ওয়াশিংটন, 13 জুলাই: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রশংসায় পঞ্চমুখ হলেন সেদেশের প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ভবিষ্য়তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মতো সমস্ত যোগ্যতা হ্যারিসের আছে বলেও জানিয়েছেন বাইডেন ৷
কেন তিনি এমন মনে করেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ ব্যাখ্যা দিতে গিয়ে তিনি তুলে ধরেছেন কমলা হ্যারিসের একাধিক ভালো দিকের কথা ৷ হ্যারিসের মহিলাদের জন্য অধিকারের লড়াই ও বিভিন্ন ইস্যুকে সামলানোর দক্ষতার কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন ৷
এক সাংবাদিক বৈঠকে এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "প্রথম থেকেই, আমি এটা নিয়ে কোনও আপত্তি করিনি । তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য । সেই কারণেই আমি তাঁকে বেছে নিয়েছি ।" তিনি আরও বলেন, "সেনেটে, তিনি সত্যিই ভালো ছিলেন । আমি তাঁকে বেছে নিতাম না, যদি না আমি ভাবতাম যে তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ।"
উল্লেখ্য়, এবারের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে টিভি ডিবেটে খারাপ পারফরম্যান্সের পর বাইডেনের সমালোচনা করেছেন অনেকে ৷ ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড় থেকে বাইডেনের সড়ে দাঁড়ানো উচিত বলে অনেকে মনে করেন ৷
সেই পরিস্থিতিতে কমলা হ্যারিসকে দেওয়া বাইডেনের এই সার্টিফিকেট নতুন জল্পনা তৈরি করল ৷ প্রশ্ন উঠেছে, তাহলে প্রেসিডেন্ট পদের জন্য হ্যারিসকে এগিয়ে দিয়ে নিজে সরে দাঁড়াবেন বাইডেন ?
নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে বাইডেনের প্রচারের সময়ই কমলা হ্যারিসকে নিয়ে সমীক্ষা করা হয়েছে ৷ দেখা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে হ্যারিস কতটা কার্যকরী হতে পারেন ৷ বাইডেনের পরামর্শদাতারাও তাঁকে সরে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন ৷
59 বছর বয়সী কমলা হ্যারিস 2020 সালে প্রথম মহিলা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন ৷ তাছাড়া তিনি প্রথম ব্ল্যাক আমেরিকান ও দক্ষিণ এশীয় আমেরিকান যিনি এই পদে বসেছেন ৷ এখন দেখার তাঁকে মার্কিন প্রেসিডেন্টের দৌড়ে এগিয়ে দেন কি না ডেমোক্র্যাটরা ?