ETV Bharat / politics

কোচবিহারে জিততে কোন্দল ভুল একজোট হওয়ার বার্তা অভিষেকের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Abhishek Banerjee: কোচবিহারে সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ওই আসন জয়ে দলের কর্মীদের বার্তাও দিয়েছেন তিনি ৷ অভিষেক এই নিয়ে প্রকাশ্যে কিছু বললেনি ৷ তবে উদয়ন গুহ জানান, যেকোনও মূল্যে কোচবিহার জয়ের নির্দেশ দিয়েছেন অভিষেক ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 5:52 PM IST

কোচবিহার, 2 এপ্রিল: এবার কোচবিহার লোকসভা আসন জিততেই হবে ৷ মঙ্গলবার জেলার নেতাদের সেই বার্তাই দিয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কোচবিহারে বিজেপির প্রার্থী তথা স্থানীয় সাংসদ নিশীথ প্রামাণিক হারাতে তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তা দিয়েছেন তিনি ৷

এ দিন কোচবিহারে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দুপুর একটায় রাসমেলার মাঠে হেলিকপ্টার থেকে নামেন । এরপর মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে ঢোকেন । সেখানে দলের নির্বাচনী প্রচার কমিটি, ব্লক সভাপতি, বিভিন্ন শাখা সংগঠনের জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের এই শীর্ষনেতা ৷ ঘণ্টাদুয়েক সেখানে মিটিং করে জেলা নেতাদের একাধিক নির্দেশ দিয়ে বেরিয়ে যান । বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কিছু বলেননি ।

তবে তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এ দিনের বৈঠকে কোন্দল ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন । দলের পুরানো কর্মীদের গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন । সব প্রার্থীকে জেতানোর ডাক দিয়েছেন । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘সব নেতাদের একজোট হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন । যেকোনও মূল্যেই কোচবিহার লোকসভা আসন জিততে হবে, সেই নির্দেশও দিয়েছেন ।’’

Abhishek Banerjee
কোচবিহারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

একই কথা শোনা গিয়েছে প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান এবং জেলা তৃণমূলের বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষের মুখেও ৷ তিনি বলেন, ‘‘সবাইকে একজোট হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন । গন্ডগোল না করে ঠান্ডা মাথায় ভোট করানোর কথা বলছেন ।’’

আগামী 19 এপ্রিল দেশজুড়ে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হবে ৷ সেদিন বাংলার যে তিনটি কেন্দ্রে ভোট, তার মধ্যে রয়েছে কোচবিহার ৷ 2019 সালে এই আসন তৃণমূলের থেকে নিয়ে নিয়েছিল বিজেপি ৷ জিতেছিলেন নিশীথ প্রামাণিক ৷ যিনি আগে তৃণমূলে ছিলেন ৷ কোচবিহারের সাংসদ হওয়ার পর কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছেন ৷ এবারও তিনিই প্রার্থী ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া ৷

Abhishek Banerjee
কোচবিহারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই কোচবিহারে রাজনীতির উত্তাপ বাড়ছে ৷ ইতিমধ্যে জোর প্রচার শুরু হয়েছে । বিভিন্ন এলাকায় অশান্তিও শুরু হয়েছে । দিনহাটায় উদয়ন গুহ ও নিশীথ প্রামাণিকের মধ্যে ধস্তাধস্তি হয়েছে । ঘুঘুমারিতে উদয়নের কনভয়ে হামলার উঠেছে নিশীথের প্রচার মিছিল থেকে । তৃণমূল সূত্রে খবর, এই পরিস্থিতিতে কোনও ধরনের প্ররোচনায় পা না দিয়ে ঠান্ডামাথায় দলের নেতাদের ভোট করানোর নির্দেশ দিয়েছেন অভিষেক । একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বেশকিছু নেতার কাজকর্ম দল ভালোভাবে নিচ্ছে না ৷ তাই সেইসব নেতাদেরও সতর্ক করেন অভিষেক ।

এদিকে ঘুঘুমারিতে গন্ডগোলের ঘটনা নিয়ে কিছু কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ? এই প্রশ্নের উত্তরে উদয়ন গুহ বলেন, ‘‘এনিয়ে আমার সঙ্গে আগেই কথা হয়েছে । এ দিন কিছু বলেননি ।’’

আরও পড়ুন:

  1. আবাসে বরাদ্দ কেন্দ্র না আটকালে হয়তো..., ঝড়ে ক্ষতির দায় বিজেপির ঘাড়ে চাপালেন অভিষেক
  2. বিজেপির টিকিটে ভোটে লড়ুক ইডি-সিবিআই আধিকারিকরা, চ্যালেঞ্জ অভিষেকের
  3. ডায়মন্ড হারবারে চার লাখের ব্যবধানে বিজেপিকে গ্যারাজ করব: অভিষেক

কোচবিহার, 2 এপ্রিল: এবার কোচবিহার লোকসভা আসন জিততেই হবে ৷ মঙ্গলবার জেলার নেতাদের সেই বার্তাই দিয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কোচবিহারে বিজেপির প্রার্থী তথা স্থানীয় সাংসদ নিশীথ প্রামাণিক হারাতে তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তা দিয়েছেন তিনি ৷

এ দিন কোচবিহারে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দুপুর একটায় রাসমেলার মাঠে হেলিকপ্টার থেকে নামেন । এরপর মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে ঢোকেন । সেখানে দলের নির্বাচনী প্রচার কমিটি, ব্লক সভাপতি, বিভিন্ন শাখা সংগঠনের জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের এই শীর্ষনেতা ৷ ঘণ্টাদুয়েক সেখানে মিটিং করে জেলা নেতাদের একাধিক নির্দেশ দিয়ে বেরিয়ে যান । বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কিছু বলেননি ।

তবে তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এ দিনের বৈঠকে কোন্দল ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন । দলের পুরানো কর্মীদের গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন । সব প্রার্থীকে জেতানোর ডাক দিয়েছেন । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘সব নেতাদের একজোট হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন । যেকোনও মূল্যেই কোচবিহার লোকসভা আসন জিততে হবে, সেই নির্দেশও দিয়েছেন ।’’

Abhishek Banerjee
কোচবিহারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

একই কথা শোনা গিয়েছে প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান এবং জেলা তৃণমূলের বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষের মুখেও ৷ তিনি বলেন, ‘‘সবাইকে একজোট হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন । গন্ডগোল না করে ঠান্ডা মাথায় ভোট করানোর কথা বলছেন ।’’

আগামী 19 এপ্রিল দেশজুড়ে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হবে ৷ সেদিন বাংলার যে তিনটি কেন্দ্রে ভোট, তার মধ্যে রয়েছে কোচবিহার ৷ 2019 সালে এই আসন তৃণমূলের থেকে নিয়ে নিয়েছিল বিজেপি ৷ জিতেছিলেন নিশীথ প্রামাণিক ৷ যিনি আগে তৃণমূলে ছিলেন ৷ কোচবিহারের সাংসদ হওয়ার পর কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছেন ৷ এবারও তিনিই প্রার্থী ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া ৷

Abhishek Banerjee
কোচবিহারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই কোচবিহারে রাজনীতির উত্তাপ বাড়ছে ৷ ইতিমধ্যে জোর প্রচার শুরু হয়েছে । বিভিন্ন এলাকায় অশান্তিও শুরু হয়েছে । দিনহাটায় উদয়ন গুহ ও নিশীথ প্রামাণিকের মধ্যে ধস্তাধস্তি হয়েছে । ঘুঘুমারিতে উদয়নের কনভয়ে হামলার উঠেছে নিশীথের প্রচার মিছিল থেকে । তৃণমূল সূত্রে খবর, এই পরিস্থিতিতে কোনও ধরনের প্ররোচনায় পা না দিয়ে ঠান্ডামাথায় দলের নেতাদের ভোট করানোর নির্দেশ দিয়েছেন অভিষেক । একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বেশকিছু নেতার কাজকর্ম দল ভালোভাবে নিচ্ছে না ৷ তাই সেইসব নেতাদেরও সতর্ক করেন অভিষেক ।

এদিকে ঘুঘুমারিতে গন্ডগোলের ঘটনা নিয়ে কিছু কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ? এই প্রশ্নের উত্তরে উদয়ন গুহ বলেন, ‘‘এনিয়ে আমার সঙ্গে আগেই কথা হয়েছে । এ দিন কিছু বলেননি ।’’

আরও পড়ুন:

  1. আবাসে বরাদ্দ কেন্দ্র না আটকালে হয়তো..., ঝড়ে ক্ষতির দায় বিজেপির ঘাড়ে চাপালেন অভিষেক
  2. বিজেপির টিকিটে ভোটে লড়ুক ইডি-সিবিআই আধিকারিকরা, চ্যালেঞ্জ অভিষেকের
  3. ডায়মন্ড হারবারে চার লাখের ব্যবধানে বিজেপিকে গ্যারাজ করব: অভিষেক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.