাতনের কথা বারবার শোনা গিয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহদের গলায় ৷ এদিন কুণাল লিখেছেন, "মা-বোনেদের সম্মান দেয় তৃণমূল। উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাতের বিলকিস, মণিপুর তো বিজেপির ইতিহাস। অমিতজি, আপনি ব্রিজভূষণের পাশে থাকেন, দেশের সোনার মেয়েদের বিচার দেন না। এসবের জন্যেই বিজেপিকে ভোট নয়।"

আরও পড়ুন:

  1. শুরু লোকসভা ভোট, দেশবাসীকে রেকর্ড ভোটদানের আহ্বান প্রধানমন্ত্রীর
  2. 'দেশের নির্বাচনের মহানুভবতা প্রমাণ করতে হবে', রেকর্ড ভোটদানের আবেদন রাজীব কুমারের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.