ETV Bharat / lifestyle

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের উজ্জ্বল ত্বকের রহস্য জানেন ? - AMITABH AND JAYA BACHCHAN SKIN CARE

এই বয়সেও অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন কীভাবে তাঁদের ত্বক উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখেন ? মেয়ে স্বেতা বচ্চন জানালেন সেই রহস্য ৷ জানুন বিস্তারিত...

Skin Care News
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Oct 25, 2024, 5:33 PM IST

কলকাতা: বলিউডের বাদশাহ অমিতাভ বচ্চনের বয়স 82 এবং তাঁর স্ত্রী জয়া বচ্চনের বয়স ইতিমধ্যে 76 বছর । আপনি কি কখনও ভেবে দেখেছেন তাঁদের উজ্জ্বল মুখের পেছনের কারণ কী ? মেয়ে শ্বেতা বচ্চন সম্প্রতি এক সাক্ষাৎকারে তার বাবা-মায়ের চমৎকার ত্বকের রহস্য প্রকাশ করেছেন ৷ জেনে নিন, শ্বেতা বচ্চন তাঁর বাবা-মায়ের উজ্জ্বল ত্বকের রহস্য সম্পর্কে কী বলেছিলেন এবং উজ্জ্বল ত্বক পেতে আপনি কী পণ্য ব্যবহার করতে পারেন ।

ত্বকের জন্য সর্ষের তেল: শ্বেতা বচ্চন মীরা কাপুরের ইউটিউব সিরিজ 'স্কিন অ্যান্ড উইদিন'-এ বলেছিলেন, বাঙালিরা প্রচুর পরিমাণে সর্ষের তেল ব্যবহার করেন । আমার মা প্রতিদিন মাছ খান এবং আমার বাবা প্রতিদিন তাঁর মুখে এবং শরীরে সর্ষের তেল ব্যবহার করেন ৷ আজ পর্যন্ত কোনও কসমেটিক ব্যবহার করেননি ৷ এই কারণেই আমি মনে করি তাঁদের উভয়েরই বয়স হওয়া সত্ত্বেও এত উজ্জ্বল এবং স্বাস্থ্যকর ত্বক রয়েছে ৷

শ্বেতা বচ্চন বলেছেন, তার মা এবং বাবা সর্ষের তেলকে তাঁদের স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ করেছেন ৷ তিনি জানান, আমি মনে করি যে আপনার ত্বকের 80 শতাংশ আপনার স্বাস্থ্যকর খাদ্যের উপর নির্ভর করে ।

সর্ষের তেলের উপকারিতা: গৃহস্থালির কাজের পাশাপাশি, সর্ষের তেল আপনার মুখ উজ্জ্বল করতে, বর্ণ বাড়াতে এবং বলিরেখা দূর করতে সাহায্য করে । এই তেল রক্ত ​​সঞ্চালন উন্নত করে এবং চোখের চারপাশে কালো দাগ দূর করতে সাহায্য করে ৷ এছাড়াও ফাটা ঠোঁট ও বলিরেখা দূর করতেও অনেকে ভরসা করেন সর্ষের তেলের ওপর ৷

সর্ষের তেল কি সবার জন্য ভালো ?

সর্ষের তেল থেকে সবাই যে উপকৃত হতে পারে এমন নয় ৷ চর্ম বিশেষজ্ঞদের মতে, সর্ষের তেল ব্যবহারের সময় কিছু বিষয় খেয়াল রাখা উচিত ৷ সবসময় কোনও জিনিস ব্যবহারের আগে একজন ত্বকের যত্ন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা গুরুত্বপূর্ণ ৷ কারণ প্রত্যেকের ত্বকের ধরণ আলাদা এবং একই পদ্ধতি সবার জন্য কাজ করে না ৷

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

কলকাতা: বলিউডের বাদশাহ অমিতাভ বচ্চনের বয়স 82 এবং তাঁর স্ত্রী জয়া বচ্চনের বয়স ইতিমধ্যে 76 বছর । আপনি কি কখনও ভেবে দেখেছেন তাঁদের উজ্জ্বল মুখের পেছনের কারণ কী ? মেয়ে শ্বেতা বচ্চন সম্প্রতি এক সাক্ষাৎকারে তার বাবা-মায়ের চমৎকার ত্বকের রহস্য প্রকাশ করেছেন ৷ জেনে নিন, শ্বেতা বচ্চন তাঁর বাবা-মায়ের উজ্জ্বল ত্বকের রহস্য সম্পর্কে কী বলেছিলেন এবং উজ্জ্বল ত্বক পেতে আপনি কী পণ্য ব্যবহার করতে পারেন ।

ত্বকের জন্য সর্ষের তেল: শ্বেতা বচ্চন মীরা কাপুরের ইউটিউব সিরিজ 'স্কিন অ্যান্ড উইদিন'-এ বলেছিলেন, বাঙালিরা প্রচুর পরিমাণে সর্ষের তেল ব্যবহার করেন । আমার মা প্রতিদিন মাছ খান এবং আমার বাবা প্রতিদিন তাঁর মুখে এবং শরীরে সর্ষের তেল ব্যবহার করেন ৷ আজ পর্যন্ত কোনও কসমেটিক ব্যবহার করেননি ৷ এই কারণেই আমি মনে করি তাঁদের উভয়েরই বয়স হওয়া সত্ত্বেও এত উজ্জ্বল এবং স্বাস্থ্যকর ত্বক রয়েছে ৷

শ্বেতা বচ্চন বলেছেন, তার মা এবং বাবা সর্ষের তেলকে তাঁদের স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ করেছেন ৷ তিনি জানান, আমি মনে করি যে আপনার ত্বকের 80 শতাংশ আপনার স্বাস্থ্যকর খাদ্যের উপর নির্ভর করে ।

সর্ষের তেলের উপকারিতা: গৃহস্থালির কাজের পাশাপাশি, সর্ষের তেল আপনার মুখ উজ্জ্বল করতে, বর্ণ বাড়াতে এবং বলিরেখা দূর করতে সাহায্য করে । এই তেল রক্ত ​​সঞ্চালন উন্নত করে এবং চোখের চারপাশে কালো দাগ দূর করতে সাহায্য করে ৷ এছাড়াও ফাটা ঠোঁট ও বলিরেখা দূর করতেও অনেকে ভরসা করেন সর্ষের তেলের ওপর ৷

সর্ষের তেল কি সবার জন্য ভালো ?

সর্ষের তেল থেকে সবাই যে উপকৃত হতে পারে এমন নয় ৷ চর্ম বিশেষজ্ঞদের মতে, সর্ষের তেল ব্যবহারের সময় কিছু বিষয় খেয়াল রাখা উচিত ৷ সবসময় কোনও জিনিস ব্যবহারের আগে একজন ত্বকের যত্ন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা গুরুত্বপূর্ণ ৷ কারণ প্রত্যেকের ত্বকের ধরণ আলাদা এবং একই পদ্ধতি সবার জন্য কাজ করে না ৷

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.