ETV Bharat / politics

'পুনর্মূষিকো ভব', বিজেপিকে হারাতে নয়া টোটকা অভিষেকের - Lok Sabha Election 2024

Abhishek Banerjee Election Campaign: জলপাইগুড়িতে প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে শুক্রবার প্রচারে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকেই নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন তিনি ৷ দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন অভিষেক ?

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 10:13 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

ধূপগুড়ি, 12 এপ্রিল: নির্বাচনী প্রচারে এসে বিজেপিকে পরাস্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনালেন মুনি ও ইঁদুরের কাহিনি 'পুনর্মূষিকো ভব'৷ এরপর দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে স্পষ্ট বললেন, "বিজেপিকে ইঁদুর থেকে বিড়াল-কুকুর এবং বাঘ বানিয়েছেন আপনারা । আগামী 19 তারিখ সেই বাঘকে আবার নেংটি ইঁদুরে পরিণত করুন ।"

শুক্রবার জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী ডঃ নির্মল চন্দ্র রায়ের সর্মথনে ধূপগুড়িতে জনসভায় এসে একথাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি এদিন আরও বলেন, "উপনির্বাচনের আগে জনসভা থেকে মানুষ বলেছিল মহকুমা চাই । তাই দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অক্টোবর মাসে মন্ত্রিসভায় পাস করিয়েছে । তারপর 2 মাস সেটা কোর্টে আটকে ছিল এবং 19 জানুয়ারি তার জট কাটে । একমাস আগে ময়নাগুড়িতে এসে বলেছিলাম, মহকুমার পর প্রথম কাজ হবে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে 60 বেডের জায়গায় 100 বেডের হাসপাতাল করা হবে এবং মহকুমা হাসপাতালে পরিণত করে । নির্বাচন শেষ হবে জুন মাসে । তার তিন মাসের মধ্যে 60 বেডের জায়গায় 100 বেডের মহকুমা হাসপাতাল করব ৷"

তিনি এদিন বিজেপিকে একহাত নিয়ে বলেন, "বিজেপির নেতারা এসে বলেছেন প্রার্থীকে ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রীকে ভোট দেওয়া । জয়ন্ত রায়কে ভোট দিয়ে এই এলাকার মানুষের 5 শতাংশ আশাও পূরণ হয়নি বলে তিনি দাবি করেন । 2021 সালে কথা দিয়েছিলাম প্রতি পরিবারের একজনকে লক্ষ্মীর ভাণ্ডার করে দেব । এখন সব মহিলাকে দেওয়া হচ্ছে । খাদ্যসাথীর ব্যবস্থা করা হয়েছে । লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 টাকা করে পাচ্ছেন মহিলারা । মোদিজী এসে বলে, মুঝে ভোট দিজিয়ে । গত 3 বছরে তাঁকে দেখা যায়নি । হলদিবাড়িতে ব্রিজের একটা সমস্যা রয়েছে । আগামীতে দেখব সেটা । আমার কাছে ডায়মন্ড হারবার যা জলপাইগুড়িও তাই ৷"

আরও পড়ুন :

  1. 'ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেননি মোদি', শুক্রে ঝড়-বিধ্বস্ত এলাকায় অভিষেক
  2. রেড রোডে বিভাজন সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে কড়া বার্তা অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

ধূপগুড়ি, 12 এপ্রিল: নির্বাচনী প্রচারে এসে বিজেপিকে পরাস্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনালেন মুনি ও ইঁদুরের কাহিনি 'পুনর্মূষিকো ভব'৷ এরপর দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে স্পষ্ট বললেন, "বিজেপিকে ইঁদুর থেকে বিড়াল-কুকুর এবং বাঘ বানিয়েছেন আপনারা । আগামী 19 তারিখ সেই বাঘকে আবার নেংটি ইঁদুরে পরিণত করুন ।"

শুক্রবার জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী ডঃ নির্মল চন্দ্র রায়ের সর্মথনে ধূপগুড়িতে জনসভায় এসে একথাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি এদিন আরও বলেন, "উপনির্বাচনের আগে জনসভা থেকে মানুষ বলেছিল মহকুমা চাই । তাই দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অক্টোবর মাসে মন্ত্রিসভায় পাস করিয়েছে । তারপর 2 মাস সেটা কোর্টে আটকে ছিল এবং 19 জানুয়ারি তার জট কাটে । একমাস আগে ময়নাগুড়িতে এসে বলেছিলাম, মহকুমার পর প্রথম কাজ হবে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে 60 বেডের জায়গায় 100 বেডের হাসপাতাল করা হবে এবং মহকুমা হাসপাতালে পরিণত করে । নির্বাচন শেষ হবে জুন মাসে । তার তিন মাসের মধ্যে 60 বেডের জায়গায় 100 বেডের মহকুমা হাসপাতাল করব ৷"

তিনি এদিন বিজেপিকে একহাত নিয়ে বলেন, "বিজেপির নেতারা এসে বলেছেন প্রার্থীকে ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রীকে ভোট দেওয়া । জয়ন্ত রায়কে ভোট দিয়ে এই এলাকার মানুষের 5 শতাংশ আশাও পূরণ হয়নি বলে তিনি দাবি করেন । 2021 সালে কথা দিয়েছিলাম প্রতি পরিবারের একজনকে লক্ষ্মীর ভাণ্ডার করে দেব । এখন সব মহিলাকে দেওয়া হচ্ছে । খাদ্যসাথীর ব্যবস্থা করা হয়েছে । লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 টাকা করে পাচ্ছেন মহিলারা । মোদিজী এসে বলে, মুঝে ভোট দিজিয়ে । গত 3 বছরে তাঁকে দেখা যায়নি । হলদিবাড়িতে ব্রিজের একটা সমস্যা রয়েছে । আগামীতে দেখব সেটা । আমার কাছে ডায়মন্ড হারবার যা জলপাইগুড়িও তাই ৷"

আরও পড়ুন :

  1. 'ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেননি মোদি', শুক্রে ঝড়-বিধ্বস্ত এলাকায় অভিষেক
  2. রেড রোডে বিভাজন সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে কড়া বার্তা অভিষেকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.