ETV Bharat / politics

বাংলার পুলিশ অন্ধ, রাহুলের গাড়ির কাচ ভাঙায় প্রশাসনকেই দায়ী করলেন অধীর

Adhir Ranjan Chowdhury: বুধবার বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ মালদার হরিশ্চন্দ্রপুরে রাহুলের কনভয় পৌঁছতেই গাড়িতে ঢিল ছোড়া হয় ৷ ভেঙে যায় গাড়ির পিছনের কাচ ৷ এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 3:40 PM IST

Updated : Jan 31, 2024, 4:42 PM IST

রাহুলের গাড়ির কাচ ভাঙায় প্রশাসনকেই দায়ী করলেন অধীর

মালদা, 31 জানুয়ারি: ঢিল মেরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির গাড়ির কাচ ভেঙে দেওয়ার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ তাঁর অভিযোগ, রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে যাতে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া হয়, সেটাই তৈরি করতে চাইছে প্রশাসন ও সরকার ৷

বুধবার অধীর চৌধুরী বলেন, “বিহারে কোনও সমস্যা হয়নি ৷ কিন্তু এখানে রাহুল গান্ধির সঙ্গে পদে পদে অসহযোগিতা করা হচ্ছে ৷ অথচ মুখ্যমন্ত্রীর পদযাত্রা কিংবা বক্তব্য রাখায় কোনও অসুবিধে নেই ৷ এখানে পুলিশেরও দেখা নেই ৷ আসলে প্রশাসন আর সরকার চাইছে, এমন কিছু হোক যাতে রাহুল গান্ধির যাত্রা নিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয় ৷ রাহুল গান্ধির মতো ব্যক্তিত্ব থাকলে মানুষের ভিড় হবেই ৷ কিন্তু এখানে পুলিশ মুখ্যমন্ত্রীকে নিয়েই ব্যস্ত ৷ এসব নিয়ে পুলিশকে অভিযোগ জানিয়ে কোনও কাজ নেই ৷ এখানকার পুলিশ অন্ধ৷ এরা সব দেখেও কিছু দেখে না ৷”

Rahul Gandhi Car
রাহুল গান্ধির এই গাড়িতেই হামলা হয়৷

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে কোচবিহারে প্রবেশ করেছিলেন রাহুল গান্ধি ৷ সেদিন কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে একটি অরাজনৈতিক সংগঠন ৷ ফলে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধির নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল ৷ এরপরেই দলীয় নেতার নিরাপত্তার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এর পরবর্তী সময়ে রাহুলের কর্মসূচিতে যথেষ্ট ভালো পুলিশি নিরাপত্তা লক্ষ্য করা গিয়েছে ৷ জলপাইগুড়ি, শিলিগুড়িতে নির্বিঘ্নেই হয়েছে তাঁর ভারতজোড়ো ন্যায় যাত্রা ৷ তাল ফের কাটল মালদায় ৷

বুধবার বিহারের কাটিহার থেকে হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করে রাহুলের যাত্রা ৷ সকাল থেকেই তাঁকে একবার দেখতে রাস্তার দু’ধারে ছিল মানুষের ভিড় ছিল ৷ তবে তিনি কোনও বক্তব্য না রাখায় হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস কর্মীদের মধ্যে হতাশা দেখা দেয় ৷ প্রবল ভিড় ঠেলে রাহুলের গাড়ি দিল্লি দেওয়ানগঞ্জ এলাকায় যেতেই ভিড়ের মধ্যে থেকে ঢিল উড়ে আসে ৷ ভেঙে যায় রাহুলের ছোট গাড়ির পিছনের কাচ ৷ তখন সেই গাড়িতেই ছিলেন তিনি ৷ এই নিয়ে আলোড়ন পড়ে যায় গোটা এলাকায় ৷ ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব গোটা ঘটনার দায় প্রশাসনের কাঁধে চাপিয়েছে ৷ তাঁদের নিশানায় রয়েছে তৃণমূলও ৷

Adhir Ranjan Chowdhury
কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় অধীররঞ্জন চৌধুরী

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, “রাহুলজির ন্যায় যাত্রা নিয়ে প্রথম থেকেই অসহযোগিতা করছে মালদা জেলা প্রশাসন ৷ আমরা ভালুকায় সেচ দফতরের বাংলোয় তাঁর মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করার কথা ভেবেছিলাম ৷ কিন্তু একজন সর্বভারতীয় নেতাকে সেই বাংলো ব্যবহারের অনুমতি দেয়নি প্রশাসন ৷ অনেক খুঁজে শেষ পর্যন্ত দেবীপুর লাইব্রেরি মাঠে তাঁর লাঞ্চের ব্যবস্থা করেছি ৷ রাহুলজির ন্যায় যাত্রা উপলক্ষ্যে এখানে অনেক পতাকা, ব্যানার, ফ্লেক্স লাগানো হয়েছিল ৷ তার উপর পালটা ছবি লাগানো হয়েছে ৷ এসব শুধু অসহযোগিতা নয়, বিরোধিতা ও সংকীর্ণতাও বটে ৷’’

Adhir Ranjan Chowdhury
কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় অধীররঞ্জন চৌধুরী

তিনি আরও বলেন, ‘‘আজ রাহুলজির গাড়ির কাচ ভেঙেছে ৷ এই বাংলার সংস্কৃতি অতিথি দেব ভব ৷ শত্রুতা থাকলেও আমরা অতিথিদের অবজ্ঞা করি না ৷ সেখানে রাহুল গান্ধিকে কোচবিহার থেকে প্রতিপদে অপমান করা হচ্ছে ৷ তাঁকে বাধা দেওয়া হচ্ছে, বক্তব্য রাখতে দেওয়াও হচ্ছে না ৷ আজ ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম ৷ কেউ পিছন থেকে ঢিল ছুড়ে রাহুলজির গাড়ির কাচ ভেঙেছে ৷ এসব পুলিশ বলতে পারবে ৷ প্রশাসন এই ঘটনার দায় এড়াতে পারে না ৷ তবে প্রশাসনও তো কারও নির্দেশে পরিচালিত হয় !”

আরও পড়ুন:

  1. মালদায় ভাঙল রাহুলের গাড়ির কাচ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
  2. বাতিল জনসংযোগ বার্তা, রাহুলের কথা শুনতে না পেয়ে ক্ষুব্ধ হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস কর্মীরা
  3. অধীরের জন্যই রাহুলের ন্যায় যাত্রায় বাধা সৃষ্টি, তৃণমূল বললেই সরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বহরমপুরের সাংসদের

রাহুলের গাড়ির কাচ ভাঙায় প্রশাসনকেই দায়ী করলেন অধীর

মালদা, 31 জানুয়ারি: ঢিল মেরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির গাড়ির কাচ ভেঙে দেওয়ার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ তাঁর অভিযোগ, রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে যাতে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া হয়, সেটাই তৈরি করতে চাইছে প্রশাসন ও সরকার ৷

বুধবার অধীর চৌধুরী বলেন, “বিহারে কোনও সমস্যা হয়নি ৷ কিন্তু এখানে রাহুল গান্ধির সঙ্গে পদে পদে অসহযোগিতা করা হচ্ছে ৷ অথচ মুখ্যমন্ত্রীর পদযাত্রা কিংবা বক্তব্য রাখায় কোনও অসুবিধে নেই ৷ এখানে পুলিশেরও দেখা নেই ৷ আসলে প্রশাসন আর সরকার চাইছে, এমন কিছু হোক যাতে রাহুল গান্ধির যাত্রা নিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয় ৷ রাহুল গান্ধির মতো ব্যক্তিত্ব থাকলে মানুষের ভিড় হবেই ৷ কিন্তু এখানে পুলিশ মুখ্যমন্ত্রীকে নিয়েই ব্যস্ত ৷ এসব নিয়ে পুলিশকে অভিযোগ জানিয়ে কোনও কাজ নেই ৷ এখানকার পুলিশ অন্ধ৷ এরা সব দেখেও কিছু দেখে না ৷”

Rahul Gandhi Car
রাহুল গান্ধির এই গাড়িতেই হামলা হয়৷

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে কোচবিহারে প্রবেশ করেছিলেন রাহুল গান্ধি ৷ সেদিন কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে একটি অরাজনৈতিক সংগঠন ৷ ফলে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধির নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল ৷ এরপরেই দলীয় নেতার নিরাপত্তার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এর পরবর্তী সময়ে রাহুলের কর্মসূচিতে যথেষ্ট ভালো পুলিশি নিরাপত্তা লক্ষ্য করা গিয়েছে ৷ জলপাইগুড়ি, শিলিগুড়িতে নির্বিঘ্নেই হয়েছে তাঁর ভারতজোড়ো ন্যায় যাত্রা ৷ তাল ফের কাটল মালদায় ৷

বুধবার বিহারের কাটিহার থেকে হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করে রাহুলের যাত্রা ৷ সকাল থেকেই তাঁকে একবার দেখতে রাস্তার দু’ধারে ছিল মানুষের ভিড় ছিল ৷ তবে তিনি কোনও বক্তব্য না রাখায় হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস কর্মীদের মধ্যে হতাশা দেখা দেয় ৷ প্রবল ভিড় ঠেলে রাহুলের গাড়ি দিল্লি দেওয়ানগঞ্জ এলাকায় যেতেই ভিড়ের মধ্যে থেকে ঢিল উড়ে আসে ৷ ভেঙে যায় রাহুলের ছোট গাড়ির পিছনের কাচ ৷ তখন সেই গাড়িতেই ছিলেন তিনি ৷ এই নিয়ে আলোড়ন পড়ে যায় গোটা এলাকায় ৷ ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব গোটা ঘটনার দায় প্রশাসনের কাঁধে চাপিয়েছে ৷ তাঁদের নিশানায় রয়েছে তৃণমূলও ৷

Adhir Ranjan Chowdhury
কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় অধীররঞ্জন চৌধুরী

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, “রাহুলজির ন্যায় যাত্রা নিয়ে প্রথম থেকেই অসহযোগিতা করছে মালদা জেলা প্রশাসন ৷ আমরা ভালুকায় সেচ দফতরের বাংলোয় তাঁর মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করার কথা ভেবেছিলাম ৷ কিন্তু একজন সর্বভারতীয় নেতাকে সেই বাংলো ব্যবহারের অনুমতি দেয়নি প্রশাসন ৷ অনেক খুঁজে শেষ পর্যন্ত দেবীপুর লাইব্রেরি মাঠে তাঁর লাঞ্চের ব্যবস্থা করেছি ৷ রাহুলজির ন্যায় যাত্রা উপলক্ষ্যে এখানে অনেক পতাকা, ব্যানার, ফ্লেক্স লাগানো হয়েছিল ৷ তার উপর পালটা ছবি লাগানো হয়েছে ৷ এসব শুধু অসহযোগিতা নয়, বিরোধিতা ও সংকীর্ণতাও বটে ৷’’

Adhir Ranjan Chowdhury
কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় অধীররঞ্জন চৌধুরী

তিনি আরও বলেন, ‘‘আজ রাহুলজির গাড়ির কাচ ভেঙেছে ৷ এই বাংলার সংস্কৃতি অতিথি দেব ভব ৷ শত্রুতা থাকলেও আমরা অতিথিদের অবজ্ঞা করি না ৷ সেখানে রাহুল গান্ধিকে কোচবিহার থেকে প্রতিপদে অপমান করা হচ্ছে ৷ তাঁকে বাধা দেওয়া হচ্ছে, বক্তব্য রাখতে দেওয়াও হচ্ছে না ৷ আজ ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম ৷ কেউ পিছন থেকে ঢিল ছুড়ে রাহুলজির গাড়ির কাচ ভেঙেছে ৷ এসব পুলিশ বলতে পারবে ৷ প্রশাসন এই ঘটনার দায় এড়াতে পারে না ৷ তবে প্রশাসনও তো কারও নির্দেশে পরিচালিত হয় !”

আরও পড়ুন:

  1. মালদায় ভাঙল রাহুলের গাড়ির কাচ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
  2. বাতিল জনসংযোগ বার্তা, রাহুলের কথা শুনতে না পেয়ে ক্ষুব্ধ হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস কর্মীরা
  3. অধীরের জন্যই রাহুলের ন্যায় যাত্রায় বাধা সৃষ্টি, তৃণমূল বললেই সরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বহরমপুরের সাংসদের
Last Updated : Jan 31, 2024, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.