ETV Bharat / politics

প্রচারে হাঁটতে নারাজ আশির প্রদীপ, হুডখোলা জিপ না-পেয়ে খুলতে হল অটোর ছাউনি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Congress candidate Pradeep Bhattacharya: প্রবল রোদের মধ্যে প্রচারে গেলেও কংগ্রেসের প্রবীণ প্রার্থী প্রদীপ ভট্টাচার্য আর হাঁটতে পারছিলেন না ৷ তাঁগর হুডখোলা জিপ বিগড়ে যাওয়ায় একটি অটের ব্যবস্থা করা হয়, তবে পরে তা আর কাজে লাগেনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 1:07 PM IST

কলকাতা, 20 এপ্রিল: হুডখোলা জিপ নেই । প্রবল গরমের মধ্যে প্রচারে হাঁটতে নারাজ বছর আশির কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য ৷ বাধ্য হয়ে অটোর ছাউনি খুলে এনে কাজ চালানোর চেষ্টা হল ৷ যদিও তা কাজে লাগেনি ৷

কারণ কী ?

প্রবল গরমে নাজেহাল আমজনতা । নাভিশ্বাস উঠছে সকলেরই । এই প্রবল রোদ-গরম পরিস্থিতিতে ভোটপ্রার্থীদের কী অবস্থা হতে পারে তা সহজেই অনুমেয় । কলকাতা উত্তরের বামফ্রন্ট সমৰ্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের আশি ছুঁইছুঁই বয়স । শনিবার বিকেলে মধ্য কলকাতা জেলা কংগ্রেস ও সিপিআইএম বেলেঘাটা আঞ্চলিক কমিটির উদ্যোগে প্রচারের আয়োজন করা হয় । মূলত, শিয়ালদহ, রাজাবাজার সংলগ্ন কলকাতা পৌরসভার 28 ও 36 নম্বর ওয়ার্ডে প্রচার করা হয় । সেই প্রচারের মাঝপথে হঠাৎই বেঁকে বসেন স্বয়ং ভোটপ্রার্থী প্রদীপ ভট্টাচার্য । তিনি বসে পড়েন শিয়ালদহের ইএসআই হাসপাতালের পাশে সিপিএম কার্যালয়ের সামনে । আর হাঁটতে পারছেন না ৷ তাই তিনি জানিয়ে দিলেন যে, আর এগোতেও চান না । কারণ, শরীর দিচ্ছে না ।

হুড খোলা গাড়ি আসার কথা থাকলেও তা এল না কেন ? প্রদীপ ভট্টাচার্য এই প্রশ্নের উত্তর জানতে চান স্থানীয় কংগ্রেস নেতা নন্দন ঘোষের কাছে । তিনি সদুত্তর দিতে না-পারায় প্রদীপ ভট্টাচার্যকে বলতে শোনা যায়, "গাড়ি যখন নেই আজ, এখানেই শেষ কর । আবার অন্য দিন ঠিক করো । আমি যেতে চাই না ।"

এ কথা শুনে কংগ্রেস নেতা নন্দন ঘোষ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে প্রবীণ প্রার্থীকে অপেক্ষা করতে বলেন । এর ঠিক মিনিট কয়েকবাদে লক্ষ্য করা যায়, প্রচার মিছিলে যে অটোকে মাইকিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল, তার ছাউনি খোলা চলছে । মাইকিংয়ের সরঞ্জাম খুলে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে । কারণ, ওই অটোকেই 'হুডখোলা জিপ' হিসেবে ব্যবহার করার কথা ভাবেন দলের কর্মীরা । এছাড়াও এই মুহূর্তে উপায় নেই বলেই জানান এক নেতা । সেই মতো ছাউনি খোলা হল । কয়েকটি রডও খুলে ফেলা হয় ৷ যতক্ষণে নন্দন ঘোষের কাছে খবর এল, হুড খোলা জিপ তখন রেডি । গাড়িটি প্রচারে যোগ দেওয়ার জন্য আসছে । তখন অটোর বাকি চাঁদোয়া খুলতে নিষেধ করা হয় । এই ঘটনার মিনিট পাঁচেক পরে হুড খোলা গাড়ি আসতেই ধীর পায়ে এগিয়ে এলেন প্রবীণ রাজনীতিক ৷ উঠে পড়লেন গাড়ির সামনের আসনে ।

ইটিভি ভারতের তরফে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "গাড়ি ছিল না । এখন ব্যবস্থা হয়েছে । মিছিল এগোবে ।" অন্যদিকে, প্রদীপ ভট্টাচার্যর কাছে ধমক খাওয়া কংগ্রেস নেতা নান্দন ঘোষ বলেন, "হুডখোলা গাড়িটির ব্রেক ফেল করেছিল । তা ঠিক করে আসতেই দেরি হয়েছে । তাই, অটোর চাঁদোয়া খোলা চলছিল । তবে, গাড়ি মালিককে টাকা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।"

সামগ্রিক ভাবে এ দিনের প্রচার মিছিল হতে সন্ধে গড়িয়ে যায় ৷ কিছুটা পায়ে হেঁটে এগনোর পর থেকেই মাইকিং অটোতে উঠে পড়েন প্রদীপ ভট্টাচার্য । তারপর ফের হাঁটা শুরু করেন তিনি । কিন্তু, ছয়টার একটু পরে ক্লান্ত শরীর নিয়ে সিপিএম কার্যালয়ে পৌঁছে চেয়ারে বসে পড়েন তিনি। পৌঁনে সাতটা নাগাদ জিপে ফের প্রচার শুরু করেন ।

আরও পড়ুন:

  1. মুর্শিদাবাদে বাম-কংগ্রেস জোটের তিনে-তিন ! মমতাকে চ্যালেঞ্জ অধীরের
  2. তৃণমূল 'দুর্নীতিগ্রস্ত' হলে, প্রার্থী হবেন না কেন ? বিপ্লব মিত্রকে নিশানা মহাগুরুর
  3. 2004 সালের পুনরাবৃত্তি হবে, 175টি আসনে থামবেন 'পরম বন্ধু' প্রধানমন্ত্রী মোদি, দাবি বিহারীবাবুর

কলকাতা, 20 এপ্রিল: হুডখোলা জিপ নেই । প্রবল গরমের মধ্যে প্রচারে হাঁটতে নারাজ বছর আশির কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য ৷ বাধ্য হয়ে অটোর ছাউনি খুলে এনে কাজ চালানোর চেষ্টা হল ৷ যদিও তা কাজে লাগেনি ৷

কারণ কী ?

প্রবল গরমে নাজেহাল আমজনতা । নাভিশ্বাস উঠছে সকলেরই । এই প্রবল রোদ-গরম পরিস্থিতিতে ভোটপ্রার্থীদের কী অবস্থা হতে পারে তা সহজেই অনুমেয় । কলকাতা উত্তরের বামফ্রন্ট সমৰ্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের আশি ছুঁইছুঁই বয়স । শনিবার বিকেলে মধ্য কলকাতা জেলা কংগ্রেস ও সিপিআইএম বেলেঘাটা আঞ্চলিক কমিটির উদ্যোগে প্রচারের আয়োজন করা হয় । মূলত, শিয়ালদহ, রাজাবাজার সংলগ্ন কলকাতা পৌরসভার 28 ও 36 নম্বর ওয়ার্ডে প্রচার করা হয় । সেই প্রচারের মাঝপথে হঠাৎই বেঁকে বসেন স্বয়ং ভোটপ্রার্থী প্রদীপ ভট্টাচার্য । তিনি বসে পড়েন শিয়ালদহের ইএসআই হাসপাতালের পাশে সিপিএম কার্যালয়ের সামনে । আর হাঁটতে পারছেন না ৷ তাই তিনি জানিয়ে দিলেন যে, আর এগোতেও চান না । কারণ, শরীর দিচ্ছে না ।

হুড খোলা গাড়ি আসার কথা থাকলেও তা এল না কেন ? প্রদীপ ভট্টাচার্য এই প্রশ্নের উত্তর জানতে চান স্থানীয় কংগ্রেস নেতা নন্দন ঘোষের কাছে । তিনি সদুত্তর দিতে না-পারায় প্রদীপ ভট্টাচার্যকে বলতে শোনা যায়, "গাড়ি যখন নেই আজ, এখানেই শেষ কর । আবার অন্য দিন ঠিক করো । আমি যেতে চাই না ।"

এ কথা শুনে কংগ্রেস নেতা নন্দন ঘোষ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে প্রবীণ প্রার্থীকে অপেক্ষা করতে বলেন । এর ঠিক মিনিট কয়েকবাদে লক্ষ্য করা যায়, প্রচার মিছিলে যে অটোকে মাইকিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল, তার ছাউনি খোলা চলছে । মাইকিংয়ের সরঞ্জাম খুলে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে । কারণ, ওই অটোকেই 'হুডখোলা জিপ' হিসেবে ব্যবহার করার কথা ভাবেন দলের কর্মীরা । এছাড়াও এই মুহূর্তে উপায় নেই বলেই জানান এক নেতা । সেই মতো ছাউনি খোলা হল । কয়েকটি রডও খুলে ফেলা হয় ৷ যতক্ষণে নন্দন ঘোষের কাছে খবর এল, হুড খোলা জিপ তখন রেডি । গাড়িটি প্রচারে যোগ দেওয়ার জন্য আসছে । তখন অটোর বাকি চাঁদোয়া খুলতে নিষেধ করা হয় । এই ঘটনার মিনিট পাঁচেক পরে হুড খোলা গাড়ি আসতেই ধীর পায়ে এগিয়ে এলেন প্রবীণ রাজনীতিক ৷ উঠে পড়লেন গাড়ির সামনের আসনে ।

ইটিভি ভারতের তরফে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "গাড়ি ছিল না । এখন ব্যবস্থা হয়েছে । মিছিল এগোবে ।" অন্যদিকে, প্রদীপ ভট্টাচার্যর কাছে ধমক খাওয়া কংগ্রেস নেতা নান্দন ঘোষ বলেন, "হুডখোলা গাড়িটির ব্রেক ফেল করেছিল । তা ঠিক করে আসতেই দেরি হয়েছে । তাই, অটোর চাঁদোয়া খোলা চলছিল । তবে, গাড়ি মালিককে টাকা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।"

সামগ্রিক ভাবে এ দিনের প্রচার মিছিল হতে সন্ধে গড়িয়ে যায় ৷ কিছুটা পায়ে হেঁটে এগনোর পর থেকেই মাইকিং অটোতে উঠে পড়েন প্রদীপ ভট্টাচার্য । তারপর ফের হাঁটা শুরু করেন তিনি । কিন্তু, ছয়টার একটু পরে ক্লান্ত শরীর নিয়ে সিপিএম কার্যালয়ে পৌঁছে চেয়ারে বসে পড়েন তিনি। পৌঁনে সাতটা নাগাদ জিপে ফের প্রচার শুরু করেন ।

আরও পড়ুন:

  1. মুর্শিদাবাদে বাম-কংগ্রেস জোটের তিনে-তিন ! মমতাকে চ্যালেঞ্জ অধীরের
  2. তৃণমূল 'দুর্নীতিগ্রস্ত' হলে, প্রার্থী হবেন না কেন ? বিপ্লব মিত্রকে নিশানা মহাগুরুর
  3. 2004 সালের পুনরাবৃত্তি হবে, 175টি আসনে থামবেন 'পরম বন্ধু' প্রধানমন্ত্রী মোদি, দাবি বিহারীবাবুর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.