বান্দা আচে (ইন্দোনেশিয়া), 20 মার্চ: রোহিঙ্গা মুসলিমদের নিয়ে ডুবে গেল নৌকা ৷ সংবাদসংস্থা এপি সূত্রে খবর, দুর্ঘটনার সময় নৌকাটিতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন ৷ ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার উত্তরভাগের শেষপ্রান্ত আচে প্রদেশে ৷ এটি কুয়ালা বুবোন বিচ থেকে 16 মাইল দূরে ৷ কুয়ালা বুবোনের স্থানীয় কিছু জেলে ঘটনাটি দেখতে পেয়ে ছ’জন রোহিঙ্গাকে উদ্ধার করেছেন ৷ এই মুহূর্তে তাদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে ৷ এখনও পর্যন্ত ঘটনায় কারও মৃত্যু হয়েছে কি না, তা জানা যায়নি ৷ বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷
মায়ানমারে নিরাপত্তা বাহিনীর হাত থেকে বাঁচাতে প্রায় 7 লক্ষ 40 হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে পুনর্বাসিত করা হয়েছে । তারপর ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি ৷ হাজার হাজার মানুষে উপচে পড়ছে বাংলাদেশের শরনার্থী শিবিরে ৷ ওই শিবির থেকে প্রতিবেশী দেশগুলিতে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছে রোহিঙ্গারা ৷ ইন্দোনেশিয়ায় গত বছরের নভেম্বর থেকেই শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ৷
জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, গত বছর প্রায় 4,500 রোহিঙ্গা মায়ানমার এবং প্রতিবেশী বাংলাদেশে শরণার্থী শিবির থেকে পালিয়ে গিয়েছেন ৷ এর মধ্যে 569 জন বঙ্গোপসাগর ও আন্দামান সাগর পাড়ি দিতে গিয়ে মারা গিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। 2014 সালের পর সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা । 2022 সালে 3 হাজার 500 জন রোহিঙ্গা বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর পেরনোর চেষ্টা করেছিল ৷ আগের বছরের তুলনায় তা 360 শতাংশ বেশি ৷ কমপক্ষে 348 জনের মৃত্যু হয়েছিল ৷
অন্যদিকে, মায়ানমারে নিরাপদে ফিরে আসাও কার্যত অসম্ভব ৷ কারণ তাদের উপর হামলাকারী সামরিক বাহিনী 2021 সালে মায়ানমারের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উৎখাত করেছে । ফলে রোহিঙ্গা সংকটের এখনও উত্তর নেই ৷
আরও পড়ুন: