ওয়াটার স্যালুট-রোড শো-নাচ-গান থেকে বাঁধভাঙা উচ্ছ্বাস, মায়ানগরীতে বিশ্বজয়ীদের চারঘণ্টা ! - Team India Win T20 World Cup 2024 - TEAM INDIA WIN T20 WORLD CUP 2024
দীর্ঘ 17 বছরের খরার পর টি-20 বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া ৷ বৃহস্পতির বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত পৌনে দশটা ক্রিকেট বিশ্ব দেখল মায়ানগরীর অন্য একরূপ ৷ রোহিত-বিরাটদের এই জয়ে উৎসবমুখর হয়ে ওঠে বিমানবন্দর থেকে মেরিন ড্রাইভ হয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ দেখে নিন সেই ঝলক... (বিসিসিআই ও আইসিসি এক্স)
Published : Jul 5, 2024, 12:15 PM IST