বিয়ের মরশুম শুরু হলে বাঙালির সাজগোজ ও চর্চা শুরু হয়ে যায় ৷ আত্মীয় হোক বা বন্ধুর বিয়ে সাজগোজ পোশাকের আলোচনা চলতেই থাকে ৷ সবার সাজগোজ ও পোশাকের মধ্যে নিজেকে আলাদা দেখানোর একটা বিশেষ বিষয় ৷ বিয়ে মানেই শাড়ি, লেহেঙ্গার লাইন আর ভারী মেকআপ । মেয়েদের সাজ বরাবরই নজরকাড়ে । কিন্তু এমন নয় যে পুরুষদের সাজ না দেখার মতো । সময়ের সঙ্গে বিয়ে বাড়িতে মেয়েদের যেমন শাড়ির সঙ্গে লেহেঙ্গা পরার চল বেড়েছে তেমনই পুরুষদের সাজেও বদল এসেছে । মেকআপ নিয়ে পুরুষদের এতো মাথা ঘামানো না থাকলেও পোশাকের সম্ভার নজরকাড়া চাই ৷
ময়ূর পুচ্ছ ধুতি ও তসরের পাঞ্জাবি: বাঙালির সঙ্গে পাঞ্জাবির সম্পর্ক বহুদিনের । আগে যে কোনও অনুষ্ঠানে পুরুষেরা ধুতি, পাঞ্জাবি পরতেন । এখন যুগের বদল ঘটলেও বাঙালিদের মধ্যে আজও সেই সাবেকিয়ানা রয়ে গিয়েছে । এখনও ধুতি পাঞ্জাবির চল বেশ চলনশীল ৷ তবে এখন বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যায় ৷ যা পরলেও লাগে চমৎকার ৷ সেই পাঞ্জাবির মধ্যে অন্যতম বৈশিষ্ঠ্য হল ময়ূর পুচ্ছ ধুতি ও তসরের পাঞ্জাবি ৷ যা আপনার বিয়ে বাড়ির লুককে করে তুলবে অসাধারণ ৷ পাঞ্জাবির মধ্যে বুটিক বা সুতো দিয়ে কাজ করা পরতে পারেন । সাইডে বোতাম কিংবা গলার কাছে নকশা করা পাঞ্জাবির চল এখন বেশ বেড়েছে ।
স্যুট: নরম্যাল লুকে নজর কাড়তে কে না চায় ৷ এই লুকের জন্য স্যুট সেরা ৷ বিয়ে বাড়ির জন্য আপনার পছন্দ মতো স্যুট বেছে নিন ৷ সেটা হালকা বা ডিপ ৷ ব্লেজার ডিপ হলে হালকা একটা শার্ট ও হালকা পরলে ডিপ শার্ট মানানসই হবে ৷ তাছাড়া শীতকালে এই পোশাক ঠান্ডা থেকেও রক্ষা করতে সাহায্য করবে ৷