ETV Bharat / politics

বয়স 102, বাড়িতে বসেই ভোট দিলেন পদ্মশ্রী মংলকান্ত রায় - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Padma Shri Mangala Kanta Roy: বাড়িতে বসেই ভোট দিলেন 102 বছরের পদ্মশ্রী মংলকান্ত রায় ৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় মহিলা ভোটকর্মীদের সহযোগিতায় ভোটদান করে তিনি বেশ খুশি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 5:52 PM IST

জলপাইগুড়ি, 9 এপ্রিল: লোকসভায় জনপ্রতিনিধি পাঠাতে বাড়িতে বসেই ভোট দিলেন পদ্মশ্রী মংলকান্ত রায় । তিনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ময়নাগুড়ির ধলাগুড়ি গ্রামের ভোটার । 102 বছর বয়সি পদ্মশ্রী প্রাপক মংলাকান্ত রায় ময়নাগুড়ির বাড়িতে বসেই ভোট দেন । আধা সামারিক বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে মঙ্গলবার মংলাকান্ত রায়ের বাড়িতে যান মহিলা ভোটকর্মীরা ।

জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম ধওলাগুড়ি । সেখানেই মংলাকান্ত রায়ের বাড়ি । উত্তরবঙ্গের 500 বছরের প্রাচীন বাদ্যযন্ত্র সারিঞ্জা বাজান এই শিল্পী । সারিঞ্জা বাদক হিসেবেই পদ্মশ্রী পেয়েছেন তিনি । ময়নাগুড়ির পদ্মশ্রী প্রাপক বাড়িতে বসেই ভোট দিতে পেরে বেশ খুশি ৷

মংলাকান্ত রায় বলেন, "বাড়িতে বসেই ভোট দিলাম । খুব ভালো লাগছে । নির্বাচন কমিশন এই সুযোগটা করে দিয়েছে । আমি চাই, যে-ই ক্ষমতায় আসুন, সকলের জন্য যাতে কাজ করেন ।"

অন্যদিকে আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের বয়স্ক ভোটার লামোডালমো লামাও এ দিন ভোটদান করেন । তাঁর বয়স 86 বছর । মাদারিহাট ব্লকের লংকা পাড়া বাজারের বাসিন্দা লামোডালমো লামা নিজের বাড়িতে বসেই ভোটদান করলেন । এ দিন আলিপুরদুয়ারের মহিলা ভোটকর্মীরা তাঁর বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করেন ।

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রেররই 87 বছরের এক ভোটারও আজ ভোটদান করেছেন । ফালাকাটা ব্লকের জটেশ্বর গ্রামপঞ্চায়েতের 87 বছর বয়সি সুখমনি বর্মনের বাড়িতে গিয়ে ভোটকর্মীরা ভোটগ্রহণ করেন । এ দিন প্রত্যন্ত ভারত-ভুটান সীমান্তে অবস্থিত টোটোপাড়াতে গিয়েও ভোট নেওয়া হয় । এ দিকে, আলিপুরদুয়ারের এসডিও তথা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের এআরও বিপ্লব সরকার নিজে গিয়ে দক্ষিণ কামসিং গ্রামের বাসিন্দা 85 বছরের বয়স্ক ভোটার নিরুবালা বর্মনের ভোট নেন ।

19 এপ্রিল দেশজুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন ৷ তবে তার আগেই সোমবার থেকে বয়স্ক, বিশেষ ভাবে সক্ষম ও জরুরি পরিষেবার কর্মীদের ভোটদান শুরু হয়েছে ৷ ভোটদাতাদের বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোটগ্রহণ ৷ 85 বছর ও তার ঊর্ধ্বে এবং চিকিৎসা শাস্ত্র অনুযায়ী শারীরিকভাবে 40 শতাংশ বিশেষভাবে সক্ষমদের বাড়িতে গিয়ে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে ৷ তবে, এক্ষেত্রে প্রতিবন্ধী সংশাপত্র থাকা বাধ্যতামূলক ৷ পাশাপাশি পুলিশ, দমকল, রেল এমন 18টি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্যও বাড়িতে বসে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রাজ্যে শুরু প্রথম দফার নির্বাচন, কারা ভোট দিলেন ?
  2. ভাওয়াইয়ার তালে কোমর দোলালেন পদ্মশ্রী মংলাকান্ত
  3. টোটো জনজাতির সাতপুরুষের তথ্যপঞ্জি সরকার-ইউনেসকোর হাতে তুলে দেবেন 'পদ্মশ্রী' ধনীরাম

জলপাইগুড়ি, 9 এপ্রিল: লোকসভায় জনপ্রতিনিধি পাঠাতে বাড়িতে বসেই ভোট দিলেন পদ্মশ্রী মংলকান্ত রায় । তিনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ময়নাগুড়ির ধলাগুড়ি গ্রামের ভোটার । 102 বছর বয়সি পদ্মশ্রী প্রাপক মংলাকান্ত রায় ময়নাগুড়ির বাড়িতে বসেই ভোট দেন । আধা সামারিক বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে মঙ্গলবার মংলাকান্ত রায়ের বাড়িতে যান মহিলা ভোটকর্মীরা ।

জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম ধওলাগুড়ি । সেখানেই মংলাকান্ত রায়ের বাড়ি । উত্তরবঙ্গের 500 বছরের প্রাচীন বাদ্যযন্ত্র সারিঞ্জা বাজান এই শিল্পী । সারিঞ্জা বাদক হিসেবেই পদ্মশ্রী পেয়েছেন তিনি । ময়নাগুড়ির পদ্মশ্রী প্রাপক বাড়িতে বসেই ভোট দিতে পেরে বেশ খুশি ৷

মংলাকান্ত রায় বলেন, "বাড়িতে বসেই ভোট দিলাম । খুব ভালো লাগছে । নির্বাচন কমিশন এই সুযোগটা করে দিয়েছে । আমি চাই, যে-ই ক্ষমতায় আসুন, সকলের জন্য যাতে কাজ করেন ।"

অন্যদিকে আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের বয়স্ক ভোটার লামোডালমো লামাও এ দিন ভোটদান করেন । তাঁর বয়স 86 বছর । মাদারিহাট ব্লকের লংকা পাড়া বাজারের বাসিন্দা লামোডালমো লামা নিজের বাড়িতে বসেই ভোটদান করলেন । এ দিন আলিপুরদুয়ারের মহিলা ভোটকর্মীরা তাঁর বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করেন ।

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রেররই 87 বছরের এক ভোটারও আজ ভোটদান করেছেন । ফালাকাটা ব্লকের জটেশ্বর গ্রামপঞ্চায়েতের 87 বছর বয়সি সুখমনি বর্মনের বাড়িতে গিয়ে ভোটকর্মীরা ভোটগ্রহণ করেন । এ দিন প্রত্যন্ত ভারত-ভুটান সীমান্তে অবস্থিত টোটোপাড়াতে গিয়েও ভোট নেওয়া হয় । এ দিকে, আলিপুরদুয়ারের এসডিও তথা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের এআরও বিপ্লব সরকার নিজে গিয়ে দক্ষিণ কামসিং গ্রামের বাসিন্দা 85 বছরের বয়স্ক ভোটার নিরুবালা বর্মনের ভোট নেন ।

19 এপ্রিল দেশজুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন ৷ তবে তার আগেই সোমবার থেকে বয়স্ক, বিশেষ ভাবে সক্ষম ও জরুরি পরিষেবার কর্মীদের ভোটদান শুরু হয়েছে ৷ ভোটদাতাদের বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোটগ্রহণ ৷ 85 বছর ও তার ঊর্ধ্বে এবং চিকিৎসা শাস্ত্র অনুযায়ী শারীরিকভাবে 40 শতাংশ বিশেষভাবে সক্ষমদের বাড়িতে গিয়ে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে ৷ তবে, এক্ষেত্রে প্রতিবন্ধী সংশাপত্র থাকা বাধ্যতামূলক ৷ পাশাপাশি পুলিশ, দমকল, রেল এমন 18টি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্যও বাড়িতে বসে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রাজ্যে শুরু প্রথম দফার নির্বাচন, কারা ভোট দিলেন ?
  2. ভাওয়াইয়ার তালে কোমর দোলালেন পদ্মশ্রী মংলাকান্ত
  3. টোটো জনজাতির সাতপুরুষের তথ্যপঞ্জি সরকার-ইউনেসকোর হাতে তুলে দেবেন 'পদ্মশ্রী' ধনীরাম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.