রচেস্টার হিলস (মার্কিন যুক্তরাষ্ট্র), 16 জুন: ডেট্রয়েটের শহরতলিতে বন্দুকবাজের হামলা ৷ একটি স্প্ল্যাশ প্যাডে এলোপাথাড়ি গুলিতে আট বছর বয়সি একটি ছেলে-সহ আটজন আহত হয়েছেন ৷ শিশুটির মাথায় গুলি লাগায় তাঁর অবস্থা আশংকাজনক ৷ শনিবার গ্রীষ্মের তাপ থেকে বাঁচতে ওই ওয়াটার পার্কে জড়ো হয়েছিল কিছু পরিবার । অতর্কিত হামলায় তাঁদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায় ৷
এই ঘটনায় সন্দেহভাজন একজনের উপর নজর রাখা হচ্ছিল, সেই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ আক্রান্তদের মধ্যে অন্তত দু'জন শিশু বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বলেছিল যে, রচেস্টার হিলসে গুলি চালানোর ঘটনায় 10 জনের মতো গুলিবিদ্ধ হয়েছেন বলে তাঁদের মনে হয়েছিল ৷ কিন্তু পরে তাঁরা এলাকার হাসপাতালে পরীক্ষা করার পরে এই সংখ্যাটি কমিয়ে আনা হয়েছিল।
ওকল্যান্ড কাউন্টির শেরিফ মাইক বাউচার্ড বলেন, একজন সন্দেহভাজন লোক কাছাকাছি একটি বাড়িতে ছিল এবং আইন প্রয়োগকারীরা তাঁকে ঘিরে রাখে । রচেস্টার ফেসবুকের মাধ্যমে বলেছেন যে, ব্যক্তিটি নিজের জীবন নিয়েছে। বাউচার্ড একটি রাতের সংবাদ সম্মেলনের সময় গুরুতর অবস্থায় থাকা 8 বছর বয়সি শিশুর খোঁজ খবর নেন ৷
তিনি আরও বলেন, প্রথমে ডেপুটি যাঁরা ঘটনাস্থলে পৌঁছেছিলেন তাঁরা অবিলম্বে প্রাথমিক চিকিৎসা প্রদান শুরু করেন । অফিসাররাও দ্রুত একটি সম্ভাব্য সন্দেহভাজনের গাড়ি ট্র্যাক করতে সক্ষম হয়েছিল এবং সন্দেহভাজন ব্যক্তির গাড়ির সঙ্গে মিলেয়ে একটি গাড়ি ওই বাসভবনে ছিল। একটি হ্যান্ডগান এবং তিনটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানান শেরিফ। বাউচার্ডের কথায়, "আমরা অনেক ট্র্যাজেডির মধ্যে দিয়ে গিয়েছি ৷ এই পরিস্থিতিও কাটিয়ে উঠব ৷" মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন যে, শুটিং সম্পর্কে জানতে পেরে তিনি শোকাহত এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তিনি যোগাযোগ করছেন । (এপি)