ETV Bharat / opinion

কঠিন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পাশে থাকার বার্তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের - USA PAKISTAN TIES

USA-Pakistan Relation: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে একটি সাম্প্রতিক কথোপকথনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "আমাদের সময়ের আন্তর্জাতিক ও আঞ্চলিক সবচেয়ে চাপের চ্যালেঞ্জগুলির মোকাবেলায় আমেরিকা পাকিস্তানের পাশে থাকবে। এই মার্কিন-পাক যোগাযোগের পরে কী কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হর্ষ কাকর

USA-Pakistan Relation
কঠিন সময়ে পাকিস্তানের পাশে থাকার বার্তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 8:12 PM IST

হায়দরাবাদ, 10 এপ্রিল: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে বার্তা পাঠিয়েছেন, ওয়াশিংটন এই সময়ের সবচেয়ে চাপের আন্তর্জাতিক ও আঞ্চলিক চ্যালেঞ্জের মোকাবেলায় তাদের পাশে দাঁড়াবে। 2019 সালের জুলাইয়ে হোয়াইট হাউসে ইমরান খান-ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের পর থেকে এই দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে কোনও যোগাযোগ হয়নি।

মজার বিষয় হল, এই বার্তায় বাইডেন শেহবাজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাননি৷ পাক-ভূখণ্ডে জঙ্গি হামলার জন্য কোনও সহানুভূতি প্রকাশ করেননি৷ এমনকি মার্কিন প্রেসিডেন্ট তাঁর বার্তায় আর্থিক সাহায্যেরও উল্লেখ করেননি। পাকিস্তানের উদ্দেশ্যে বাইডেন-বার্তায় জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সহযোগিতার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, ইসলামাবাদ বর্তমানে আইএমএফ থেকে একটি অতিরিক্ত ঋণের জন্য আলোচনা করছে যার জন্য তাদের আমেরিকার সমর্থন প্রয়োজন।

বাইডেনের তরফে বার্তা মেলার পর মার্কিন বিশেষমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এবং পাকিস্তানের বিশেষমন্ত্রী ইসহাক দারের মধ্যে টেলিফোনে আলোচনা হয়। দুই দেশের সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, উভয় পক্ষই 'পারস্পরিক স্বার্থের সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য তাদের আগ্রহের কথা বলেছে। এর মধ্যে গাজা, লোহিত সাগরের পরিস্থিতি এবং আফগানিস্তানের উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলিও আলোচনা করা হয়েছে।

এই মার্কিন-পাকিস্তান যোগাযোগের মাধ্যমে পাক কৌশলগত বৃত্তে নিয়মিত থেকে পারস্পরিক সম্পর্কের অগ্রগতি পর্যন্ত মূল্যায়ন করা হয়। কেউ কেউ এটাকে পাকিস্তানের প্রতি মার্কিন নীতির পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন। 8 ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচনের পর, মার্কিন কংগ্রেসের 30 জন সদস্য রাষ্ট্রপতি বাইডেন এবং অ্যান্থনি ব্লিঙ্কেনকে চিঠি লিখে পাক নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির দাবি তুলে পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়ার জন্য অনুরোধ করেন। সম্ভবত, এই জন্যই বাইডেন তাঁর বার্তায় শেহবাজকে অভিনন্দন জানানো এড়িয়ে যান।

পাকিস্তান, তার পক্ষ থেকে, বেজিং এবং ওয়াশিংটনের সঙ্গে নিজেদের সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তান থেকে আমেরিকার তড়িঘড়ি সেনা প্রত্যাহারের পর এই সম্পর্কের অবনতি ঘটে। আমেরিকা অবশেষে তালিবানদের সমর্থন করার জন্য পাকিস্তানকেই দায়ী করেছে। ইউক্রেন যুদ্ধের সময় ইমরানের মস্কো সফরের পরে এই সম্পর্ক আরও খারাপ হয়। ইমরানের বিতর্কিত 'সাইফার' দাবির ভিত্তিতে তাঁকে ক্ষমতাচ্যুত করার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করায় দুই দেশের সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করেছিল।

ইমরান প্রকাশ্যে ওয়াশিংটনে পাক রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর অপসারণের বিষয়ে আলোচনা করার জন্য দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী বিদেশমন্ত্রী ডোনাল্ড লুর কাছে অভিযোগ করেন৷ বর্তমানে একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে ইমরান পাকিস্তানের জেলে রয়েছেন।

যদিও পাকিস্তান রুশ-ইউক্রেন সংঘর্ষে নিরপেক্ষতা বজায় রেখেছিল৷ ইউক্রেনে দুটি মার্কিন বেসরকারী কোম্পানির মাধ্যমে গোলাবারুদ সরবরাহ করে 364 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল পাকিস্তান। এগুলি ব্রিটিশ সামরিক কার্গো বিমানে পাকিস্তানের নুর খান বায়ুসেনা ঘাঁটি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এর ফলে পাক-মার্কিন সম্পর্কের আস্থা পুনরুদ্ধার হয়৷ সে জন্যই গত বছরের ডিসেম্বরে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আমেরিকা সফরে যান৷ এই সফরে তিনি মার্কিন বিদেশসচিব ও প্রতিরক্ষা সচিবদের সঙ্গে দেখা করেন।

এটা হতেই পারে, মুনিরের এই সফর পরবর্তীকালে পাকিস্তানে যা ঘটেছিল, তার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ি৷ কারণ, পাক সেনাপ্রধানের আমেরিকা সফরের পর সে দেশের নির্বাচন বিলম্বিত হয় এবং ইমরান খানকে এই নির্বাচনের কয়েকদিন আগেই জেলে যেতে হয়েছিল। যেহেতু গোটা বিষয়টি আমেরিকার অনুমোদিত, তাই এই নিয়ে কোনও সমালোচনা হয়নি। এক মার্কিন মুখপাত্র উল্লেখ করেছেন, ‘পাকিস্তানের জনগণই শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।’ কেজরিওয়ালের গ্রেফতারের মন্তব্যের সঙ্গে এর তুলনা করা যেতে পারে। আমেরিকার বিদেশ বিষয়ক দফতরের মুখপাত্র ম্যাথু মিলারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে পাক সাংবাদিকও এই বিষয়টি তুলে ধরেন।

সিপিইসি এবং গোয়াদর বন্দরের সমাপ্তির পাশাপাশি পাকিস্তানে চিনা প্রভাব বৃদ্ধি আমেরিকার জন্য অবাঞ্ছিত। গোয়াদর একটি কার্যকরী চিনা নৌ ঘাঁটিতে পরিণত হতে পারে৷ কারণ, বন্দরটি চিনকে চল্লিশ বছরের লিজে দেওয়া হয়েছে। এটি বেজিংকে আরব সাগর এবং ওমান উপসাগরে আধিপত্য বিস্তার করার সুযোগ করে দেবে, যা আমেরিকা এবং ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়িয়ে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রও চায় না যে বিআরআই (বেল্ট রোড ইনিশিয়েটিভ) আফগানিস্তানে প্রসারিত হোক।

আমেরিকা চায় ইরান বিরোধী সুন্নি জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলকে সমর্থন অব্যাহত রাখুক পাকিস্তান। চাবাহার বন্দরে এই জঙ্গি গোষ্ঠীর হামলা, দামাস্কাসে তার দূতাবাসের সামনে হামলার জন্য ইরান ইসরায়েলকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার একদিন পরে, সম্ভবত মার্কিন নির্দেশে পাক দ্বারা প্ররোচিত হয় । ব্লিঙ্কেন-এর বার্তা ঘটনাচক্রে এই ধর্মঘটের সঙ্গে মিলে গিয়েছে ।

এই ঘটনা বা তথ্যগুলি ইঙ্গিত দিচ্ছে যে, জইশ আল-আদলের হামলা সাম্প্রতিক দিনগুলিতে ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে । এর আগে ইরানের দ্বারা পাক মাটিতে আন্তঃসীমান্ত ক্ষেপণাস্ত্র হামলা ছিল ইসলামাবাদের মার্কিন দাবি মেনে চলা এবং ইরান-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার লক্ষণ ।

আফগানিস্তান এখন আর পাকিস্তান ছাড়া অন্য কোনও দেশের জন্য হুমকি নয় । সীমান্তের ওপারে রাওয়ালপিন্ডির আক্রমণ এর মধ্যে অস্থিরতা বাড়াতে পারে, যার ফলে অবাঞ্ছিত জঙ্গি গোষ্ঠীগুলি আবার সক্রিয় হতে পারে । তাই, আমেরিকা জোর দিচ্ছে যে, পাকিস্তান তার নিজের মাটিতে টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) এবং বেলুচ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তার প্রতিশোধ যেন সীমিত করে । দুইজন ভিন্ন মার্কিন মুখপাত্র আফগানিস্তানে পাক বিমান হামলার পর উল্লেখ করেছেন, "আমরা পাকিস্তানকে সংযম প্রদর্শনের জন্য অনুরোধ করছি এবং তাদের সন্ত্রাস-বিরোধী প্রচেষ্টায় সাধারণ নাগরিকদের ক্ষতি না করা নিশ্চিত করতে অনুরোধ জানাচ্ছি।"

পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে আইএসকেপি (ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স), আইএসআইএসের একটি শাখাকে সমর্থন করছে বলে জানা যায় ৷ এটি তাজিকিস্তানের সঙ্গে মিলিত হয়ে আফগান সরকারের বিরুদ্ধে চালিত করে, যা ন্যাশনাল রেজিসট্যান্ট ফ্রন্টকে সমর্থন করে ৷ পাশাপাশি, কাবুল শাসনের বিরুদ্ধেও লড়াই করছে । এটি কাবুল টিটিপিকে সমর্থন করার প্রতিশোধমূলক কার্যকলাপ । আমেরিকা এটি সম্পর্কে সচেতন । মস্কোতে সাম্প্রতিক হামলার দায় স্বীকার করেছে আইএসকেপি এবং ঘটনায় গ্রেফতার হয়েছে যারা, তারা মূলত তাজিকিস্তানের বাসিন্দা ।

রাশিয়া এখন পর্যন্ত কিয়েভকে ইউক্রেনে চলা যুদ্ধের জন্য অভ্যন্তরীণ সমর্থন লাভের আশায় অভিযুক্ত করেছে ৷ যদিও পাকিস্তান তার মাটিতে আইএসকেপি ঘাঁটির বিষয়ে সচেতন । আমেরিকা যে হামলার দুই দিন আগে এর খবর জানত তা থেকে এটা স্পষ্ট যে তাদের কাছে প্রয়োজনীয় তথ্য আগে থেকেই ছিল । এটি সম্ভবত পাকিস্তান থেকে চালিত হতে পারে ।

পাকিস্তানের জন্য, ঋণ খেলাপি পরিস্থিতি এড়াতে আইএমএফ থেকে একটি ঋণ নিতেই হবে । এর জন্য ওয়াশিংটনের সমর্থন প্রয়োজন । ঋণের শর্তগুলি দৃঢ়ভাবে উল্লেখ করছে যে, এই টাকা চিনা ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা যাবে না ৷ এই শর্তে বর্তমান ঋণের বোঝা কমানোর জন্য বেজিংকে অনুরোধ করতে পাকিস্তানের উপর চাপ বাড়ছে । ভারত ঋণের সেই শর্তগুলিকে সমর্থন করার জন্যও কাজ করছে ৷ যেখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, ঋণের অর্থ প্রতিরক্ষার জন্য নয় বরং উন্নয়নে ব্যয় করতে হবে ।

পাকিস্তান তার এফ 16 নৌবহরের জন্য আপগ্রেডেশন, খুচরো সামগ্রী এবং গোলাবারুদও চাইবে, যা তারা শুধুমাত্র আমেরিকা থেকে সংগ্রহ করতে পারে । এ জন্য ওয়াশিংটনকে পাশে রাখতে হবে পাকিস্তানকে । পাকিস্তানের দ্বিধা এবং এর ওপর মার্কিন প্রভাব সম্পর্কে ভারত ভালোভাবেই অবগত । ভারত এ-ও জানে যে, ওয়াশিংটন পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে । তাই নয়াদিল্লি ওয়াশিংটনকে তার পক্ষে কাজ করার জন্য চাপ দেওয়ার জন্য কৌশল স্থির করবে ।

চিনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা সত্ত্বেও সে দেশে মার্কিন প্রভাব বেশ স্পষ্ট । যদি আমেরিকা না রাজি হয়, সিপিইসি-তে জড়িত কর্মীদের সুরক্ষার জন্য পাকিস্তানে তার নিরাপত্তা কর্মী রাখার চিনা দাবি ইসলামাবাদ প্রত্যাখ্যান করবে । ইসলামাবাদ আমেরিকা আর চিনা সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা চালিয়ে যাবে ৷ তবে তা মোটেই সহজ হবে না । কারণ, যে কোনও একটি দেশের সমর্থন হারালেই সমস্যায় পড়বে ইসলামাবাদ ৷ পাকিস্তানের টিকে থাকার জন্য উভয় দেশের সমর্থনই অপরিহার্য ।

আরও পড়ুন:

  1. ঋণের বোঝা! প্রত্যাশিতভাবেই ভারতের সম্পর্কে সুর নরম করল মলদ্বীপ
  2. 'ভোট মিটলে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ভালো হবে', আশাবাদী পাকিস্তানের মন্ত্রী
  3. চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে হামলা দু'দেশের মধ্যে অস্বস্তি বাড়িয়েছে

হায়দরাবাদ, 10 এপ্রিল: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে বার্তা পাঠিয়েছেন, ওয়াশিংটন এই সময়ের সবচেয়ে চাপের আন্তর্জাতিক ও আঞ্চলিক চ্যালেঞ্জের মোকাবেলায় তাদের পাশে দাঁড়াবে। 2019 সালের জুলাইয়ে হোয়াইট হাউসে ইমরান খান-ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের পর থেকে এই দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে কোনও যোগাযোগ হয়নি।

মজার বিষয় হল, এই বার্তায় বাইডেন শেহবাজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাননি৷ পাক-ভূখণ্ডে জঙ্গি হামলার জন্য কোনও সহানুভূতি প্রকাশ করেননি৷ এমনকি মার্কিন প্রেসিডেন্ট তাঁর বার্তায় আর্থিক সাহায্যেরও উল্লেখ করেননি। পাকিস্তানের উদ্দেশ্যে বাইডেন-বার্তায় জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সহযোগিতার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, ইসলামাবাদ বর্তমানে আইএমএফ থেকে একটি অতিরিক্ত ঋণের জন্য আলোচনা করছে যার জন্য তাদের আমেরিকার সমর্থন প্রয়োজন।

বাইডেনের তরফে বার্তা মেলার পর মার্কিন বিশেষমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এবং পাকিস্তানের বিশেষমন্ত্রী ইসহাক দারের মধ্যে টেলিফোনে আলোচনা হয়। দুই দেশের সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, উভয় পক্ষই 'পারস্পরিক স্বার্থের সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য তাদের আগ্রহের কথা বলেছে। এর মধ্যে গাজা, লোহিত সাগরের পরিস্থিতি এবং আফগানিস্তানের উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলিও আলোচনা করা হয়েছে।

এই মার্কিন-পাকিস্তান যোগাযোগের মাধ্যমে পাক কৌশলগত বৃত্তে নিয়মিত থেকে পারস্পরিক সম্পর্কের অগ্রগতি পর্যন্ত মূল্যায়ন করা হয়। কেউ কেউ এটাকে পাকিস্তানের প্রতি মার্কিন নীতির পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন। 8 ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচনের পর, মার্কিন কংগ্রেসের 30 জন সদস্য রাষ্ট্রপতি বাইডেন এবং অ্যান্থনি ব্লিঙ্কেনকে চিঠি লিখে পাক নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির দাবি তুলে পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়ার জন্য অনুরোধ করেন। সম্ভবত, এই জন্যই বাইডেন তাঁর বার্তায় শেহবাজকে অভিনন্দন জানানো এড়িয়ে যান।

পাকিস্তান, তার পক্ষ থেকে, বেজিং এবং ওয়াশিংটনের সঙ্গে নিজেদের সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তান থেকে আমেরিকার তড়িঘড়ি সেনা প্রত্যাহারের পর এই সম্পর্কের অবনতি ঘটে। আমেরিকা অবশেষে তালিবানদের সমর্থন করার জন্য পাকিস্তানকেই দায়ী করেছে। ইউক্রেন যুদ্ধের সময় ইমরানের মস্কো সফরের পরে এই সম্পর্ক আরও খারাপ হয়। ইমরানের বিতর্কিত 'সাইফার' দাবির ভিত্তিতে তাঁকে ক্ষমতাচ্যুত করার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করায় দুই দেশের সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করেছিল।

ইমরান প্রকাশ্যে ওয়াশিংটনে পাক রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর অপসারণের বিষয়ে আলোচনা করার জন্য দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী বিদেশমন্ত্রী ডোনাল্ড লুর কাছে অভিযোগ করেন৷ বর্তমানে একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে ইমরান পাকিস্তানের জেলে রয়েছেন।

যদিও পাকিস্তান রুশ-ইউক্রেন সংঘর্ষে নিরপেক্ষতা বজায় রেখেছিল৷ ইউক্রেনে দুটি মার্কিন বেসরকারী কোম্পানির মাধ্যমে গোলাবারুদ সরবরাহ করে 364 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল পাকিস্তান। এগুলি ব্রিটিশ সামরিক কার্গো বিমানে পাকিস্তানের নুর খান বায়ুসেনা ঘাঁটি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এর ফলে পাক-মার্কিন সম্পর্কের আস্থা পুনরুদ্ধার হয়৷ সে জন্যই গত বছরের ডিসেম্বরে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আমেরিকা সফরে যান৷ এই সফরে তিনি মার্কিন বিদেশসচিব ও প্রতিরক্ষা সচিবদের সঙ্গে দেখা করেন।

এটা হতেই পারে, মুনিরের এই সফর পরবর্তীকালে পাকিস্তানে যা ঘটেছিল, তার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ি৷ কারণ, পাক সেনাপ্রধানের আমেরিকা সফরের পর সে দেশের নির্বাচন বিলম্বিত হয় এবং ইমরান খানকে এই নির্বাচনের কয়েকদিন আগেই জেলে যেতে হয়েছিল। যেহেতু গোটা বিষয়টি আমেরিকার অনুমোদিত, তাই এই নিয়ে কোনও সমালোচনা হয়নি। এক মার্কিন মুখপাত্র উল্লেখ করেছেন, ‘পাকিস্তানের জনগণই শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।’ কেজরিওয়ালের গ্রেফতারের মন্তব্যের সঙ্গে এর তুলনা করা যেতে পারে। আমেরিকার বিদেশ বিষয়ক দফতরের মুখপাত্র ম্যাথু মিলারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে পাক সাংবাদিকও এই বিষয়টি তুলে ধরেন।

সিপিইসি এবং গোয়াদর বন্দরের সমাপ্তির পাশাপাশি পাকিস্তানে চিনা প্রভাব বৃদ্ধি আমেরিকার জন্য অবাঞ্ছিত। গোয়াদর একটি কার্যকরী চিনা নৌ ঘাঁটিতে পরিণত হতে পারে৷ কারণ, বন্দরটি চিনকে চল্লিশ বছরের লিজে দেওয়া হয়েছে। এটি বেজিংকে আরব সাগর এবং ওমান উপসাগরে আধিপত্য বিস্তার করার সুযোগ করে দেবে, যা আমেরিকা এবং ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়িয়ে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রও চায় না যে বিআরআই (বেল্ট রোড ইনিশিয়েটিভ) আফগানিস্তানে প্রসারিত হোক।

আমেরিকা চায় ইরান বিরোধী সুন্নি জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলকে সমর্থন অব্যাহত রাখুক পাকিস্তান। চাবাহার বন্দরে এই জঙ্গি গোষ্ঠীর হামলা, দামাস্কাসে তার দূতাবাসের সামনে হামলার জন্য ইরান ইসরায়েলকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার একদিন পরে, সম্ভবত মার্কিন নির্দেশে পাক দ্বারা প্ররোচিত হয় । ব্লিঙ্কেন-এর বার্তা ঘটনাচক্রে এই ধর্মঘটের সঙ্গে মিলে গিয়েছে ।

এই ঘটনা বা তথ্যগুলি ইঙ্গিত দিচ্ছে যে, জইশ আল-আদলের হামলা সাম্প্রতিক দিনগুলিতে ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে । এর আগে ইরানের দ্বারা পাক মাটিতে আন্তঃসীমান্ত ক্ষেপণাস্ত্র হামলা ছিল ইসলামাবাদের মার্কিন দাবি মেনে চলা এবং ইরান-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার লক্ষণ ।

আফগানিস্তান এখন আর পাকিস্তান ছাড়া অন্য কোনও দেশের জন্য হুমকি নয় । সীমান্তের ওপারে রাওয়ালপিন্ডির আক্রমণ এর মধ্যে অস্থিরতা বাড়াতে পারে, যার ফলে অবাঞ্ছিত জঙ্গি গোষ্ঠীগুলি আবার সক্রিয় হতে পারে । তাই, আমেরিকা জোর দিচ্ছে যে, পাকিস্তান তার নিজের মাটিতে টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) এবং বেলুচ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তার প্রতিশোধ যেন সীমিত করে । দুইজন ভিন্ন মার্কিন মুখপাত্র আফগানিস্তানে পাক বিমান হামলার পর উল্লেখ করেছেন, "আমরা পাকিস্তানকে সংযম প্রদর্শনের জন্য অনুরোধ করছি এবং তাদের সন্ত্রাস-বিরোধী প্রচেষ্টায় সাধারণ নাগরিকদের ক্ষতি না করা নিশ্চিত করতে অনুরোধ জানাচ্ছি।"

পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে আইএসকেপি (ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স), আইএসআইএসের একটি শাখাকে সমর্থন করছে বলে জানা যায় ৷ এটি তাজিকিস্তানের সঙ্গে মিলিত হয়ে আফগান সরকারের বিরুদ্ধে চালিত করে, যা ন্যাশনাল রেজিসট্যান্ট ফ্রন্টকে সমর্থন করে ৷ পাশাপাশি, কাবুল শাসনের বিরুদ্ধেও লড়াই করছে । এটি কাবুল টিটিপিকে সমর্থন করার প্রতিশোধমূলক কার্যকলাপ । আমেরিকা এটি সম্পর্কে সচেতন । মস্কোতে সাম্প্রতিক হামলার দায় স্বীকার করেছে আইএসকেপি এবং ঘটনায় গ্রেফতার হয়েছে যারা, তারা মূলত তাজিকিস্তানের বাসিন্দা ।

রাশিয়া এখন পর্যন্ত কিয়েভকে ইউক্রেনে চলা যুদ্ধের জন্য অভ্যন্তরীণ সমর্থন লাভের আশায় অভিযুক্ত করেছে ৷ যদিও পাকিস্তান তার মাটিতে আইএসকেপি ঘাঁটির বিষয়ে সচেতন । আমেরিকা যে হামলার দুই দিন আগে এর খবর জানত তা থেকে এটা স্পষ্ট যে তাদের কাছে প্রয়োজনীয় তথ্য আগে থেকেই ছিল । এটি সম্ভবত পাকিস্তান থেকে চালিত হতে পারে ।

পাকিস্তানের জন্য, ঋণ খেলাপি পরিস্থিতি এড়াতে আইএমএফ থেকে একটি ঋণ নিতেই হবে । এর জন্য ওয়াশিংটনের সমর্থন প্রয়োজন । ঋণের শর্তগুলি দৃঢ়ভাবে উল্লেখ করছে যে, এই টাকা চিনা ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা যাবে না ৷ এই শর্তে বর্তমান ঋণের বোঝা কমানোর জন্য বেজিংকে অনুরোধ করতে পাকিস্তানের উপর চাপ বাড়ছে । ভারত ঋণের সেই শর্তগুলিকে সমর্থন করার জন্যও কাজ করছে ৷ যেখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, ঋণের অর্থ প্রতিরক্ষার জন্য নয় বরং উন্নয়নে ব্যয় করতে হবে ।

পাকিস্তান তার এফ 16 নৌবহরের জন্য আপগ্রেডেশন, খুচরো সামগ্রী এবং গোলাবারুদও চাইবে, যা তারা শুধুমাত্র আমেরিকা থেকে সংগ্রহ করতে পারে । এ জন্য ওয়াশিংটনকে পাশে রাখতে হবে পাকিস্তানকে । পাকিস্তানের দ্বিধা এবং এর ওপর মার্কিন প্রভাব সম্পর্কে ভারত ভালোভাবেই অবগত । ভারত এ-ও জানে যে, ওয়াশিংটন পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে । তাই নয়াদিল্লি ওয়াশিংটনকে তার পক্ষে কাজ করার জন্য চাপ দেওয়ার জন্য কৌশল স্থির করবে ।

চিনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা সত্ত্বেও সে দেশে মার্কিন প্রভাব বেশ স্পষ্ট । যদি আমেরিকা না রাজি হয়, সিপিইসি-তে জড়িত কর্মীদের সুরক্ষার জন্য পাকিস্তানে তার নিরাপত্তা কর্মী রাখার চিনা দাবি ইসলামাবাদ প্রত্যাখ্যান করবে । ইসলামাবাদ আমেরিকা আর চিনা সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা চালিয়ে যাবে ৷ তবে তা মোটেই সহজ হবে না । কারণ, যে কোনও একটি দেশের সমর্থন হারালেই সমস্যায় পড়বে ইসলামাবাদ ৷ পাকিস্তানের টিকে থাকার জন্য উভয় দেশের সমর্থনই অপরিহার্য ।

আরও পড়ুন:

  1. ঋণের বোঝা! প্রত্যাশিতভাবেই ভারতের সম্পর্কে সুর নরম করল মলদ্বীপ
  2. 'ভোট মিটলে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ভালো হবে', আশাবাদী পাকিস্তানের মন্ত্রী
  3. চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে হামলা দু'দেশের মধ্যে অস্বস্তি বাড়িয়েছে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.