ETV Bharat / lifestyle

এই কারণগুলির জন্য পুরুষরা সম্পর্কে প্রতারণা করেন - RELATIONSHIP TIPS

পুরুষরা সম্পর্কে যেভাবে প্রতরণা করে তার কারণ অনেকসময় উপেক্ষা করা হয় ৷ জানেন কি কী কারণে পুরুষরা সম্পর্কে প্রতারণা করেন ?

relationship Tips
সম্পর্কের কিছু টিপস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 9, 2024, 10:34 AM IST

সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা বিশ্বাস এবং সততা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ৷ এই বিশ্বাস ভেঙে গেলে মন ভাঙে সঙ্গে সঙ্গে অনেক প্রশ্নও আসে ৷ বিশেষকরে পুরুষরা যদি ঠকাতে থাকে তাহলে কেন তারা এমন করে ? এর পিছনে অনেক অনেক কারণ থাকে ৷ যা প্রায়শই উপেক্ষা করা হয় ৷

কখনও কখনও কোনও সম্পর্ক শুধুমাত্র আকর্ষণ বা একটি নতুন শুরুর আকাঙ্ক্ষা নয়, এর পিছনে লুকিয়ে আছে কিছু মনস্তাত্ত্বিক এবং মানসিক কারণ ৷ যা আপনাকে অবাক করে দিতে পারে । জেনে নিন, পুরুষরা কেন ঠকায় তার মনের মানুষকে ?

1) মানসিক অসন্তোষ: যখন কোনও পুরুষ তাঁদের বিয়ে বা প্রেমের সম্পর্কের মধ্যে মানসিক তৃপ্তি পান না তখন বাইরের অন্য কোনও মহিলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন ৷ এর কারণ হতে পারে সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ ঠিক না থাকা ৷ এরজন্য ইগোও একটি কারণ হতে পারে ৷ কোনও ঝগড়া হলে একে অপরের সঙ্গে কথা না বলে ইগো কাজ করে ৷ যারফলে সম্পর্ক খারাপের দিকে নিয়ে যায় ৷

2) কম আত্মসম্মান: কিছু পুরুষের জন্য, প্রতারণা তাঁদের আত্মসম্মান বৃদ্ধি করার একটি প্রচেষ্টা । যখন তাঁরা সফল, আকর্ষণীয় বা সক্ষম বোধ করেন না, তখন অন্য কারও সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন ও 'পুরুষত্ব' প্রমাণ করার চেষ্টা করে থাকেন ।

3) উত্তেজনা: পুরুষরা প্রায়ই প্রতারণা করেন কারণ তাঁরা তাঁদের বর্তমান সম্পর্কের মধ্যে উত্তেজনার অভাব অনুভব করেন । একটি নতুন সম্পর্ক বা নতুন ব্যক্তি তাঁদের জীবনে উৎসাহ নিয়ে আসেন বলে মনে করেন ৷ তাই সম্পর্কে কোনও সমস্যা হলে একে অপরের সঙ্গে কথা বলা প্রয়োজন ৷

4) যৌন সম্পর্ক: অনেক পুরুষ একই সঙ্গীর সঙ্গে যৌন মিলনে বিরক্ত হয়ে নতুন কোনও যৌন সম্পর্ক চান । যারফলে সম্পর্ক শারীরিকভাবে আকর্ষণ বাড়ে ৷ ফলে সম্পর্কের ভিত্তি কমে ৷

সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা বিশ্বাস এবং সততা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ৷ এই বিশ্বাস ভেঙে গেলে মন ভাঙে সঙ্গে সঙ্গে অনেক প্রশ্নও আসে ৷ বিশেষকরে পুরুষরা যদি ঠকাতে থাকে তাহলে কেন তারা এমন করে ? এর পিছনে অনেক অনেক কারণ থাকে ৷ যা প্রায়শই উপেক্ষা করা হয় ৷

কখনও কখনও কোনও সম্পর্ক শুধুমাত্র আকর্ষণ বা একটি নতুন শুরুর আকাঙ্ক্ষা নয়, এর পিছনে লুকিয়ে আছে কিছু মনস্তাত্ত্বিক এবং মানসিক কারণ ৷ যা আপনাকে অবাক করে দিতে পারে । জেনে নিন, পুরুষরা কেন ঠকায় তার মনের মানুষকে ?

1) মানসিক অসন্তোষ: যখন কোনও পুরুষ তাঁদের বিয়ে বা প্রেমের সম্পর্কের মধ্যে মানসিক তৃপ্তি পান না তখন বাইরের অন্য কোনও মহিলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন ৷ এর কারণ হতে পারে সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ ঠিক না থাকা ৷ এরজন্য ইগোও একটি কারণ হতে পারে ৷ কোনও ঝগড়া হলে একে অপরের সঙ্গে কথা না বলে ইগো কাজ করে ৷ যারফলে সম্পর্ক খারাপের দিকে নিয়ে যায় ৷

2) কম আত্মসম্মান: কিছু পুরুষের জন্য, প্রতারণা তাঁদের আত্মসম্মান বৃদ্ধি করার একটি প্রচেষ্টা । যখন তাঁরা সফল, আকর্ষণীয় বা সক্ষম বোধ করেন না, তখন অন্য কারও সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন ও 'পুরুষত্ব' প্রমাণ করার চেষ্টা করে থাকেন ।

3) উত্তেজনা: পুরুষরা প্রায়ই প্রতারণা করেন কারণ তাঁরা তাঁদের বর্তমান সম্পর্কের মধ্যে উত্তেজনার অভাব অনুভব করেন । একটি নতুন সম্পর্ক বা নতুন ব্যক্তি তাঁদের জীবনে উৎসাহ নিয়ে আসেন বলে মনে করেন ৷ তাই সম্পর্কে কোনও সমস্যা হলে একে অপরের সঙ্গে কথা বলা প্রয়োজন ৷

4) যৌন সম্পর্ক: অনেক পুরুষ একই সঙ্গীর সঙ্গে যৌন মিলনে বিরক্ত হয়ে নতুন কোনও যৌন সম্পর্ক চান । যারফলে সম্পর্ক শারীরিকভাবে আকর্ষণ বাড়ে ৷ ফলে সম্পর্কের ভিত্তি কমে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.