ETV Bharat / politics

'10 হাজার মতুয়া আবেদন করেছেন', সিএএ নিয়ে দাবি শান্তনু ঠাকুরের; খারিজ মমতাবলার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Shantanu Thakur: "সাধারণ মানুষ বুঝেছে তাঁদের জন্য সিএএ কতটা প্রয়োজন । মতুয়া সম্প্রদায়ের 10 হাজার মানুষ সিএএ-তে আবেদন করেছেন ।" গাইঘাটা বাজারে ভোট প্রচারে বেড়িয়ে এমনটাই দাবি করলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ।

Shantanu Thakur
শান্তনু ঠাকুর
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 7:10 AM IST

নির্বাচনী প্রচারে শান্তনু ঠাকুর

গাইঘাটা, 30 এপ্রিল: "মতুয়া সম্প্রদায়ের 10 হাজার মানুষ সিএএ-তে আবেদন করেছেন ।" সোমবার উত্তর 24 পরগনার গাইঘাটা বাজারে ভোট প্রচারে বেড়িয়ে এমনটাই দাবি করলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর । আবেদনের সেই তালিকাও তাঁদের কাছে রয়েছে বলে দাবি করেছেন শান্তনু ৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করেছেন তিনি ৷ তবে শান্তনুর দাবির কোনও ভিত্তি নেই বলে দাবি করেছেন ঠাকুরবাড়ির আরেক সদস্য তথা তৃণমূলরে রাজ্য়সভার সাংসদ মমতাবালা ঠাকুর ।

সোমবার সকালে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে গাইঘাটা বাজারে হেঁটে হেঁটে প্রচার করেন শান্তনু ঠাকুর । কথা বলেন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে। প্রচার শেষে একটি চায়ের দোকানে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে চা চক্রের যোগ দেন শান্তনু । সেখানে তিনি বলেন, "সিএএ নিয়ে তৃণমূলের বিভ্রান্তিকর প্রচার করেছে সেটা এখন নর্দমায় চলে গিয়েছে । সাধারণ মানুষ বুঝেছে তাঁদের সিএএ কতটা দরকার। আমাদের সম্প্রদায় অর্থাৎ মতুয়াদের 10 হাজার মানুষ সিএএ-তে আবেদন করেছেন । সেই তালিকাও আছে আমার কাছে ৷" সেই সঙ্গে ভোটে জয় নিয়ে আত্মবিশ্বাসী শান্তনু বলেন, "দশ বছরের যে সার্বিক উন্নয়ন সেই উন্নয়নকে সাধারণ মানুষ গ্রহণ করেছেন ৷ সেই কারণে বাড়ি থেকে বেড়িয়ে এসে সাধারণ মানুষ আমাদের স্বাগত জানাচ্ছেন । সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে ভালো লাগছে । সাধারণ মানুষ আমাকে যে পরিমাণ ভোটে জেতাবে তাতেই আমি খুশি ।"

সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি চলে গিয়েছে প্রায় 26 হাজার মানুষের ৷ লোকসভা নির্বাচনের মধ্যে সেই নিয়ে শুরু হয়েছে বিস্তর রাজনৈতিক তরজা ৷ নির্বাচনী প্রচারে এই নিয়ে প্রধানমন্ত্রীকে 'চাকরি খেকো' বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই প্রসঙ্গে মমতাকে পালটা আক্রমণ করে শান্তনু বলেন, "এটা তো বলবেনই । ওঁর এখন গাত্রদাহ হচ্ছে‌ ৷ যে মানুষগুলির টাকা খেয়েছেন, সেগুলি আবার টাকা ফেরত দিতে হবে তাঁকে । প্রধানমন্ত্রী যদি চাকরি খেকো হয়ে থাকেন উনি মানিখোর ।"

অন্যদিকে, শান্তনুর মন্তব্যকে সম্পূর্ণ উড়িয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, "একজন মতুয়াও নাগরিকত্বের জন্য আবেদন করেনি ৷ আগে শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া, অসীম সরকারেরা আবেদন করুন । তারপর মতুয়া সম্প্রদায়ের বাকিরা আবেদন করবেন ৷ উনি দলের কাছে ভালো হওয়ার জন্য এই সব বলছেন । ওঁর কাছে তালিকা থাকলে তা প্রকাশ করুন । মুখে বললে হবে না ।"

প্রথম থেকেই সিএএ-এর বিরোধিতা করে আসছে তৃণমূল । সিএএ-তে আবেদন করলে নাগরিকত্ব চলে যাবে বলে দাবি করেছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিজেপিকে তাঁদের প্রশ্ন, কত জন সিএএ-তে আবেদন করেছে তারা বলুক । এই আবহে শান্তনু ঠাকুরের মন্তব্য বিশেষ ভাবে তাৎপর্যপূণ্য বলে মত রাজনৈতিক মহলের ।

আরও পড়ুন:

নির্বাচনী প্রচারে শান্তনু ঠাকুর

গাইঘাটা, 30 এপ্রিল: "মতুয়া সম্প্রদায়ের 10 হাজার মানুষ সিএএ-তে আবেদন করেছেন ।" সোমবার উত্তর 24 পরগনার গাইঘাটা বাজারে ভোট প্রচারে বেড়িয়ে এমনটাই দাবি করলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর । আবেদনের সেই তালিকাও তাঁদের কাছে রয়েছে বলে দাবি করেছেন শান্তনু ৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করেছেন তিনি ৷ তবে শান্তনুর দাবির কোনও ভিত্তি নেই বলে দাবি করেছেন ঠাকুরবাড়ির আরেক সদস্য তথা তৃণমূলরে রাজ্য়সভার সাংসদ মমতাবালা ঠাকুর ।

সোমবার সকালে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে গাইঘাটা বাজারে হেঁটে হেঁটে প্রচার করেন শান্তনু ঠাকুর । কথা বলেন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে। প্রচার শেষে একটি চায়ের দোকানে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে চা চক্রের যোগ দেন শান্তনু । সেখানে তিনি বলেন, "সিএএ নিয়ে তৃণমূলের বিভ্রান্তিকর প্রচার করেছে সেটা এখন নর্দমায় চলে গিয়েছে । সাধারণ মানুষ বুঝেছে তাঁদের সিএএ কতটা দরকার। আমাদের সম্প্রদায় অর্থাৎ মতুয়াদের 10 হাজার মানুষ সিএএ-তে আবেদন করেছেন । সেই তালিকাও আছে আমার কাছে ৷" সেই সঙ্গে ভোটে জয় নিয়ে আত্মবিশ্বাসী শান্তনু বলেন, "দশ বছরের যে সার্বিক উন্নয়ন সেই উন্নয়নকে সাধারণ মানুষ গ্রহণ করেছেন ৷ সেই কারণে বাড়ি থেকে বেড়িয়ে এসে সাধারণ মানুষ আমাদের স্বাগত জানাচ্ছেন । সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে ভালো লাগছে । সাধারণ মানুষ আমাকে যে পরিমাণ ভোটে জেতাবে তাতেই আমি খুশি ।"

সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি চলে গিয়েছে প্রায় 26 হাজার মানুষের ৷ লোকসভা নির্বাচনের মধ্যে সেই নিয়ে শুরু হয়েছে বিস্তর রাজনৈতিক তরজা ৷ নির্বাচনী প্রচারে এই নিয়ে প্রধানমন্ত্রীকে 'চাকরি খেকো' বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই প্রসঙ্গে মমতাকে পালটা আক্রমণ করে শান্তনু বলেন, "এটা তো বলবেনই । ওঁর এখন গাত্রদাহ হচ্ছে‌ ৷ যে মানুষগুলির টাকা খেয়েছেন, সেগুলি আবার টাকা ফেরত দিতে হবে তাঁকে । প্রধানমন্ত্রী যদি চাকরি খেকো হয়ে থাকেন উনি মানিখোর ।"

অন্যদিকে, শান্তনুর মন্তব্যকে সম্পূর্ণ উড়িয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, "একজন মতুয়াও নাগরিকত্বের জন্য আবেদন করেনি ৷ আগে শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া, অসীম সরকারেরা আবেদন করুন । তারপর মতুয়া সম্প্রদায়ের বাকিরা আবেদন করবেন ৷ উনি দলের কাছে ভালো হওয়ার জন্য এই সব বলছেন । ওঁর কাছে তালিকা থাকলে তা প্রকাশ করুন । মুখে বললে হবে না ।"

প্রথম থেকেই সিএএ-এর বিরোধিতা করে আসছে তৃণমূল । সিএএ-তে আবেদন করলে নাগরিকত্ব চলে যাবে বলে দাবি করেছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিজেপিকে তাঁদের প্রশ্ন, কত জন সিএএ-তে আবেদন করেছে তারা বলুক । এই আবহে শান্তনু ঠাকুরের মন্তব্য বিশেষ ভাবে তাৎপর্যপূণ্য বলে মত রাজনৈতিক মহলের ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.