ঢাকা, 2 নভেম্বর: ধর্মগুরুদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে ৷ সামনে আসছে সংখ্যালঘুদের উপর একের পর এক হামলা, অত্যাচারের অভিযোগ ৷ শুক্রবার নির্যাতনের বিরুদ্ধে ও দেশে তাঁদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশের চট্টগ্রামে বিরাট প্রতিবাদ মিছিল করল নিপীড়িত সংখ্যালঘু হিন্দুরা ৷ এই বিরাট জমায়েত আরও একবার প্রশ্ন তুলে দিল, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের জমানায় হিন্দুদের উপর অত্যাচার কি ক্রমশ বাড়ছে ?
চলতি বছরের অগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয় ৷ বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ তারপর থেকে সেই দেশের দায়িত্ব সামলাচ্ছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ৷ হিন্দু সংগঠনগুলির দাবি, সেই অগস্ট মাস থেকেই তাঁদের উপর অত্যাচার শুরু হয়েছে ৷ কেড়ে নেওয়া হয়েছে তাঁদের ধর্মীয় স্বাধীনতা ৷
নিরাপত্তার দাবিতে আগে প্রতিবাদ করা হলেও কোনও লাভ হয়নি ৷ বরং, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় দাস-সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় ৷ শুক্রবার সেই মামলা প্রত্যাহার ও সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে প্রতিবাদ করেন হাজার হাজার হিন্দু ৷ পুলিশি বাধা সত্ত্বেও চট্টগ্রামের রাস্তায় প্রতিবাদ করেন বাংলাদেশের প্রায় 30 হাজার হিন্দু ৷ যদিও তাঁদের এই প্রতিবাদকে ভালো চোখে দেখছে না ইউনুসের সরকার ৷ তাদের মতে, পুরো বিষয়টিকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে ৷
এদিকে, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত রাষ্ট্রসংঘের মানবাধিকার কর্তারা ৷ এই প্রসঙ্গে সুর চড়িয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা আগামী নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপার্থী ডোনাল্ড ট্রাম্প ৷ এক্স হ্যান্ডেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি ৷
I strongly condemn the barbaric violence against Hindus, Christians, and other minorities who are getting attacked and looted by mobs in Bangladesh, which remains in a total state of chaos.
— Donald J. Trump (@realDonaldTrump) October 31, 2024
It would have never happened on my watch. Kamala and Joe have ignored Hindus across the…
পরিসংখ্যান বলছে, 1951 সালে পূর্ব পাকিস্তানের সময় সেই দেশে হিন্দুদের সংখ্যা ছিল 22 শতাংশ ৷ বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 8 শতাংশে ৷ 170 কোটির বাংলাদেশে 91 শতাংশ মানুষ মুসলিম ৷ সেই দেশে প্রভাবশালী সংখ্যাসঘু সংগঠন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি, 5 অগস্টের পর থেকে হিন্দুদের উপর 2 হাজারেরও বেশি হামলার ঘটনা ঘটেছে ৷
একের পর হামলার ঘটনার পর নিজেদের সুরক্ষার দাবি একত্রিত হন সেই দেশের হিন্দুরা ৷ গত 25 অক্টোবর হিন্দুদের জন্য আলাদা সংখ্যালঘু মন্ত্রক গঠন, তাঁদের উপর নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পৃথক ট্রাইবুনাল এবং তাঁদের সুরক্ষায় আইন আনা-সহ 8টি দাবিতে প্রতিবাদ ঢাকায় প্রতিবাদ করে হিন্দু সমাজ ৷ এরপর বিখ্যাত ধর্মগুরু চন্দন কুমার ধর-সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করে পুলিশ ৷ অভিযোগ, বাংলাদেশের পতাকার সম্মানকে অবমাননা করে তার উপর গেরুয়া পতাকা তুলে ধরেন তাঁরা ৷ বাংলাদেশ প্রশাসনের অভিযোগকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন হিন্দু সংগঠনের প্রধানরা ৷ তাঁদের মতে, পুরো ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷
(এপি)