জেনেভা, 14 সেপ্টেম্বর: ক্রমশ ছড়াচ্ছে Mpox ৷ প্রাণঘাতী এবং সংক্রমণ হার ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ তারমধ্যেই স্বস্তির খবর শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ হু (WHO) জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য একটি এম-পক্স ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে ৷ এটিকে আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অংশে এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও অভিহিত করেছে হু ।
বায়োটেকনোলজি কোম্পানি Bavarian Nordic A/S ভ্যাকসিনটির প্রাক-যোগ্যতা মানে সিলমোহর দিয়েছে ৷ জানানো হয়েছে গাভি (GAVI), দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং ইউনিসেফ এটি কিনতে পারে । কিন্তু একটিমাত্র প্রস্তুতকারক হওয়ার কারণে এর সরবরাহ অত্যন্ত সীমিত ।
হু’র ডিরেক্টর জেনারেল তেদ্রস আধানম ঘেব্রেইসাস বলেন, ‘‘আফ্রিকার বর্তমানে এম-পক্স প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে এবং ভবিষ্যতে এই রোগের মোকাবিলা, উভয় ক্ষেত্রেই Mpox-এর বিরুদ্ধে ভ্যাকসিনের এই প্রথম প্রাক-যোগ্যতা নির্ধারণ, এই রোগের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।’’
রাষ্ট্রসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান ভ্যাকসিনটি যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে সংগ্রহ, অনুদান এবং প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন । হু জানিয়েছে, 18 বা তার বেশি বয়সের লোকেদের দু’টি ডোজের হিসেবে ভ্যাকসিন দেওয়া যেতে পারে । হু এক বিবৃতিতে জানিয়েছে, ভ্যাকসিনটি বর্তমানে 18 বছরের কম বয়সিদের জন্য অনুমোদিত নয় ৷ শিশু এবং কিশোর-কিশোরীদের টিকা দেওয়ার ক্ষেত্রে এখনও ঝুঁকিমুক্ত নয় ।
আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের আধিকারিকরা গত মাসে জানিয়েছিলেন, কঙ্গোতে প্রায় 70 শতাংশ ক্ষেত্রে এমপক্স দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে 15 বছরের কম বয়সি শিশুরা ৷ যাদের ক্ষেত্রে মৃত্যুর হার প্রায় 85 শতাংশ । আফ্রিকা সিডিসি জানিয়েছে, গত সপ্তাহে আরও 107 জনের মৃত্যু হয়েছে ৷ 3,160 জন নতুন করে সংক্রমিত হয়েছে ৷