ETV Bharat / lifestyle

খুব সহজেই গায়ে হলুদে কীভাবে সাজবেন ? টিপস দিলেন মেকআপ আর্টিস্ট - BENGALI BRIDE HALDI LOOK

চলছে বিয়ের মরশুম ৷ বাঙালির বিয়েতে চলে হাজারও অনুষ্ঠান ৷ তেমনি গায়ে হলুদ বা হলদি একটা বিশেষ ৷ এই সাজের টিপস দিলেন অন্বেষা সরকার ৷

haldi look Tips
বাঙালির হায়ে হলুদের সাজের টিপস (Freepik)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 29, 2024, 1:11 PM IST

চারিদিকে এখন বিয়েবাড়ির মরশুম । প্রতি বছরই অঘ্রাণেই সবথেকে বেশি বিয়ে হয় । এখনকার যুগলরা বিয়ের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকেন ৷ বিয়ে এখন একটা পরিবারের কাছে বড় ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে ৷ কারণ বাঙালির বিয়েও এখন বিভিন্ন প্রোগ্রাম দিয়ে শুরু হয় ৷ সঙ্গীত থেকে শুরু করে মেহেন্দি ৷ তার চলে একবছর ধরে প্রস্তুতি ৷ আর এই একটি ইভেন্টে থাকে এক এক সাজের বাহার ৷ মেকআপ আর্টিস্ট অন্বেষা সরকার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে মেকআপের কিছু টিপস শেয়ার করেছেন ৷

বিয়ের সকালে গায়ে হলুদ তো এটা একটা কমন অনুষ্ঠান । ভারতীয় শাস্ত্রমতে খুবই গুরুত্বপূর্ণ এক রীতি হল হলদি বা গায়ে হলুদ । ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গায়ে হলুদ আসে । সঙ্গে আসে একাধিক তত্ত্বও । মূলত কাঁচা হলুদই ব্যবহার করা হয় এই অনুষ্ঠানে । আর এই অনুষ্ঠানের সাজও থাকে দেখনসই ৷

haldi look
মেকআপ টিপস (Freepik)

মেকআপ আর্টিস্ট বলেন, "বিয়ে কোন সিজনে হচ্ছে সাজের ক্ষেত্রে সেটা ভাবা খুবই গুরুত্বপূর্ণ ৷ এখন যেহেতু শীতকাল তাই যদি একটা হলদি লুক ক্রিয়েট করা হয় প্রথমে কিছু জিনিস মেনে চলা প্রয়োজন ৷ শীতকালে ত্বক শুষ্ক হয় ৷ তাই প্রথমে মুখ ভালো করে ধুয়ে একটা হেবি ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন ৷ এরপর অবশ্যই ত্বকের ধরণ অনুযায়ী একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে যেহেতু হলদি দিনের বেলার অনুষ্ঠান ৷ এরপর একটা ময়শ্চারাইজিং প্রাইমার ব্যবহার করতে হবে ৷ যা মেকআপকে অনেকক্ষণ স্টে করবে ও ত্বককেও হাইড্রেট করতে সাহায্য করবে ৷"

এছাড়াও বলেন, "এইসব হয়ে গেলে ফাউনডেশন ব্যবহার করতে হবে ৷ তবে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন ফাউনডেশন যেনো ত্বকের ধরণ অনুযায়ী হয় ৷ তারপর কনসিলার দিয়ে ব্লেন্ড করতে হবে ৷ সবশেষে পাউডার দিয়ে সেট করে নিতে হবে ৷ তবে গরমকালের মতো অত পাউডার দিলে চলবে না ৷ অল্প পাউডার দিয়ে বেশটাকে সেট করে নিতে হবে ৷ এরপর হাইলাইটার দিয়ে মুখের মেকআপ শেষ হবে ৷"

haldi look make up Tips
হলদি আই মেকআপ টিপস (Freepik)

আই মেকআপ: তিনি জানান, যেহেতু হলদি লুক দিনের বেলা তাই হেবি কোনও লুক আই মেকআপে হবে না ৷ ন্যাচারাল কিছু বা ব্রাউনের উপর আইমেকআপ করা যায় ৷ এখানে লাইনার ও কাজল দিয়ে লুক শেষ করা যায় ৷ অথবা শুধু লাইনার বা শুধু কাজলও দেওয়া যেতে পারে ৷ আই মেকআপে সবথেকে গুরুত্বপূর্ণ হল মাসকারা ৷ এটি খুব ভালো করে দেওয়া প্রয়োজন ৷ এভাবে লুক শেষ করার পর ভালো সেটিং স্প্রে দিয়ে লুকটাকে সেট করতে হবে ৷ যারফলে দিনেরবেলা মেকআপ সেট হয়ে যায় ৷ ঠোঁটে হালকা একটা লিপস্টিক দিলেই গায়ে হলুদের লুক রেডি ৷

সাধারণ হলুদ-লাল শাড়িতেই এদিন বেশ ভালো লাগে মেয়েদেরকে । সঙ্গে তো থাকবেই হালকা সোনার গয়না । ফুলের গয়নাও বেশ মানায় ৷ সাধারণেই হয়ে ওঠা যায় অসাধারণ ।

চারিদিকে এখন বিয়েবাড়ির মরশুম । প্রতি বছরই অঘ্রাণেই সবথেকে বেশি বিয়ে হয় । এখনকার যুগলরা বিয়ের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকেন ৷ বিয়ে এখন একটা পরিবারের কাছে বড় ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে ৷ কারণ বাঙালির বিয়েও এখন বিভিন্ন প্রোগ্রাম দিয়ে শুরু হয় ৷ সঙ্গীত থেকে শুরু করে মেহেন্দি ৷ তার চলে একবছর ধরে প্রস্তুতি ৷ আর এই একটি ইভেন্টে থাকে এক এক সাজের বাহার ৷ মেকআপ আর্টিস্ট অন্বেষা সরকার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে মেকআপের কিছু টিপস শেয়ার করেছেন ৷

বিয়ের সকালে গায়ে হলুদ তো এটা একটা কমন অনুষ্ঠান । ভারতীয় শাস্ত্রমতে খুবই গুরুত্বপূর্ণ এক রীতি হল হলদি বা গায়ে হলুদ । ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গায়ে হলুদ আসে । সঙ্গে আসে একাধিক তত্ত্বও । মূলত কাঁচা হলুদই ব্যবহার করা হয় এই অনুষ্ঠানে । আর এই অনুষ্ঠানের সাজও থাকে দেখনসই ৷

haldi look
মেকআপ টিপস (Freepik)

মেকআপ আর্টিস্ট বলেন, "বিয়ে কোন সিজনে হচ্ছে সাজের ক্ষেত্রে সেটা ভাবা খুবই গুরুত্বপূর্ণ ৷ এখন যেহেতু শীতকাল তাই যদি একটা হলদি লুক ক্রিয়েট করা হয় প্রথমে কিছু জিনিস মেনে চলা প্রয়োজন ৷ শীতকালে ত্বক শুষ্ক হয় ৷ তাই প্রথমে মুখ ভালো করে ধুয়ে একটা হেবি ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন ৷ এরপর অবশ্যই ত্বকের ধরণ অনুযায়ী একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে যেহেতু হলদি দিনের বেলার অনুষ্ঠান ৷ এরপর একটা ময়শ্চারাইজিং প্রাইমার ব্যবহার করতে হবে ৷ যা মেকআপকে অনেকক্ষণ স্টে করবে ও ত্বককেও হাইড্রেট করতে সাহায্য করবে ৷"

এছাড়াও বলেন, "এইসব হয়ে গেলে ফাউনডেশন ব্যবহার করতে হবে ৷ তবে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন ফাউনডেশন যেনো ত্বকের ধরণ অনুযায়ী হয় ৷ তারপর কনসিলার দিয়ে ব্লেন্ড করতে হবে ৷ সবশেষে পাউডার দিয়ে সেট করে নিতে হবে ৷ তবে গরমকালের মতো অত পাউডার দিলে চলবে না ৷ অল্প পাউডার দিয়ে বেশটাকে সেট করে নিতে হবে ৷ এরপর হাইলাইটার দিয়ে মুখের মেকআপ শেষ হবে ৷"

haldi look make up Tips
হলদি আই মেকআপ টিপস (Freepik)

আই মেকআপ: তিনি জানান, যেহেতু হলদি লুক দিনের বেলা তাই হেবি কোনও লুক আই মেকআপে হবে না ৷ ন্যাচারাল কিছু বা ব্রাউনের উপর আইমেকআপ করা যায় ৷ এখানে লাইনার ও কাজল দিয়ে লুক শেষ করা যায় ৷ অথবা শুধু লাইনার বা শুধু কাজলও দেওয়া যেতে পারে ৷ আই মেকআপে সবথেকে গুরুত্বপূর্ণ হল মাসকারা ৷ এটি খুব ভালো করে দেওয়া প্রয়োজন ৷ এভাবে লুক শেষ করার পর ভালো সেটিং স্প্রে দিয়ে লুকটাকে সেট করতে হবে ৷ যারফলে দিনেরবেলা মেকআপ সেট হয়ে যায় ৷ ঠোঁটে হালকা একটা লিপস্টিক দিলেই গায়ে হলুদের লুক রেডি ৷

সাধারণ হলুদ-লাল শাড়িতেই এদিন বেশ ভালো লাগে মেয়েদেরকে । সঙ্গে তো থাকবেই হালকা সোনার গয়না । ফুলের গয়নাও বেশ মানায় ৷ সাধারণেই হয়ে ওঠা যায় অসাধারণ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.