কোচবিহার, 2 এপ্রিল: এবার কোচবিহার লোকসভা আসন জিততেই হবে ৷ মঙ্গলবার জেলার নেতাদের সেই বার্তাই দিয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কোচবিহারে বিজেপির প্রার্থী তথা স্থানীয় সাংসদ নিশীথ প্রামাণিক হারাতে তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তা দিয়েছেন তিনি ৷
এ দিন কোচবিহারে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দুপুর একটায় রাসমেলার মাঠে হেলিকপ্টার থেকে নামেন । এরপর মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে ঢোকেন । সেখানে দলের নির্বাচনী প্রচার কমিটি, ব্লক সভাপতি, বিভিন্ন শাখা সংগঠনের জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের এই শীর্ষনেতা ৷ ঘণ্টাদুয়েক সেখানে মিটিং করে জেলা নেতাদের একাধিক নির্দেশ দিয়ে বেরিয়ে যান । বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কিছু বলেননি ।
তবে তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এ দিনের বৈঠকে কোন্দল ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন । দলের পুরানো কর্মীদের গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন । সব প্রার্থীকে জেতানোর ডাক দিয়েছেন । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘সব নেতাদের একজোট হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন । যেকোনও মূল্যেই কোচবিহার লোকসভা আসন জিততে হবে, সেই নির্দেশও দিয়েছেন ।’’
একই কথা শোনা গিয়েছে প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান এবং জেলা তৃণমূলের বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষের মুখেও ৷ তিনি বলেন, ‘‘সবাইকে একজোট হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন । গন্ডগোল না করে ঠান্ডা মাথায় ভোট করানোর কথা বলছেন ।’’
আগামী 19 এপ্রিল দেশজুড়ে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হবে ৷ সেদিন বাংলার যে তিনটি কেন্দ্রে ভোট, তার মধ্যে রয়েছে কোচবিহার ৷ 2019 সালে এই আসন তৃণমূলের থেকে নিয়ে নিয়েছিল বিজেপি ৷ জিতেছিলেন নিশীথ প্রামাণিক ৷ যিনি আগে তৃণমূলে ছিলেন ৷ কোচবিহারের সাংসদ হওয়ার পর কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছেন ৷ এবারও তিনিই প্রার্থী ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া ৷
ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই কোচবিহারে রাজনীতির উত্তাপ বাড়ছে ৷ ইতিমধ্যে জোর প্রচার শুরু হয়েছে । বিভিন্ন এলাকায় অশান্তিও শুরু হয়েছে । দিনহাটায় উদয়ন গুহ ও নিশীথ প্রামাণিকের মধ্যে ধস্তাধস্তি হয়েছে । ঘুঘুমারিতে উদয়নের কনভয়ে হামলার উঠেছে নিশীথের প্রচার মিছিল থেকে । তৃণমূল সূত্রে খবর, এই পরিস্থিতিতে কোনও ধরনের প্ররোচনায় পা না দিয়ে ঠান্ডামাথায় দলের নেতাদের ভোট করানোর নির্দেশ দিয়েছেন অভিষেক । একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বেশকিছু নেতার কাজকর্ম দল ভালোভাবে নিচ্ছে না ৷ তাই সেইসব নেতাদেরও সতর্ক করেন অভিষেক ।
এদিকে ঘুঘুমারিতে গন্ডগোলের ঘটনা নিয়ে কিছু কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ? এই প্রশ্নের উত্তরে উদয়ন গুহ বলেন, ‘‘এনিয়ে আমার সঙ্গে আগেই কথা হয়েছে । এ দিন কিছু বলেননি ।’’
আরও পড়ুন: