ETV Bharat / international

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, ফের মৃত পাঁচ চিনা নাগরিক-সহ 6 - SUICIDE BOMBING IN PAKISTAN - SUICIDE BOMBING IN PAKISTAN

Suicide Bomb Attack in Pakistan: পাকিস্তানে চিনা কনভয়ের উপর হামলা। বোমা বিস্ফোরণের জেরে কমপক্ষে 5 চিনা নাগরিক-সহ ছ'জনের মৃত্যু হয়েছে। আত্মঘাতী বোমা হামলাকারী ইসলামাবাদ থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দাসুতে যাওয়ার পথে চিনা নাগরিকদের গাড়িতে আত্মঘাতী হামলা হয় ৷

Suicide Bomb Attack in Pakistan
Suicide Bomb Attack in Pakistan
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 4:49 PM IST

Updated : Mar 26, 2024, 6:18 PM IST

ইসলামাবাদ, 26 মার্চ: পাকিস্তানে চিনা নাগরিকদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা ৷ তাতে মৃত্যু হল কমপক্ষে 5 চিনা নাগরিক-সহ ছয় ৷ মঙ্গলবার সকালে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী ওই বোমা হামলাটি হয়। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় চিনা কনভয়ে বিস্ফোরণের একাধিক ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যদিও তার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ আধিকারিক মহম্মদ আলি গান্দাপুর পাঁচ চিনা নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জানা গিয়েছে, দাসু জলবিদ্যুৎ প্রকল্পের কাজে ওই চিনা নাগরিকরা যুক্ত ছিলেন। বোমা বিস্ফোরণ ঘটনার পাশাপাশি এদিন পাকিস্তানের ইসলামাবাদ থেকে কোহিস্তান যাওয়ার সময় একটি বাসের বিপরীত দিক থেকে আসা চারচাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ৷ এলাকার শাংলা জেলার বিশাম এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে, বলেও পুলিশ জানিয়েছে।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। বিশাম স্টেশন হাউস অফিসার (এসএইচও) বখত জহির বলেছেন, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রমাণ সংগ্রহ করছে ৷ ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মৃতদেহগুলোকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷"

এসএইচও তরফে আরও বলা হয়েছে, কোথা থেকে এবং কীভাবে একজন আত্মঘাতী বোমা হামলাকারীর গাড়ি এসেছিল এবং কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। পাকিস্তানের প্রথমসারির এক সংবাদসংস্থাকে (জিও নিউজ) এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, বাসে থাকা অন্ততপক্ষে 5 চিনা নাগরিকের মৃত্যু হয়েছে ৷ দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে ৷ আত্মঘাতী হামলাতেই তাঁদের প্রাণ গিয়েছে ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন চিনা যাত্রী ৷ 2021 সালে শাংলা কোহিস্তানের কাছাকাছি, সন্ত্রাসী হামলায় 9 চিনা নাগরিকের মৃত্যু হয়েছিল ৷ পাশাপাশি ওই ঘটনায় 13 জন আহতও হয়েছিলেন।

আরও পড়ুন:

  1. করাচিগামী চিনা জাহাজ আটক মুম্বই বিমানবন্দরে, পাঠানো হচ্ছিল পারমাণবিক পণ্য
  2. মিউনিখ নিরাপত্তা কনফারেন্সের আসরে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা জয়শংকরের
  3. বেজিংয়ে মলদ্বীপের প্রেসিডেন্ট, দক্ষিণ ভারত মহাসাগরে চিনা প্রভাব মোকাবিলায় পর্যটনই হাতিয়ার ভারতের ?

ইসলামাবাদ, 26 মার্চ: পাকিস্তানে চিনা নাগরিকদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা ৷ তাতে মৃত্যু হল কমপক্ষে 5 চিনা নাগরিক-সহ ছয় ৷ মঙ্গলবার সকালে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী ওই বোমা হামলাটি হয়। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় চিনা কনভয়ে বিস্ফোরণের একাধিক ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যদিও তার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ আধিকারিক মহম্মদ আলি গান্দাপুর পাঁচ চিনা নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জানা গিয়েছে, দাসু জলবিদ্যুৎ প্রকল্পের কাজে ওই চিনা নাগরিকরা যুক্ত ছিলেন। বোমা বিস্ফোরণ ঘটনার পাশাপাশি এদিন পাকিস্তানের ইসলামাবাদ থেকে কোহিস্তান যাওয়ার সময় একটি বাসের বিপরীত দিক থেকে আসা চারচাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ৷ এলাকার শাংলা জেলার বিশাম এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে, বলেও পুলিশ জানিয়েছে।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। বিশাম স্টেশন হাউস অফিসার (এসএইচও) বখত জহির বলেছেন, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রমাণ সংগ্রহ করছে ৷ ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মৃতদেহগুলোকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷"

এসএইচও তরফে আরও বলা হয়েছে, কোথা থেকে এবং কীভাবে একজন আত্মঘাতী বোমা হামলাকারীর গাড়ি এসেছিল এবং কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। পাকিস্তানের প্রথমসারির এক সংবাদসংস্থাকে (জিও নিউজ) এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, বাসে থাকা অন্ততপক্ষে 5 চিনা নাগরিকের মৃত্যু হয়েছে ৷ দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে ৷ আত্মঘাতী হামলাতেই তাঁদের প্রাণ গিয়েছে ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন চিনা যাত্রী ৷ 2021 সালে শাংলা কোহিস্তানের কাছাকাছি, সন্ত্রাসী হামলায় 9 চিনা নাগরিকের মৃত্যু হয়েছিল ৷ পাশাপাশি ওই ঘটনায় 13 জন আহতও হয়েছিলেন।

আরও পড়ুন:

  1. করাচিগামী চিনা জাহাজ আটক মুম্বই বিমানবন্দরে, পাঠানো হচ্ছিল পারমাণবিক পণ্য
  2. মিউনিখ নিরাপত্তা কনফারেন্সের আসরে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা জয়শংকরের
  3. বেজিংয়ে মলদ্বীপের প্রেসিডেন্ট, দক্ষিণ ভারত মহাসাগরে চিনা প্রভাব মোকাবিলায় পর্যটনই হাতিয়ার ভারতের ?
Last Updated : Mar 26, 2024, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.